Primary Tet EVS Mock Test Part-4 | প্রাইমারি টেট পরিবেশ বিদ‍্যা মকটেস্ট – ৪

টেলিগ্ৰামে জয়েন করুন

Primary Tet EVS Mock Test Part-4 | প্রাইমারি টেট পরিবেশ বিদ‍্যা মকটেস্ট - ৪

Primary Tet EVS Mock Test Part-4 – প্রাইমারি টেট পরিবেশ বিদ‍্যা মকটেস্ট : সুপ্রিয় বিদ‍্যার্থী তোমাদের জন্য আরও একটি Primary Tet EVS Mock Test Part-4 পর্ব প্রদান করলাম। এই পর্বটিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবেশ বিদ‍্যার MCQ প্রশ্ন উত্তর দেওয়া হল যেগুলি তোমাদের পরীক্ষার জন‍্য খুব হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক আজকের Primary Tet EVS Mock Test Part-4 এর পর্বটি।

Primary Tet EVS Mock Test Part-4 :

1. অজৈব সার ব্যবহারে মাটির অম্লত্ব বাড়ে কারণ কি

A. ওই সারে অক্সিজেন বেশি
B. ওই সারে হাইড্রোজেন বেশি
C. ওই সারে নাইট্রোজেন বেশি
D. ওই সারে কার্বন বেশি

উত্তর : C

2. আর্সেনিক মোকাবিলার জন‍্য কোন চাষ করা উচিত ?

A. শিম
B. টমেটো
C. পেঁয়াজ
D. সবগুলি

উত্তর : B

3. ভারত সরকার বিপজ্জনক বর্জ্য পদার্থ ব্যবহার , জমা এবং অপসারণ সম্পর্কিত আইন প্রণয়ন করে কত সালে ?

A. 1975 সালে
B. 1984 সালে
C. 1989 সালে
D. 1996 সালে

উত্তর : C

4. ওজোনস্তরের 60 % ক্ষয়ের জন্য দায়ী কে ?

A. নাইট্রোজেন অক্সাইড
B. কার্বন ডাইঅক্সাইড
D. সালফার অক্সাইড
D. ক্লোরোফ্লুওরো কার্বন

উত্তর : D

5. বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা পরীক্ষা করা হয়

A. বায়ুকে
B. জলকে
C. মাটিকে
D. শিলাকে

উত্তর : B

6. রামসর সম্মেলন সংশ্লিষ্ট কোন্‌টির সংরক্ষণের সঙ্গে যুক্ত ?

A. স্থলভূমি
B. বনভূমি
C. জলাভূমি
D. বন্যাপ্রবণ

উত্তর : C

7. WWF ( World Wide Fund For Nature ) ভারতে প্রতিষ্ঠিত হয় কত সালে ?

A. 1969 সালে
B. 1974 সালে
C. 1980 সালে
D. 1993 সালে

উত্তর : A

8. গ‍্যাস সংগ্ৰাহক, ফ্যাব্রিক ফিল্টার , প্লেট টাওয়ার গ্যাস সংগ্রাহক , ভিজে স্ক্রাবার , ব্যবহৃত হয় কোন কাজে ?

A. জলদূষণ নিয়ন্ত্রণে
B. শব্দদূষণ নিয়ন্ত্রণে
C. বায়ুদূষণ নিয়ন্ত্রণে
D. সবগুলি

উত্তর : C

9. সমুদ্রের প্রবাল ক্ষতিগ্রস্ত হয়

A. বায়ুদূষণ দ্বারা
B. জলদূষণ দ্বারা
C. শব্দদূষণ দ্বারা
D. মাটিদূষন দ্বারা

উত্তর : C

10. পৃথিবী দিবস কবে পালিত হয় ?

A. 2 ফেব্রুয়ারি
B. 5 আগস্ট
C. 22 এপ্রিল
D. 16 অক্টোবর

উত্তর : C

11. ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালন করা হয় কবে ?

A. 2-9 ফেব্রুয়ারি
B. 2-8 অক্টোবর
C. 17-25 আগস্ট
D. None

উত্তর : B

12. বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ কি ?

A. শ্বসন
B. সালোকসংশ্লেষ
C. রেচন
D. সবগুলি

উত্তর : B

13. বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় –

A. কার্বন ডাইঅক্সাইড
B. মিথেন
C. নাইট্রোজেন
D. CFC

উত্তর : C

14. বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনকে কি বলে ?

A. চিপকো আন্দোলন
B. সবুজ আন্দোলন
C. সাইলেন্ট ভ্যালি আন্দোলন
D. None

উত্তর : A

15. নীচের কোন্ পদার্থটি আমাদের রাজ্যে ভূগর্ভস্থ জলে পাওয়া যাচ্ছে ?

A. ক্লোমিয়াম
B. নাইট্রেট
C. ফ্লুওরাইড
D. পটাশিয়াম

উত্তর : C

16. বিদ্যালয় স্তরে পরিবেশবিদ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ কি ?

A. পরিবেশ মানবসহ সমস্ত প্রাণীর অবিচ্ছেদ্য অঙ্গ
B. পরিবেশ দূষণ রোধ করার জন্য
C. পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীর মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য
D. সবগুলি

উত্তর : D

17. প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা বিষয়ে পাঠদানের অন্যতম উদ্দেশ্য কি ?

A. শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতাকে পরিবেশ শিক্ষার সঙ্গে যুক্ত করানো
B. শিক্ষার্থীদের বিভিন্ন শব্দ সম্পর্কে অবহিত করা
C. শিক্ষার্থীদের পরিবেশ শিক্ষার বিভিন্ন বই সম্পর্কে ধারণা দেওয়া
D. শিক্ষার্থীদের জানানো হয় যে পরিবেশ শিক্ষা একটি বিষয়

উত্তর : A

18. পরিবেশবিদ্যা ক্লাসে ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ

A. বড়ো , স্পষ্ট লেখা
B. ছোটো আকারের লেখা
C. লেখার স্পষ্টতা
D. None

উত্তর : A

19. সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর কিসের উপর ?

A. শিক্ষক শিক্ষিকাদের মনোভাব পরিবর্তনের উপর
B. শিক্ষণ – শিখন উপাদানের উচ্চ গুণমানের উপর
C. পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের উপর
D. সমাজ সমর্থনের উপর

উত্তর : C

20. পরিবেশবিদ্যা বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ব্যবহৃত একটি শ্রুতিনির্ভর সহায়ক উপকরণ হল –

A. সংবাদপত্র
B. গ্রামোফোন
C. ম্যাজিক লণ্ঠন
C. কম্পিউটার

উত্তর : B

21. পরিবেশবিদ্যার ক্লাসে কীভাবে পড়ানো শুরু করা যেতে পারে বলে আপনি মনে করেন ?

A. গল্প বলার মাধ্যমে
B. প্রশ্ন করার মাধ্যমে
C. উদাহরণ দেওয়ার মাধ‍্যমে
D. সবগুলি

উত্তর : D

22. পরিবেশবিদ্যার ক্লাসে ব্যবহৃত চার্ট হল –

A. শ্রবণ – দর্শনভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ
B. শ্রবণভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ
C. দর্শনভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ
D. None

উত্তর : C

23. আপনি কোনো একটি শ্রেণিতে পরিবেশ বিষয়ে পাঠদান করছেন । এমতাবস্থায় কোনো ছাত্র বা ছাত্রী পঠনপাঠনে ব্যাঘাত সৃষ্টি করলে আপনি কী করবেন ?

A. ব্যাঘাত সৃষ্টির কারণ জানতে চাইবেন
B. তাকে অতিরিক্ত বাড়ির কাজ দেবেন
C. বিষয়টি এড়িয়ে যাবেন
D. তাকে শ্রেণিকক্ষের বাইরে চলে যেতে বলবেন

উত্তর : A

24. আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশবিদ্যা শিক্ষায় শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে কম্পিউটার এখনও তত জনপ্রিয় হয়নি তার মূল কারণ হল

A. বিদ্যালয়ে পরিকাঠামোগত অসুবিধা আছে
B. শিক্ষার্থীরা কম্পিউটার সহযোগে পাঠে আগ্রহী নয়
C. শিক্ষকের আগ্রহের অভাব
D. কম্পিউটার পরিবেশ বিজ্ঞান পঠনপাঠনের পক্ষে উপযোগী নয়

উত্তর : A

25. পরিবেশবিদ্যার পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধার দিকটি কি ?

A. শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি হয়
B. শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়
C. বিষয়ের সব অংশ এই পদ্ধতিতে শিক্ষণ সম্ভব নয়
D. শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পায়

উত্তর : C

আরও পড়ুন : মকটেস্ট পর্ব-৩

1 thought on “Primary Tet EVS Mock Test Part-4 | প্রাইমারি টেট পরিবেশ বিদ‍্যা মকটেস্ট – ৪”

Leave a Comment