দিল্লির সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF | Sultanate Era Questions And Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF

দিল্লির সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF | Sultanate Era Questions And Answers : সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর নীচে দেওয়া হল। এই দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাস MCQ / দিল্লি সুলতানি ইতিহাস কুইজ / দিল্লি সুলতানি যুগের ইতিহাস প্রশ্ন উত্তর / সুলতানি যুগের ইতিহাস উপাদান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হল যেগুলি আপনাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আপনারা যারা দিল্লির সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর খুঁজছেন নীচে দেওয়া সুলতানি সাম্রাজ্যের MCQ প্রশ্ন উত্তর গুলি পড়তে পারেন।

দিল্লির সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর

1. ইবনবতুতা কোথা থেকে এসেছিলেন ?

উ:মরক্কো

2. মহম্মদ – বিন – তুঘলক কীসে দক্ষ ছিলেন ?

উ: সুন্দর হস্তাক্ষর

3. কে লোদি শাসনের অবসান ঘটান ?

উ: বাবর

4. কোন্ সুলতান নিজেকে সিকান্দার – ই – সানি ( দ্বিতীয় আলেকজান্ডার ) নামে বর্ণনা করতেন ?

উ: আলাউদ্দিন খিলজি

5. কোন্ সুলতানের রাষ্ট্রের খরচায় সারা বছরের জন্য সর্ববৃহৎ সৈন্যদল ছিল ?

উ: মহম্মদ বিন তুঘলক

6. ইবনবতুতা কার আমলে ভারতে এসেছিলেন ?

উ: মহম্মদ বিন তুঘলক

7. কোন্ বিখ্যাত শাসক কুতুবমিনারের কাজ শেষ করেছিলেন ?

উ: ইলতুৎমিস

৪. অথবানা শব্দের অর্থ কি ?

উ: রাজস্ব বিভাগ

9. লোদী বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উ: বহুলাল লোদী

10. ‘ তারিক – ই – মুবারকশাহি ‘ গ্রন্থের লেখক ইয়াহিয়া বিন আহমেদ সিরিন্দি কার আমলে বাস করতেন ?

উ: সৈয়দ

11. মহম্মদ বিন তুঘলক তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন-

উ: মঙ্গোলদের আক্রমণ থেকে বাঁচতে

12. সৈয়দ যুগের সমসাময়িক উপাখ্যান ?

উ: তারিক – ই – মুবারকশাহী

13. আমির খুসরু কার বিখ্যাত সভাকবি ছিলেন ?

উ: আলাউদ্দিন খিলজি

14. কোন্ অঞ্চল থেকে প্রচুর ধনসম্পদ পেয়ে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেছিলেন ?

উ: দেবগিরি

15. নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ?

উ: একজন সুফী সন‍্যাসী

16. দিল্লির সুলতানদের মধ্যে কে বাজার নিয়ন্ত্রণের পন্থা প্রচলনের জন্য বিখ্যাত ছিলেন ?

উ: আলাউদ্দিন খিলজি

17. চেঙ্গিজ খানের নেতৃত্বে মঙ্গোলদের ভারত আক্রমণের ভীতি সঞ্চারকালে কে দিল্লির সুলতান ছিলেন ?

উ: ইলতুৎমিস

18. আলাউদ্দিন খিলজির রাজত্বকালে , ‘ আমিল ’ কাদের বলা হত ?

উ: সরকারি প্রতিনিধি যারা ভূমিকর সংগ্রহ করতেন

19. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘ তারিক – ই – আলাই ‘ গ্রন্থের লেখক , যে গ্রন্থে সুলতান আলাউদ্দিন খিলজির প্রথম কয়েকটি বছরের সবিস্তার বর্ণনা আছে ?

উ: আমির খুসরু

20. কোন্ প্রথম মুসলিম সামরিক প্রধান সেন বংশকে পরাস্ত করে বাংলা এবং বিহার অধিকার করেছিলেন ?

উ: সামসুদ্দিন

সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর :

 

21. কাকে কাজী মুগিসুদ্দিন শরিয়ত আইন মেনে কাজ করার পরামর্শ দিয়েছিলেন , কিন্তু সুলতান তাঁর পরামর্শ খারিজ করেছিলেন ?

উ: আলাউদ্দিন খিলজি

22. কোন্ মধ্যযুগীয় শাসক সর্বপ্রথম কৃষিমন্ত্ৰক ( দিওয়ান – ই – কোহি ) স্থাপন করেছিলেন ?

উ: মহম্মদ – বিন – তুঘলক

23. দিল্লি সুলতানদের আমলে কোন্ আধিকারিকের নিয়ন্ত্রণে ‘ পরগণা ‘ নামে একটি প্রশাসনিক বিভাগ থাকত ?

উ:  আমিল

24. দিল্লীর সুলতানদের মধ্যে কে ‘ সুজারেইন্টজ অব দি টিমুরিড বুলার ’ গ্রহণ করেছিলেন ?

উ: খিজির খান সৈয়দ

25. কে ইবনবতুতাকে দিল্লির প্রধান কাজী হিসাবে নিযুক্ত করেছিলেন ?

উ: মহম্মদ বিন তুঘলক

26. ‘ আলাই দরওয়াজা ‘ – র নির্মাতা কে ?

উ: আলাউদ্দিন খিলজি

27. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

উ: আলাউদ্দিন খিলজি

28. মধ্যযুগীয় ভারতে ‘ জিটল ’ কথার অর্থ কী ?

উ: মুদ্রা

29. কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

উ: খিজির খান

30. কোন্ সুলতান একটি শহর পত্তন করেন যার বর্তমান নাম আগ্রা ?

উ: সিকান্দার লোদী

31.দিল্লীর কোন্ সুলতান ফলের মানোন্নয়নের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন ?
উ: ফিরোজ শাহ তুঘলক,

32. তৈমুরের আক্রমণের পরে কোন্ বংশের শাসকরা ভারতে শাসন করেছিলেন ?

উ: সৈয়দ বংশ

33. কোন্ সুলতানের সভায় সর্বাধিক সংখ্যক ক্রীতদাস ছিল ?

উ: ফিরোজ শাহ তুঘলক

34. কোন্ সুলতান বেকারদের চাকরি দিয়েছিলেন ?

উ: ফিরোজ তুঘলক

35. ‘ যখন তিনি রাজত্ব লাভ করেন , তখন তিনি শরিয়ত নিয়ম কানুন থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন । কোন্ সুলতান সম্পর্কে অলবিরুনি এই মন্তব্য করেন ?

উ: আলাউদ্দিন খিলজি

36. সুলতান আমলে ভূমি কর আদায়ে সর্বোচ্চ গ্রাম্য প্রশাসন ছিল কি ?

উ: চৌধুরী

37. দাস বংশের প্রথম শাসক কে ?

উ: কুতুবউদ্দিন আইবক

38. আলাউদ্দিন খিলজির আক্রমণের সময় দেবগিরির শাসনকর্তা কে ছিলেন ?

উ: রামচন্দ্র দেব

39. দিল্লির কোন্ সুলতান লাখ বকস হিসাবে খ‍্যাত ?

উ: কুতুবউদ্দিন আইবক

40. মহম্মদ বিন তুঘলক তাঁর রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন ?

সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর :

 

উ: দৌলতাবাদ

41. তৈমুর যখন ভারত আক্রমণ করেন , তখন ভারতের শাসনকর্তা কে ছিলেন ?

উ: মহম্মদ শাহ তুঘলক

42. দিল্লির প্রথম মুসলিম শাসক কে ?

উ:  রাজিয়া

43. কোন্ সুলতান পাঁচতলা কুতুবমিনার নির্মাণ করেছিলেন ?

উ:ফিরোজ শাহ তুঘলক

44. 1192 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার কোন্ শাসক উত্তর ভারত জয় করেছিলেন ?

উ: সিয়াবুদ্দিন মহম্মদ ঘোরী

45. মধ্যযুগীয় ভারতে প্রথম মহিলা শাসক কে ছিলেন ?

