আমাদের গ্রাম রচনা PDF | Our Village Rachana

টেলিগ্ৰামে জয়েন করুন

আমাদের গ্রাম রচনা PDF | Our Village Rachana

আমাদের গ্রাম রচনা : প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে আমাদের গ্রাম রচনা সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করা হয়েছে। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক আমাদের গ্রাম রচনা টি।

রচনা -১ 

আমাদের গ্রাম রচনা :

ভূমিকা : সবুজে শ্যামলে ভরা আমাদের এদেশের বেশির ভাগ স্থানজুড়ে রয়েছে গ্রাম। আমাদের এই গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি। গ্রামের সবুজ প্রকৃতি যেকোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে। গ্রামই এই দেশের প্রাণ ।

গ্রামের অবস্থান : আমাদের গ্রামের নাম মায়াপুর। এটি নদীয়া   জেলার অন্তর্গত। এর পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। নদীর দুপাশের প্রাকৃতিক শোভা এ গ্রামকে অপূর্ব সৌন্দর্য দান করেছে। কলকাতা থেকে সড়ক পথে অতি সহজ ভাবেই আমাদের এই গ্রামে আসা যায়।

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য : আমাদের গ্রামখানি ছবির মতো। আম-জাম, কাঁঠাল-লিচু, নারিকেল-সুপারি, শিমুল-পলাশ, তাল-তমাল আর নানাজাতের গাছপালায় সুসজ্জিত আমাদের এই গ্রাম। ঝোপঝাড় লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা সবার মন কেড়ে নেয়। পশু-পাখির কলকূজনে সব সময়ই মুখর থাকে গ্রামখানি। দিগন্তবিস্তৃত ফসলের মাঠ, ধান-কাউনের হাতছানি, নিঝুম দুপুরে বটের ছায়ায় রাখালের বাঁশি উদাস করে মনপ্রাণ। দিঘী-ডোবা, বিল-ঝিল- কী এক অপূর্ব সৌন্দর্যের সঞ্চয়।

গ্রামের মানুষ : আমাদের গ্রামে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মের মানুষ বাস করে। তাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাই সব মানুষ এখানে সুখে-শান্তিতে বসবাস করে।

গ্রামের মানুষের জীবিকা : আমাদের গ্রামের বেশির ভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত। এছাড়া কিছু জেলে এবং তাঁতিও এখানে রয়েছে। কিছু মানুষ লেখাপড়া শিখে শহরে চাকরি করে। তবে সে সংখ্যা নিতান্তই কম। এছাড়া কিছু মানুষ দিনমুজুরি করে জীবিকা নির্বাহ করে।

গ্রামের অর্থনৈতিক উৎস : ভারতবর্ষের বেশিরভাগ গ্রামের মানুষই কৃষির উপর নির্ভরশীল। তবে আমাদের গ্রামের চিত্র একটু ভিন্ন। গ্রামের বেশিরভাগ পরিবারেরই একজন করে ভিন্ন রাজ‍্যে কাজের সুত্রে থাকে। তাদের পাঠানো মুদ্রা এ গ্রামের মানুষের আর্থিক অবস্থাকে মজবুত করেছে। গ্রামের আয়ের আরেকটি বড় উৎস কুটির শিল্প। প্রায় প্রতিটি বাড়িতেই নকশীকাঁথা, উলের তৈরি গালিচা, পাটের তৈরি নানা গৃহসজ্জার পণ্য তৈরি হয়। এগুলো শহরে বিক্রি করে গ্রামের মানুষ প্রচুর অর্থ আয় করে। এছাড়া কৃষিজাত পণ্য যেমন : ধান, পাট, গম ও নানা ধরনের সবজি তরকারি বিক্রি করেও গ্রামের মানুষ অর্থ রোজগার করে।

গ্রামের প্রতিষ্ঠান : আমাদের গ্রামে দুটি প্রাথমিক ও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আরো রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স ও দুটি বেসরকারি অফিস। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে একটি মসজিদ, একটি গির্জা এছাড়াও রয়েছে ইস্কন মন্দির। গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটি পোস্ট অফিস।

