Tet EVS Practice Set | পরিবেশ বিদ‍্যা প‍্যাকটিস সেট -৩

টেলিগ্ৰামে জয়েন করুন

Tet EVS Practice Set | পরিবেশ বিদ‍্যা প‍্যাকটিস সেট -৩

Tet EVS Practice Set – পরিবেশ বিদ‍্যা প‍্যাকটিস সেট : সুপ্রিয় বিদ‍্যার্থীরা আজকের এই পর্বটিতে Primary Tet EVS Practice Set প্রদান করলাম। এই Tet EVS Practice Set – পরিবেশ বিজ্ঞান প‍্যাকটিস সেট টিতে গুরুত্বপূর্ণ কতগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া হল।

Primary Tet EVS Practice Set :

1. ফ্লাই অ্যাশের উৎস কি ?

A. কারখানার বর্জ্য
B. ইটভাটা
C. দাবানল
D. তাপবিদ্যুৎ কেন্দ্র

উত্তর : D

2. পরিবেশবিদ্যায় কোন্ পরিবেশের কথা বলা হয়েছে ?

A. সামাজিক পরিবেশ
B. প্রাকৃতিক পরিবেশ
C. a ও b দুটিই
D. None

উত্তর : C

3. পানীয় জলের প্রধান বিষ কোনটি ?

A. আর্সেনিক
B. ক্লোরাইড
C. নাইট্রেট
D. পটাশিয়াম

উত্তর : A

4. ক্লোরাইড ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত ?

A. 20 ° C
B. 25 ° C
C. 22 ° C
D. 15 ° C

উত্তর : D

5. পরিবেশ দূষণের ফলে প্রকৃতিতে হয়ে চলেছে-

A. উষ্ণায়ণ
B. সমুদ্র জলতল বৃদ্ধি
C. a ও b
D. None

উত্তর : C

6. দুটিই নীচের কোন্‌টি বায়োডিগ্রেডেবল কঠিন বর্জ‍্যপদার্থ ?

A. পিচ বোর্ডের টুকরো
B. পেনের খাপ
C. কাচের শিশি
D. প্লাস্টিকের চামচ

উত্তর : A

7. সামাজিক মিথস্ক্রিয়া মডেল ‘ চালু করেন কোন বিজ্ঞানী ?

A. এন ফ্ল্যান্ডার
B.  অ্যারিস্টটল
C. রুশো
D. লক

উত্তর : A

8. ওজোন হোল ‘ নামকরণ করেছেন

A. ফারমেন
B. আর্মস
C. নিউটন
D. মার্কানি

উত্তর : A

9. গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ‍্যাস কোনটি ?

A. অক্সিজেন
B. নাইট্রোজেন ডাইঅক্সাইড
C. মিথেন
D. কার্বন ডাইঅক্সাইড

উত্তর : D

10. ভারতে পরিবেশরক্ষার আইন পাস হয় কত সালে ?

A. 1972 সালে
B. 1957 সালে
C. 1986 সালে
D. 1987 সালে

উত্তর : C

11. ইকোসিস্টেম নামকরণ করেন-

A. ট্যানসলে
B.  স্মিথ
C. ল্যামার্ক
D. ডারউইন

উত্তর : A

12. তেহরি ড্যাম প্রোজেক্ট কোন নদীর উপর তৈরি হয়েছে তা হল-

A. গঙ্গা
B. তিস্তা
C. ভাগীরথী
D. যমুনা

উত্তর : C

13. পরিবেশবিদ্যা শিক্ষণে বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক কার্যাবলি গ্রহণের প্রধান উদ্দেশ্য হল –

A. বিষয়টির উৎস সম্পর্কে অবহিত করা
B. বিষয়টি কীভাবে ব্যবহৃত হচ্ছে সে সম্পর্কে জানা
C. বিষয়টির অপব্যবহার হচ্ছে কি না তা বিচার করা
D : সবগুলি

উত্তর : D

14. শিশুর উপর পরিবেশের প্রভাব শুরু হয় –

A. পুরুষের শুক্রকোশ দ্বারা নারীর ডিম্বকোশ নিষিক্ত হওয়ার 30 দিন পর থেকে
B. শিশু জন্মাবার পরমুহূর্ত থেকে
C.শিশু যখন বাইরের উপাদান সম্পর্কে সচেতন হয়
D. None

উত্তর : B

15. আপনি একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে চান , এক্ষেত্রে আপনার কর্তব্য কি হবে –

A. ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হওয়া
B. ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে তোলা
C. ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তোলার মতো শিক্ষা দেওয়া
D.  ছাত্রছাত্রীদের পাঠক্রম অনুযায়ী পাঠদান করা

উত্তর : C

16. প্রাথমিকে একজন শিক্ষার্থী পরিবেশের সঠিক সংজ্ঞা দিতে পারে , কিন্তু মাটিকে পরিবেশের অঙ্গ বলা যাবে কেন , এর যথাযথ উত্তর দিতে পারে না । এক্ষেত্রে শিক্ষার্থীর

A.  বিষয়ে জ্ঞান হয়েছে
B. বিষয়ে জ্ঞান ও ধারণা উভয়ই হয়েছে
C. বিষয়ে জ্ঞান ও ধারণা কোনোটিই হয়নি
D. বিষয়ে ধারণা হয়েছে

উত্তর : A

17. পরিবেশ অধ্যয়নের প্রকৃতি সমর্থন করে না কারা ?

A.  শিশুরা কম ভুল করে
B. শিশুরা কাজ করে শেখার জায়গা পায়
C. শিশুরা অনেক প্রশ্ন করে
D. শিশুরা অন্বেষণ করার জন্য অনেক জায়গা পায়

উত্তর : C

18. একজন শিক্ষক তার কিছু ছাত্রকে প্রত্যাশিতভাবে উজ্জ্বল এবং বুদ্ধিমান খুঁজে পান । তিনি কীভাবে তাদের শেখাবেন ?

A. উঁচু শ্রেণিসহ
B.শিক্ষকের ইচ্ছা অনুযায়ী
C. সমৃদ্ধ পাঠক্রম ব্যবহার করে
D. বাকি অন্যান্য ক্লাসের সঙ্গে

উত্তর : B

19. প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন । এটি শিক্ষার্থীদের কীভাবে বোঝালে সবথেকে বেশি কার্যকরী হবে ?

A. বই থেকে পড়িয়ে
B. পরীক্ষাগারে পরীক্ষা করে ও প্রমাণ করে
C. শ্রেণিতে বক্তৃতা দিয়ে
D. বাড়ি থেকে মুখস্থ করতে বলে

উত্তর : B

20. পরিবেশবিদ্যা নীচের কোন বিষয় নিয়ে চর্চা করে না ?

A. ঘটনা
B. তত্ত্ব
C.  সূত্র
D.  মূল্য

উত্তর : D

21. পরিবেশবিদ্যা পাঠে তথ্য সংগ্রহ করার জন্য নীচের কোনটি সবথেকে জরুরী ?

A. সঙ্গে নোটবুক এবং পেন / পেনসিল রাখা
B. ভ্রমণ করার মানসিকতা
C. জিজ্ঞাসু মন
D. উপরের সবকটি

উত্তর : D

22. প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পাঠ নীচের কোন্‌টির দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

A. সংযুক্ত প্রক্রিয়া বা পদ্ধতি
B. শৃঙ্খলা প্রক্রিয়া বা পদ্ধতি
C. বক্তৃতা প্রক্রিয়া বা পদ্ধতি
D. কোনোটিই নয়

উত্তর : A

23. সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠে নীচের কোন্ শিক্ষা সহায়ক উপকরণ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে ?

A. ব্ল্যাকবোর্ড
B. চার্ট ও গ্রাফ
C. অডিওভিস্যুয়াল পদ্ধতি
C. মডেল

উত্তর : C

24. একজন প্রাথমিক স্তরের শিক্ষকের মধ্যে প্রধান গুরুত্বরপূর্ণ কোন গুণ থাকা প্রয়োজন ?

A. শেখানোর প্রতি আগ্রহ
B. ধৈর্য এবং অধ্যবসায়
B. কর্মদক্ষতা ও শিক্ষণ পদ্ধতি
C. কঠোর ও শৃঙ্খলাপরায়ণ

উত্তর : B

25. পরিবেশবিদ্যার শিক্ষণে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ?

A. শিক্ষার্থীদের শাস্তি দেওয়া
B. শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা
C. চিত্তাকর্ষক বক্তৃতা
D. বোর্ডে ছবি আঁকা

উত্তর : A

পূর্বের পর্ব :

পরিবেশ বিদ‍্যা প‍্যাকটিস সেট-২

1 thought on “Tet EVS Practice Set | পরিবেশ বিদ‍্যা প‍্যাকটিস সেট -৩”

Leave a Comment