বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF | List of court poets of various kings

টেলিগ্ৰামে জয়েন করুন

বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF

বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF | List of court poets of various kings : কবি ও লেখকরা বিভিন্ন রাজা ও রাজবংশের দরবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কারণ তারা অলঙ্কৃত কাব্য গদ‍্যের মাধ্যমে রাজ দরবারের পরিবেশকে মানবিক রূপ দিয়েছিলেন। এখানে আমরা প্রাচীন ভারতের রাজাদের দরবারে বিভিন্ন রাজার সভাকবি নাম সমূহের একটি তালিকা দিচ্ছি যা সমস্ত রকম সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ পাঠকদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে।

ভারতীয় উপমহাদেশে বিভিন্ন রাজবংশের শাসনকালে তাদের দরবারে বিভিন্ন রাজার সভাকবি বিন্দু অত্যন্ত জনপ্রিয় ছিল। তারা ছিলেন প্রশস্তি নামক কবিতা ও গদ্যের লেখক যা যে কোনো সম্রাটের আদলে এক অবিচ্ছেদ্য অংশ। তারা তাদের অলংকৃত গদ্য ও কবিতার মাধ্যমে রাজ দরবারের প্রাণ ও আত্মা জাগ্রত করে।

ভারতের ইতিহাস গদ্য ও কবিতায় সমৃদ্ধ। এগুলি অনাদিকাল থেকেই ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্দ অংশ। আমাদের সকলের জানা ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র যেখানে সময় সময়ে বিভিন্ন রাজবংশ দ্বারা শাসিত হয়েছে। প্রতিটি রাজবংশের রাজত্বকালের সময়ে রাজ দরবারে বিভিন্ন দক্ষ এবং প্রতিভাবান ব্যক্তি নিযুক্ত থাকতেন এছাড়াও রাজার মনোরঞ্জনের জন্য বিভিন্ন রাজার সভাকবি ,কারিগর ইত্যাদি নিযুক্ত করা হত। এই নিবন্ধে আমরা বিভিন্ন রাজার সভাকবি তালিকা প্রকাশ করলাম।

বিভিন্ন রাজার সভাকবি তালিকা :

সভাকবি রাজা
অমরসিংহ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
আমির খসরু আলাউদ্দিন খলজি
আমির হাসান আলাউদ্দিন খলজী
মির হাসাল দেহলবী আলাউদ্দিন খলজী
বরণী আলাউদ্দিন খলজী
উমাপতি ধর বিজয় সেন
কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খারবেল প্রথম সাতকর্ণী
বানভট্ট হর্ষবর্ধন
রাজশেখর মহীপাল
সন্ধ্যাকর নন্দী রামপাল
হরিভদ্র ধর্মপাল
আবুল ফজল আকবর
আল বিরুনী মহম্মদ গজনী
জয়দেব লক্ষণ সেন
হলায়ুধ লক্ষন সেন
পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গ
হাসান নিজামী গিয়াস উদ্দিন বলবান
চড়ক কনিষ্ক
সোমদেব দ্বিতীয় পৃথ্বীরাজ
হরিসেন সমুদ্রগুপ্ত
হারুণ নিজাম কুতুবউদ্দিন আইবক
মির্জা গালিব দ্বিতীয় বাহাদুর শাহ জাফর
রবিকীর্তি চালুক‍্যরাজ দ্বিতীয় পুলকেশী
জগন্নাথ পন্ডিত শাহজাহান
আব্দুল হামিদ লাহোরী শাহজাহান
রাইগুণাকর ভারতচন্দ্র কৃষ্ণচন্দ্র রায়
মহাবীরাচার্য অমোঘবর্ষ
ফিরদৌস সুলতান মামুদ
পরমানন্দ শিবাজী

আরও পড়ুন : 

বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্রাচীন মধ্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন

বিভিন্ন ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা

ভারতের ষোড়শ মহাজনপদ তালিকা

PDF DOWNLOAD ZONE

File Name : বিভিন্ন রাজার সভাকবি
Language : বাংলা
Size: 92 KB
Clik Here To Download

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. সন্ধ‍্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন ?

উ: রামপাল

2.আমির খসরু কোন রাজার সভাকবি ছিলেন ?

উ: আলাউদ্দিন খলজী

3. হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন ?

উ: সমুদ্রগুপ্ত

4.রবিকীর্তী কার সভাকবি ছিলেন ?

উ: চালুক‍্যরাজ দ্বিতীয় পুলকেশী

5. জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন ?

উ: লক্ষন সেন

6. আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন ?

উ: আকবর

7.বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন ?

উ: হর্ষবর্ধন

8. চড়ক কার সভাকবি ছিলেন ?

উ: কনিস্ক

1 thought on “বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF | List of court poets of various kings”

Leave a Comment