দ্রাঘিমা রেখা কাকে বলে ? দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য ও ব্যবহার | What is a longitudinal line

টেলিগ্ৰামে জয়েন করুন

দ্রাঘিমা রেখা কাকে বলে ? দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য ও ব্যবহার

দ্রাঘিমা রেখা কাকে বলে ? দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য ও ব্যবহার | What is a longitudinal line : আজকের পর্বটিতে আলোচনা করবো ভারতীয় ভূগোলের দ্রাঘিমা রেখা সম্পর্কে দ্রাঘিমা রেখা কাকে বলে এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য গুলি ? চলুন একনজরে দেখে নেওয়া দ্রাঘিমা রেখা কাকে বলে ।

দ্রাঘিমা রেখা কাকে বলে

সুমেরুবিন্দু থেকে কুমেরুবিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের ওপর উত্তর – দক্ষিণে বিস্তৃত সমান দ্রাঘিমাযুক্ত কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাগুলিকে বলে দ্রাঘিমারেখা । ভূপৃষ্ঠের ওপর একই দ্রাঘিমায় অবস্থিত স্থানগুলিকে যোগ করে দ্রাঘিমারেখা আঁকা হয় ।

দ্রাঘিমারেখাসমূহ বৈশিষ্ট্য :

দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য গুলি হল

1. দ্রাঘিমারেখাগুলি প্রত্যেকটি অর্ধবৃত্ত ।

2. দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয় ।

3. নিরক্ষীয় অঞ্চলে দ্রাঘিমারেখাগুলির পারষ্পরিক দূরত্ব বেশি এবং মেরুর দিকে ক্রমশ কম ।

4.দ্রাঘিমারেখাগুলির পরিধি সমান । অর্থাৎ , প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান ।

5.কোনো নির্দিষ্ট দ্রাঘিমারেখা বরাবর ভূপৃষ্ঠের প্রতিটি স্থানের দ্রাঘিমাংশ সমান ।

6.একই দ্রাঘিমারেখার বিভিন্ন স্থানে জলবায়ুর ব্যাপক পার্থক্য লক্ষ করা যায় ।

7. একই দ্রাঘিমারেখার বিভিন্ন স্থানে স্থানীয় সময় একইরকম হয় ।

দ্রাঘিমা রেখার ব্যবহার :

1. পৃথিবীর কোনো স্থান মূলমধ্যরেখার কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা দ্রাঘিমারেখার সাহায্যে সহজেই জানা যায়।

2. পৃথিবীর যে কোনো স্থানের সময় দ্রাঘিমারেখার
সাহায্যে নির্ণয় করা যায় ।

3.অনেকসময় কোনো দেশ বা রাজ্যের সীমানা নির্ধারণে দ্রাঘিমারেখা ব্যবহার করা হয় । যেমন— আফ্রিকা মহাদেশের সীমানা নির্দেশ করার জন্য দ্রাঘিমারেখার প্রয়োজন হয় ।

দ্রাঘিমারেখার পরিবর্তনের সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তনের কারণ :

পৃথিবীপৃষ্ঠে কল্পিত দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার এবং উত্তর – দক্ষিণে বিস্তৃত । যেহেতু সূর্যের সামনে পৃথিবী 24 ঘণ্টায় একবার করে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে , তাই প্রতিটি দ্রাঘিমারেখাই 24 ঘণ্টায় একবার করে সূর্যের সামনে আসে । সূর্য যখন পৃথিবীর যে দ্রাঘিমারেখার ওপর লম্বভাবে অবস্থান করে , সেখানে তখন মধ্যাহ্ন হয় । এই মধ্যাহ্ন অনুসারে সেই স্থানে যে সময় গণনা করা হয় , তাকে স্থানীয় সময় বলে । সুতরাং , প্রতিটি দ্রাঘিমারেখায় বিভিন্ন সময়ে 24 ঘণ্টায় একবার করে মধ্যাহ্ন হয় এবং তাই প্রতিটি দ্রাঘিমারেখার স্থানীয় সময়ও আলাদা । এজন্যই দ্রাঘিমারেখার পরিবর্তনের সঙ্গে স্থানীয় সময়েরও পরিবর্তন হয় ।

আরও পড়ুন :

শিলা কাকে বলে ? শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য

বৃষ্টিপাত কাকে বলে ? শ্রেণীবিভাগ

ভারতের মৃত্তিকার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

2 thoughts on “দ্রাঘিমা রেখা কাকে বলে ? দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য ও ব্যবহার | What is a longitudinal line”

Leave a Comment