লসিকা কাকে বলে ? লসিকার উপাদান ও কাজ

টেলিগ্ৰামে জয়েন করুন

লসিকা কাকে বলে ? লসিকার উপাদান ও কাজ

লসিকা কাকে বলে : সুপ্রিয় বন্ধুরা আজকের পর্বটিতে আলোচনা করা হল লসিকা কাকে বলে এবং লসিকার গঠন ও কাজ। চলুন দেখে নেওয়া যাক বিস্তৃত আলোচনাটি।

লসিকা কাকে বলে :

রক্ত থেকে নিঃসৃত যে স্বচ্ছ ও হালকা হলুদ বর্ণের বা বর্ণহীন ক্ষারধর্মী তরল পদার্থ লসিকাবাহের মধ‍্য দিয়ে প্রবাহিত হয় তাকে লসিকা বলে।

লসিকার উপাদান :

লসিকার প্রধান দুটি উপাদান হল-

1.কোশীয় উপাদান : প্রধানত লিম্ফোসাইট থাকে।

2. অকোশীয় উপাদান : 94 % জল এবং 6 % কঠিন পদার্থ । কঠিন জৈব পদার্থের মধ্যে অ্যালবুমিন , গ্লোবিউলিন ইত্যাদি প্রোটিন এবং কোলেস্টেরল , গ্লুকোজ , ইউরিয়া ইত্যাদি অপ্রোটিনজাতীয় পদার্থ থাকে । কঠিন অজৈব পদার্থের ভিতর ক্লোরাইড , ক্যালশিয়াম , ফসফরাস ইত্যাদি বর্তমান।

লসিকার কাজ :

1. দেহের রক্তবাহহীন অংশের ( ত্বকের বহিস্তর ) পুষ্টি লসিকা সংবহনের ওপর নির্ভরশীল।

2. রক্তবাহহীন অংশের রেচন পদার্থ লসিকার মাধ্যমে রক্তে ফেরৎ আসে।

3. আন্তঃকলাস্থান থেকে প্রোটিনের পরিবহণ লসিকার মন , মাধ্যমেই হয়ে থাকে ।

4. অতিরিক্ত কলারসকে বহিঃকোশীয় স্থান থেকে রক্তে ফেরৎ এনে , লসিকা দেহে জলের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে ।

5. অন্ত্রে পাচিত চর্বি ও চর্বিতে দ্রবণীয় ভিটামিন পরিবহণ লসিকার মাধ্যমে হয়।

6. দেহের সুরক্ষার ক্ষেত্রে লসিকায় উপস্থিত শ্বেতকণিকা রোগজীবাণু ধ্বংস করে।

আরও পড়ুন : 

হিমোগ্লোবিন কাকে বলে ? গঠন ও কাজ 

2 thoughts on “লসিকা কাকে বলে ? লসিকার উপাদান ও কাজ”

Leave a Comment