আমাদের বিদ্যালয় রচনা PDF

টেলিগ্ৰামে জয়েন করুন

আমাদের বিদ্যালয় রচনা PDF

আমাদের বিদ্যালয় রচনা PDF : প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে আমাদের বিদ্যালয় রচনা টি সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি। নীচে তিনটি আমাদের বিদ্যালয় প্রবন্ধ রচনা সংক্রান্ত উত্তর প্রদান করা হয়েছে। তোমাদের পছন্দমতো যে কোন একটি পড়লেই হবে।

রচনা -১

আমাদের বিদ্যালয় রচনা :

ভূমিকা : শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষালাভের জন্য চাই আদর্শ বিদ্যাপীঠ। এক সময় শিক্ষা ছিল আশ্রমকেন্দ্রিক। শিক্ষার্থী সেই সময় আশ্রমে থেকেই গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করত। আদর্শ বিদ্যালয় এক-একটি আশ্রমবিশেষ। এমনই একটি আশ্রম আমার বিদ্যালয়। এই বিদ্যালরের নাম কৃষ্ণনগর এ ভি স্কুল। ( নিজের বিদ‍্যালয়ের নাম )

প্রতিষ্ঠা : কৃষ্ণনগর এ ভি স্কুল ১৯৬৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এ বিদ্যালয়ে পাঠদান করা হয়। বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে।

অবস্থান : কৃষ্ণনগরের কেন্দ্রবিন্দুতে আমাদের বিদ্যালয় অবস্থিত। কৃষ্ণনগর থানা সংলগ্ন কিছুটা দক্ষিণে মনোরম পরিবেশে রয়েছে এ-বিদ্যালয়। এর উত্তর পাশে একটি ব্যস্ত রাস্তা। বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। আশে পাশের যে কোনো এলাকা থেকে বিদ্যালয়ে সহজেই আসা যায়।

বিদ্যালয়ের পরিবেশ : বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। বিশাল প্রাঙ্গণে দুটি দীর্ঘকার চারতলা ভবন। তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনটি করে শাখা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সাতটি করে শাখা রয়েছে। প্রতি শাখার জন্যই রয়েছে আলাদা ও পরিপাটি শ্রেণিকক্ষ। বিভিন্ন অংশে বিভক্ত একটি বড় অফিসরুম আছে। 30 জন শিক্ষকের জন্য রয়েছে তিনটি সুন্দর কক্ষ। একটি বড় পাঠাগার আছে, সেখানে বিভিন্ন ধরনের বই সাজানো রয়েছে। বিদ্যালয় ভবনের সামনে বিশাল মাঠ।

শিক্ষার্থী : আমাদের বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিতে দুটি করে শাখা। প্রতি শাখায় পঞ্চান্ন জন করে শিক্ষার্থী। তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীসংখ্যা তেরশো পঞ্চাশ। সকালে সব শিক্ষার্থী যখন জাতীয় সংগীত পরিবেশনের জন্য একসঙ্গে দাঁড়াই, তখন মনে হয় এ যেন শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা।

শিক্ষক : আমাদের অধ্যক্ষ একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। আমাদের দুজন উপাধ্যক্ষ আছেন। প্রিয় শিক্ষকবৃন্দ আমাদের সন্তানের মতো স্নেহ করেন এবং আলোকিত মানুষ হবার শিক্ষা দেন। আমরা তাঁদের গভীরভাবে শ্রদ্ধা করি।

লেখাপড়ার পদ্ধতি : সপ্তায় ছয় দিন আমাদের বিদ্যালয় খোলা থাকে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন। প্রতিদিন আমাদের ছয়টি ক্লাস হয়। প্রতি সপ্তাহে সোম, মঙ্গল ও বৃহস্পতিবার, আগের সপ্তাহে পড়ানো হয়েছে এমন সব বিষয়ে পরীক্ষা দিতে হয়। এ ছাড়াও বছরে দুই-তিন বার টেস্ট পরীক্ষা হয়। বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফল তৈরি করা হয়।

গবেষণাগার : বিজ্ঞানের বিষয়গুলোর ব্যবহারিক ক্লাসের জন্য পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান গবেষণাগার এবং কম্পিউটার ল্যাব রয়েছে।

অনুষ্ঠানাদি : আমাদের বিদ‍্যালয়ে সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করে থাকে। এসব অনুষ্ঠানে দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ আসেন। তাঁদের সঙ্গে পরিচিত হবার সুযোগ যেমন আমরা পাই, তেমনি তাঁদের কাছ থেকে নতুন নতুন তথ্য জানতে পারি।

খেলাধুলা : আমাদের বিদ্যালয়ের খেলার মাঠটি অনেক বড়। মাঠে নিয়মিত খেলাধুলা হয়। প্রতিদিন বিকেলে মৌসুম অনুযায়ী ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন খেলা হয়। আমাদের বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল টিম আছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা অনেক পুরস্কার লাভ করেছি।

নিজস্ব বৈশিষ্ট্য : পরীক্ষার ভালো ফল এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আমাদের বিদ্যালয়ের সুনাম রয়েছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি ও নিয়ম-শৃঙ্খলা অন্য সব প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রমী।

