পাল বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | pala dynasty

টেলিগ্ৰামে জয়েন করুন

পাল বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | pala empire

পাল বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । pala dynasty
সুপ্রিয় বন্ধুরা , আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক pala period, pala dynasty বা পাল বংশের প্রশ্ন উত্তর নিয়ে । এই বংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি তোমাদেরকে দেওয়া হলো । এই history mcq in bengali  পর্বটি খুবই গুরুত্বপূর্ণ ।

পাল বংশের প্রশ্ন উত্তর :

1. পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কোন ব্যক্তি ?
উ গোপাল
2. পাল রাজাদের আদি বাসস্থান কোন স্থানে ছিল
 
উ বারেন্দ্রী
3. পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের রাজধানী কোথায় ছিল
 
উ মগধ
4. কোন পাল রাজা ওদন্তপুরী বিহার এর নির্মাণ করেছিলেন
 
উ পাল রাজা গোপাল
5. পাল রাজা গোপালের মৃত্যুর পর   সিংহাসনে কে বসে ছিলেন
 
উ 770 খ্রিস্টাব্দে তার পুত্র ধর্মপাল বসেন
6. কোন শাসক হলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক
 
উ ধর্মপাল
7. বিক্রমশীলা মহাবিহার ও সোমপুর বিহার এর নির্মাণ করেন কোন পাল শাসক
 
উ ধর্মপাল
8. “পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ” কোন পাল রাজার উপাধি ছিল 
 
উ ধর্মপাল
9. পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন
 
উ বৌদ্ধ ধর্মের
10. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগের বিশ্ব বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ছিল
 
উ পাল যুগের
11. দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন কোন ব্যক্তি
 
উ মহিপাল
12. পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন
উ রামচরিত  রচয়িতা সন্ধ্যাকর নন্দী
13.পাল যুগের শ্রেষ্ঠ চিকিৎসক এর নাম কি ছিল
 
উ চক্রপাণি দত্ত
14. বাদাল স্তম্বলিপি থেকে কোন শাসকের সম্পর্কে জানা যায়
 
উ দেবপাল সম্পর্কে
15. মুঙ্গের তাম্রলিপি থেকে কোন পাল শাসকের সম্পর্কে জানা যায়
 
উ ধর্মপাল সম্পর্কে
16. প্রথম কোন পাল রাজা সিংহাসন ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল
 
উ প্রথম বিগ্রহ পাল
17. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিল
 
উ দিব্য বা দিব্বোক
18. পাল বংশের শেষ শাসক কে ছিলেন
 
উ মদন পাল
19. বাঙালির জীবন প্রভাত বলা হয় কোন পাল রাজার শাসন কালকে
 
উ ধর্মপাল কে
20. কোন পাল শাসক প্রথম রক্ত ও লৌহ নীতি প্রয়োগ করেছিলেন
 
উ দেবপাল
21. কোন পাল শাসকের শাসনকালে  প্রথম রাজেন্দ্র চোল বাংলার উপর আক্রমণ চালিয়েছিল
 
উ প্রথম মহিপাল
22. ধর্মপালের বিশ্বস্ত প্রধানমন্ত্রীর নাম কি ছিল
 
উ গর্গ
23. কোন পাল শাসকের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল
 
উ দ্বিতীয় মহিপাল
24. কোন স্থানকে কেন্দ্র করে কৈবর্ত বিদ্রোহের সূচনা হয়েছিল
 
উ বরেন্দ্রভূমি বা উত্তরবঙ্গকে কেন্দ্র করে
25. খালিমপুর তাম্রলিপি থেকে কোন পাল শাসকের সম্পর্কে জানা যায়
 
উ ধর্মপাল সম্পর্কে
 

1 thought on “পাল বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | pala dynasty”

Leave a Comment