GK MCQ In Bengali | জেনারেল নলেজ

টেলিগ্ৰামে জয়েন করুন
GK MCQ In Bengali

GK MCQ In Bengali, বাংলা জেনারেল নলেজ :

1. বৈদিক যুগের বৃক্ষের দেবতা ছিলেন   কে ?

উ :সোম

2. 2022 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?

উ : ইংল্যান্ড

3. ইউরোপের ককপিট কাকে বলা হয় ?

উ: বেলজিয়াম

4. জাপানের পার্লামেন্টের নাম কি ?

উ: ডায়েট

5. মিড ডে মিল স্কিম কবে চালু হয় ?

উ:1995

6. উত্তরবঙ্গে পূর্ব বাহিনী নদীর নাম কি ?

উ:রাইডাকা

7.আনন্দমঠ এর রচয়িতা কে ?

উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

8. রক্তকরবী কার লেখা ?

উ: রবীন্দ্রনাথ ঠাকুর

9. অরণ্যের অধিকার কার লেখা ?

উ: মহাশ্বেতা দেবী

10. বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয় ?

উ:4 জানুয়ারি 2019

11 ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?

উ: 3:2

12 ভারতের প্রবেশদ্বার কোন শহরটি পরিচিত ?

উ: মুম্বাই কে বলা হয় ভারতের প্রবেশদ্বার

13. সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উ: মধ্যপ্রদেশ

14. গণপরিষদের ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ?

উ: 1947 সালের 22 জুলাই

15. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উ: সানফ্রান্সিসকো

16. পি এন ঠাকুর কার ছদ্মনাম ?

উ: রাসবিহারী বসুর

17. 2011 এর জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি ?

উ: কেরালা

18. নরসিংহ কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয় ?

উ: ব্যাংকিং ক্ষেত্র

19. সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয় ?

উ: যে সময় সংসদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়

20. কালাজ্বর রোগের জন্য  কোন প্রাণী দায়ী  ?

উ: ফ্লিরোটোমাস স্যান্ড ফ্লাই

21. পার্কের পদ্ধতি দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয় ?

উ: রুপা

22. আরশোলার অগ্র ডানাজোড়া কে কি বলে ?

উ: এলিট্রা

23. কলকাতায় কত সালে মেট্রোরেল চালু হয় ?

উ:  1984 সালে

24. বর্তমান ভারত কে রচনা করেন ?

উ: স্বামী বিবেকানন্দ

25. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে ?

উ: বোম্বে

26. ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গ কোনটি ?

উ: ফোর্ট সেন্ট জর্জ

27. কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় কত সালে ?

উ: 1911 সালে

28. সিন্ধু সভ্যতার অন্তর্গত হরপ্পা কোন দেশে অবস্থিত ?

উ: পাকিস্তান

29. জৈন ধর্ম মতের অনুসারী তীর্থঙ্কর সংখ্যা কত ?

উ: 24

30. কে সিদ্ধার্ত নামে পরিচিত ?

উ: বুদ্ধদেব

আরও পড়ুন : 100 + GK In Bengali 

1 thought on “GK MCQ In Bengali | জেনারেল নলেজ”

Leave a Comment