GK For Competitive Exam In Bengali Part-16

টেলিগ্ৰামে জয়েন করুন
gk for competitive exam in bengali

Gk For Competitive Exam In Bengali

1. জালিওনাবাগ কোথায় অবস্থিত ?

উ: পাঞ্জাবের অমৃতসর

2. পুরন্দরের সন্ধি কত সালে হয় ?

উ:1665

3. ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয় ?

উ: রাশবিহারী বসু

4. ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস দায়ী ?

উ: মিথাইল আইসোসায়ানাইড

5. ভারতীয় মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

উ: মোহাম্মদ ঘুরি

6. বিশ্বে কোন দেশে মুসলিম জনসংখ্যা বেশি ?

উ: ইন্দোনেশিয়া

7. নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেছিলেন?

উ মোহাম্মদ শাহ এর আমলে

8. আলমাটি বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?

উ : কর্ণাটক

9 শ্রীরামপুর মিশনের ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন ?

উ : উইলিয়াম কেরি

10. বাঘাযতীন নামে কে পরিচিত ?

উ: যতীন্দ্র নাথ মুখার্জী

11. ভারতের জিন্না হাউস কোথায় অবস্থিত ?

উ: মুম্বাই

12. গুপ্ত বংশের শেষ সম্রাট এর নাম কি ?

উ: বিষ্ণুগুপ্ত

13. পাকিস্তানের সম্ভাব্য মন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি ?

উ: তহরিক ই ইনসাপ

14. কোন প্রাণী পশ্চিমবঙ্গের প্রতীক ?

উ: মেছো বিড়াল

15. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে ?

উ: সুইডেন

16. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি ?

উ: 5 টি

17. ভারতে ক্রিয়া প্রশিক্ষক দের সর্বোচ্চ পুরস্কার কোনটি  ?

উ: দ্রোণাচার্য

18. বিশ্বে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে ?

উ: চীন

19 . গণদেবতা গ্রন্থটির রচয়িতা কে ?

উ: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

20. দন্ত চিকিৎসায় কোন ধরনের আয়না ব্যবহার করা হয় ?

উ: অবতল আয়না ব্যবহার করা হয়

21.1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ?

উ:সরোজিনী নাইডু

22.কম্পাঙ্কের একক কি ?

উ:হার্জ

23.”Moving on,Moving forward –A Year in office”
বইটি কার লেখা ?

উ:বেঙ্কাইয়া নাইডু

24. আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন ?

উ: সেতার

25. রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে ?

উ: প্রধানমন্ত্রী

26. কেরালার কোন নীতি নাট্য খোলা জায়গায় সারারাত অনুষ্ঠিত হয় ?

উ: ওট্টাম থুল্লাম

27. 3idiots চলচ্চিত্রটি কার গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে ?

উ: এ বেসান্ত

28. জিভের কোন অংশে মিষ্টত্বের স্বাদ কোরক অবস্থান করে ?

উ: প্রান্ত

29. দাভোল বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উ: মহারাষ্ট্র

30. ভারতে কাগজের নোটের প্রথম কবে প্রবর্তন চালু হয়  ?

উ:1861 সালে

আরও পড়ুন : gk in bengali

3 thoughts on “GK For Competitive Exam In Bengali Part-16”

Leave a Comment