উপসংহার : একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায়, আমাদের বিদ্যালয় তা-ই। মনোরম পরিবেশ, জ্ঞানী-গুণী শিক্ষক আর সেরা ফলাফলের জন্য আমাদের বিদ্যালয় অতুলনীয়। এ-প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমাদের বিদ্যালয় সব সময় দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হোক- এই আমার প্রত্যাশা।

রচনা -২

আমাদের বিদ্যালয় রচনা :

ভূমিকা : শিক্ষা জাতীর মেরুদন্ড। এক সময় শিক্ষা ছিল আশ্রমকেন্দ্রিক। আশ্রমে গুরুর কাছ থেকেই শিক্ষা গ্রহন করতে হতো। আদর্শ বিদ্যালয় হলো এক একটি আশ্রম স্বরূপ। এমনি একটি আশ্রম আমার বিদ্যালয়। আমার বিদ্যালয়র নাম আদর্শ প্রাইমারি স্কুল। ( নিজের বিদ‍্যালয়ের নাম )

প্রতিষ্ঠা : আদর্শ প্রাইমারি বিদ্যালয় 1990 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলে শিক্ষা দান করা হয়।

অবস্থান : আমাদের এই বিদ্যালয় কৃষ্ণনগর সংলগ্ন এলাকায় অবস্থিত। বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। আশেপাশের যে কোনো এলাকা থেকে বিদ্যালয়ে খুব সহজেই যাওয়া যায়।

বিদ্যালয়ের পরিবেশ : বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখানে একটি বিশাল তিনতলা ভবন রয়েছে। প্রতিটি শ্রেনিতে তিনটি করে শাখা রয়েছে। প্রতি শাখার জন্য রয়েছে আলাদা ও পরিপাটি শ্রেনিকক্ষ। 20 জন শিক্ষকের জনা রয়েছে টি সুন্দর কক্ষ। একটি বড় পাঠাগার আছে সেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। বিদ্যালয়ের সামনে একটি বিশাল মাঠ রয়েছে।

অনুষ্ঠানাদি : ক্লাসগুলোতে সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করে থাকে। যেমন স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, শিশু দিবস, শিক্ষক দিবস ইত্যাদি।

খেলাধুলা : আমাদের বিদ‍্যালয়ে একটি বড়ো খেলার মাঠ রয়েছে। মাঠে নিয়মিত খেলা হয়। আমাদের, বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট টিম আছে।

উপসংহার : একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায়, আমাদের বিদ্যালয় তাই। এই প্রতিষ্ঠানের একটি শিক্ষার্থী হতে পারে আমি গর্বিত। আমি পার্থনা করি যেন এই প্রতিষ্ঠানের আরো উন্নতি হয়।

রচনা -৩ 

আমাদের বিদ্যালয় রচনা :

ভূমিকা : আমরা বিদ্যালয়ে শিক্ষালাভ করি। বিদ্যা শিক্ষার কেন্দ্র হল বিদ্যার আলয়, অর্থাৎ বিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করে আমরা শিক্ষিত হই এবং জীবনে উন্নতি করি।

আমাদের বিদ্যালয়ের বর্ণনা : আমাদের বিদ্যালয়ের নাম ( নিজের বিদ‍্যালয়ের নাম ) ছবির মত সুন্দর একটি গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। গ্রামের নামেই বিদ্যালয়ের নামকরণ। বিদ্যালয়টি পাকা একতলা, সরকারি আনুকূল্যে কংক্রিটের ছাদ এবং অনেকগুলি কক্ষ, দক্ষিণদিকে খোলামেলা বারান্দা। সামনে ফুলের বাগান, বিদ্যালয়টির চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা, দক্ষিণের সম্মুখভাগ দিয়ে সরকারি পাকা চওড়া রাস্তা। তারই পাশ বরাবর চওড়া খাল রয়ে গেছে। বছরের প্রায় সবসময়ই খালে জল থাকে। খালের পাশে বহুদূর বিস্তৃত কৃষিক্ষেত্র। বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ প্রাচীরের পূর্বদিকে অবস্থিত। সব মিলিয়ে বিদ্যালয়টির প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর।

পঠন-পাঠন : আমাদের বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থাও বেশ সুন্দর। এখানে পাঁচজন শিক্ষক ও একজন শিক্ষিকা আছেন। তাঁরা যত্ন সহকারে আমাদের শিক্ষা দেন। শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়; স্বাস্থ্য, সংস্কৃতি, সৎ ব্যবহার এবং নীতিগত সমস্ত শিক্ষা দিয়ে আমাদের মানুষ করার চেষ্টা করেন। বেলা ১১ টায় আমাদের পঠন-পাঠন শুরু হয় এবং সাড়ে তিনটের সময় ছুটি হয়, মাঝে আধঘণ্টা টিফিন থাকে।

উপসংহার : টিফিনে আমরা সকলে মিলেমিশে আহার পর্ব শেষ করি এবং বাড়তি সময়ে খেলাধূলা করি, শিক্ষক-শিক্ষিকাগণ যেমন আমাদের খুব ভালোবাসেন তেমনি আমরাও আমাদের শিক্ষক-শিক্ষিকাগণকে ভক্তি ও শ্রদ্ধা করি।

PDF DOWNLOAD ZONE
File Name : আমাদের বিদ্যালয় রচনা
Language : বাংলা 
Size : 49 KB
Click Here To Download

আরও পড়ুন :

বনমহোৎসব রচনা

পরিবেশ দূষণ ও তার প্রতিকার

তোমার প্রিয় ঋতু রচনা 

পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা