GPS কি ? GPS এর ব‍্যবহার , অবস্থান, অংশ আরও বিস্তারিত তথ‍্য | What is GPS

টেলিগ্ৰামে জয়েন করুন

GPS কি ? GPS এর ব‍্যবহার , অবস্থান, অংশ আরও বিস্তারিত তথ‍্য | What is GPS

GPS কি | What is GPS : সুপ্রিয় বন্ধুরা আজকের এই পর্বটিতে আলোচনা করব GPS (Global Positioning System) অর্থাৎ জিপিএস (GPS) কি ? GPS এর ব‍্যবহার ? GPS এর অবস্থান প্রভৃতি সম্পর্কে। তাহলে দেখে নেয়া যাক GPS কি।

GPS কাকে বলে :

মহাকাশে মনুষ্যপ্রেরিত একাধিক কৃত্রিম উপগ্রহের সাহায্যে , ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম ( Global Positioning System ) বা সংক্ষেপে GPS বলে।

GPS এর অবস্থান :

( বর্তমানে একাধিক কৃত্রিম উপগ্রহকে বিভিন্ন কক্ষপথে , ভূপৃষ্ঠ থেকে প্রায় 20,200 কিমি উচ্চতায় স্থাপন করা হয়েছে । GPS ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে ন্যূনতম 3 টি কৃত্রিম উপগ্রহের প্রয়োজন হয় ।

GPS এর অংশ :

GPS- এর তিনটি অংশ রয়েছে । যথা—

1. মহাকাশ অংশ ( কৃত্রিম উপগ্রহ বিষয়ক তথ্যাবলি )।

2. নিয়ন্ত্রণ / ভূপৃষ্ঠীয় অংশ ( ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহগুলির নিয়ন্ত্রণ )।

3.ব্যবহারকারী অংশ ( সংগৃহীত তথ্যবিশ্লেষণ ) ।

তথ্য :

GPS- এর সাহায্যে কোনো স্থানের চার ধরনের তথ্য পাওয়া যায় । যথা—
1. X  = অক্ষাংশ
2. Y  = দ্রাঘিমাংশ
3. Z = উচ্চতা
4. T  = সময়

GSP এর ব্যবহার | GPS এর কাজ :

1970 এর দশকে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর GPS– এর ব্যবহার শুরু করলেও 1990 – এর দশকে এর ব্যবহার প্রসারিত হয় । ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় , ভূমিরূপের আকৃতি অনুধাবন , জাহাজ ও বিমান চলাচল এবং বিভিন্ন পরিকল্পনায় ভূপৃষ্ঠের মানচিত্র তৈরিতে GPS- এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

GPS এর ব্যবহার গুলি হল :

1. শহর পরিকল্পনা : শহর অঞ্চলের বিভিন্ন পরিকল্পনার কাজে জিপিএস ব্যবহৃত করা হয়।

2. ভূপৃষ্ঠের আকৃতি : ভূপৃষ্ঠের আকৃতি পরিমাপের জন্য জিপিএস ব্যবহৃত হয়।

3. দূরত্ব নির্ণয় : ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের মধ্যে দূরত্ব নির্ণয়ের করতে জিপিএস সিস্টেম ব্যবহৃত হয়।

4. যোগাযোগ ব্যবস্থা : জিপিএস এর সাহায্যে বিমান, জাহাজ ও সড়ক পরিবহনে সহায়ক হয়।

5. প্রতিরক্ষা : আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনীর গতিবেধির উপর নজরদারি ও উদ্ধার কাজে ব্যবহৃত করা হয়।

6. আবহাওয়া ও মানচিত্র : আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ কম্পিউটারের সাহায্যে মানচিত্র প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয়।

7. পথনির্দেশ : ভূ প্রাকৃতিক মানচিত্র তৈরিতে GPS খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে।

পৃথিবীর আকৃতি অনুধাবনে GPS- এর প্রয়োগ :

ভূপৃষ্ঠের দুই বা ততোধিক স্থানের মধ্যে উচ্চতার কয়েক সেমি পার্থক্যও GPS- এর সাহায্যে জানা সম্ভব হয় । কোনো ক্ষুদ্র অঞ্চলের আকৃতির পরিবর্তন ( উত্থান বা অবনমন ) সহজেই জানা যায় । মহাকাশে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহগুলি থেকে প্রেরিত সিগন্যাল ( signal ) ভূপৃষ্ঠের সংগ্রাহক ( receiver ) গুলিতে পৌঁছায় এবং কোনো স্থানের অবস্থান – সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন : 

দ্রাঘিমারেখা কাকে বলে ? দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য ও ব্যবহার

প্রশ্ন : 

1. GPS Full Form | জিপিএস এর পূর্ণরূপ কি ?

উ: Global Positioning System

2. জিপিএস এর জনক কে ?

উ: lvan A

2 thoughts on “GPS কি ? GPS এর ব‍্যবহার , অবস্থান, অংশ আরও বিস্তারিত তথ‍্য | What is GPS”

Leave a Comment