উ: সুলতান রাজিয়া

46. কার স্মৃতিতে জৌনপুর শহর প্রতিষ্ঠিত হয়েছিল ? (

উ:  ফিরোজ শাহ তুঘলক

47. কোন ব‍্যক্তি দিল্লির সাতজন সুলতানের রাজত্বকালের সাক্ষী ছিলেন ?

উ: আমির খসরু

48. আমির খসরু যিনি ‘ প্যারট অব ইন্ডিয়া ‘ নামে অভিহিত ছিলেন । তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?

উ: পাতিয়ালি

49. বিখ্যাত কবি আমির খসরু কার সভার সঙ্গে যুক্ত ছিলেন ?

উ: আলাউদ্দিন খিলজি

50. কোন্ মুসলিম শাসকের মুদ্রায় দেবী লক্ষ্মীর মূর্তি রয়েছে ?

উ: মহম্মদ ঘোরী

51. কে দিওয়ান – ই – মুস্তকরাজ করেছিলেন  প্রতিষ্ঠা করেন ?

উ: আলাউদ্দিন খিলজি

52. ত্রয়োদশ শতাব্দীতে কোন মুসলিম সৈনাধ‍্যক্ষ বাংলা জয় করেন ?

উ: বখতিয়ার খিলজি

53. কে ইকতা প্রথা বন্ধ করেছিলেন ?

উ: বাবর

54. এলিয়ট কাকে ‘ আকবর অফ দ্য সুলতানেট ‘ বলে বর্ণনা করেছিলেন ?

উ: ফিরোজ তুঘলক

55. সুলতান আমলে কে প্রথম প্রকৃত রাজা ছিলেন ?

উ: ইলতুৎমিস

56. দিল্লি সুলতানি আমলের একজন বিখ্যাত কবির নাম করো যাঁকে তুতি – এ – হিন্দুস্তান ( দি প্যারট্ অব ইন্ডিয়া ) উপাধি দেওয়া হয়েছিল ?

উ: আমির খসরু

57.1191 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোরী এবং কার মধ্যে হয়েছিল ?

উ: পৃথ্বীরাজ চৌহান

58. কে ইকতা প্রথা চালু করেছিলেন ?

উ: ইলতুৎমিস

59. কোন্ সুলতান ভারতে রেশনিং সিস্টেম চালু করেছিলেন ?

উ : আলাউদ্দিন খিলজি

60. কত সালে ইখতিয়ারুদ্দিন বিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেছিল ?

সুলতানি যুগের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর :

উ: 1206 খ্রিস্টাব্দ

61. দিল্লি সুলতান তুঘলক বংশের শেষ শাসক কে ছিল ?

উ: মহম্মদ শাহ তুঘলক

62. কার শাসনকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল ?

উ: ইলতুৎমিস

63. কোন্ শতাব্দীতে দাক্ষিণাত্যে বাহমনি শাসকদের অগ্রগতি হয়েছিল ?

উ: চতুর্দশ শতাব্দী

64. বিজয়নগর রাজ্যের পতনের গুরুত্বপূর্ণ কারণ কি ছিল ? (
উ: বিজাপুর , গোলকুণ্ডা এবং আহমেদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্য

65. কার রাজত্বকালে বাহমনি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয় ?

উ: আহম্মদ শাহ

66. বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতের বিজয়নগরের শাসক কে ছিলেন ?

67. সুলতানি আমলে ‘ ইকতা ‘ বলতে বোঝায় ?

উ: কোন্ গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমিরাজস্ব অনুদান

68. বাহমনী সম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উ: 1347

69. কাকে কাশ্মীরের আকবর বলা হয় ?

উ: জয়নুল আবেদিন

70. বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত ?

উ: হাম্পি

আরও পড়ুন : 

প্রাচীন মধ‍্যযুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সেন বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

গুপ্ত সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

বিভিন্ন বংশের প্রতিষ্ঠতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা 

বিভিন্ন রাজার সভাকবির নাম

PDF DOWNLOAD ZONE

File Name : সুলতানি যুগের ইতিহাস প্রশ্ন
Language : বাংলা 
Size: 96 KB
Clik Here To Download

Leave a Comment