কমিউনিটি কি ? কমিউনিটির আন্তঃক্রিয়া

টেলিগ্ৰামে জয়েন করুন

কমিউনিটি কি ? কমিউনিটির আন্তঃক্রিয়া

কমিউনিটি কি : আজকে আমরা এই পর্বটিতে কমিউনিটি ( Community ) সম্পর্কে বিস্তৃত আলোচনা করলাম।চলুন দেখে নেওয়া যাক কমিউনিটি কি এবং কমিউনিটির আনঃক্রিয়া সম্পর্কে।

কমিউনিটি কি :

একটি নির্দিষ্ট অঞ্চলে সবগুলি জীবিত প্রজাতির পপুলেশনকে সামগ্রিকভাবে কমিউনিটি বলে।

বিভিন্ন কমিউনিটির মধ্যে সম্ভাব্য আন্তঃক্রিয়াসমূহ :

1. প্রতিযোগিতা :

বাসস্থান , খাদ্য , আলো ও অন্যান্য সম্পদের জন্য একই কমিউনিটির দুটি পপুলেশনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতামূলক আন্তঃক্রিয়া ঘটে , তাকেই প্রতিযোগিতা বলে । যেমন- খাদ্যের জন্য বিভিন্ন প্রাণীর প্রতিযোগিতা ।

2. খাদ্য – খাদক সম্পর্ক বা শিকার :

একটি পপুলেশনের জীব যখন একই কমিউনিটির অপর একটি পপুলেশনের জীবকে শিকার করে ও খাদ্যরূপে গ্রহণ করে , তখন সেই প্রকার আন্তঃক্রিয়াকে খাদ্য – খাদক সম্পর্ক বা শিকার বলে। যেমন- সিংহ জেব্রা শিকার করে ভক্ষণ করে।

3. পরজীবিতা :

দুটি ভিন্ন পপুলেশনের জীবের আন্তঃক্রিয়ায় যখন একটি জীব অপর জীবের দেহ থেকে পুষ্টি গ্রহণ করে ও তার ক্ষতিসাধন করে , তখন সেই প্রকার আন্তঃক্রিয়াকে পরজীবিতা বলে । উদাহরণ — মানুষের রক্তে ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম । বিভিন্ন পতঙ্গের দেহেও পরজীবীর উপস্থিতি লক্ষ করা যায়।

4. সহযোগিতা :

দুটি ভিন্ন পপুলেশনের জীবের যে আন্তঃক্রিয়ায় অন্ততপক্ষে একটি জীবের লাভ হয় এবং কারও ক্ষতি হয় না , তাকে সহযোগিতা বলে । কমিউনিটিতে এই ধরনের আন্তঃক্রিয়া তিনভাবে হতে পারে। যথা-

i. কমেনস্যালিজম : এক্ষেত্রে একটি জীব লাভবান হয় ও অন্যটির কোনো লাভ বা ক্ষতি হয় না । যে প্রজাতির বা পপুলেশনের জীবটির এই আন্তঃক্রিয়ায় লাভ হয় , তাকে কমেনস্যাল বলে । উদাহরণ : একটি পরাশ্রয়ী অর্কিড বৃহৎ উদ্ভিদের দেহে বাস করে । অর্কিডটি বাসস্থান লাভ করে কিন্তু গাছটির কোনো ক্ষতি হয় না।

ii. মিউচুয়ালিজম : এক্ষেত্রে আন্তঃক্রিয়াশীল দুটি জীবপ্রজাতিই লাভবান হয় । উদাহরণ: লাইকেন – এ শৈবাল ও ছত্রাকের আন্তঃক্রিয়া।

iii. প্রোটোকোঅপারেশন : এক্ষেত্রেও আন্তঃক্রিয়াশীল দুটি পপুলেশনই লাভবান হয় , তবে এই আন্তঃক্রিয়াটি মিউচুয়ালিজম – এর মতো বাধ্যতামূলক নয় । উদাহরণ : সি – অ্যানিমোন হারমিট কাঁকড়ার খোলকে বসবাস করে এবং শত্রুদের হাত থেকে কাঁকড়াকে রক্ষা করে । এর বিনিময়ে সি – অ্যানিমোন কাঁকড়ার সঙ্গে নতুন স্থানে যায়।

আরও পড়ুন : 

লসিকা কি ? লসিকার উপাদান ও কাজ 

1 thought on “কমিউনিটি কি ? কমিউনিটির আন্তঃক্রিয়া”

Leave a Comment