গ্রামের সংস্কৃতি : সাংস্কৃতিক দিক দিয়ে আমাদের গ্রাম খুবই উন্নত। বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নানা ধরনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। যেমন – চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি মেলা, বৈশাখ মাসে বৈশাখি মেলা, অগ্রহায়ণ মাসে নবান্ন অনুষ্ঠান, পৌষ মাসে পিঠার অনুষ্ঠান ইত্যাদি। গ্রামের মুসলিম ও হিন্দু বিয়েতে লোকজ গান, নাচ ও খাবারের আয়োজন করা হয়।

উপসংহার : আমাদের মায়াপুর গ্রাম আমাদের কাছে খুব প্রিয়। এ গ্রামের প্রকৃতি মায়ায় জড়ানো৷ মায়াপুরের মানুষ সহজ-সরল ও অতিথিপরায়ণ। গঙ্গা নদীর সৌন্দর্য এ গ্রামকে করেছে অন্য সব গ্রাম থেকে আলাদা। মায়া গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ মিলেমিশে বসবাস করে।

রচনা -২ 

আমাদের গ্রাম রচনা :

ভূমিকা : আমাদের গ্রামের নাম ভগবানপুর। গ্রামখানি নদীয়া জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। গ্রামের পাশেই রয়েছে একটি ছোট নদী। আমাদের গ্রামটি শষ্য শ্যামলে ভরপুর, গ্রামের চারিদিকে সবুজের মেলা। গ্রামে বিভিন্ন ফল মূলের গাছ, শাক সবজি, সকালের পাখির ডাক, বিকালের গোধূলি গ্রামটিকে করে তুলেছে এক শান্তির দ্বীপ।

ভূ-প্রকৃতি : আমাদের গ্রামটি গ্রাম বাংলার এক সৌন্দর্যের প্রতীক। গ্রামের সম্পূর্ণ জমিই সমতল বলা চলে। মাঝেমধ্যে বসতবাড়ি ও তার চারপাশে বিভিন্ন গাছপালা, ছোট-বড় বাঁশঝাড় গ্রামটিকে ঘিরে রেখেছে। সহজ সরল গ্রাম্য মানুষ গুলোর জীবনযাত্রা মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল।

যাতায়াত ব্যবস্থা : যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে আমাদের গ্রাম অনেক উন্নত। পঞ্চায়েত রাস্তার মাধ্যমে গ্রামটি পাশের জাতীয় সড়কের সাথে যুক্ত। গ্রামের প্রধান সড়কগুলি পাকা এবং প্রশস্ত। তাই জেলার মহকুমার সঙ্গে যোগাযোগ ব্যবস্তা খুবই সুন্দর। মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে। তা ছাড়া সরকারের প্রচেষ্টায় যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য গ্রামের পাশ থেকে সরকারী বাস চালু করা হয়েছে।

উৎপন্ন দ্রব্য : মূলত আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকার্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। উৎপন্ন দ্রব্যের মধ্যে ধান, পাট, গম, ডাল, সরিষা, আখ ও পাট ইত্যাদি প্রধান। জমি উর্বর হওয়ার দরুন বিশেষ কোনো আধুনিক টেকনোলজি না থাকা সত্ত্বেও কৃষকেরা ভালো ফসল পেয়ে থাকে। গ্রামের কৃষকরা খুবই পরিশ্রমী বলে জমি কখনোই পতিত ফেলে রাখে না। বছর জুড়ে নানা সময়ে নানা ফসল ফলানো হয় ।

বিভিন্ন প্রতিষ্ঠান : আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি দাতব্য চিকিৎসালয়, একটি পোস্ট অফিস রয়েছে। তাছাড়া সপ্তাহে দুই দিন হাট বাজার বসে। গ্রামবাসীরা এই বাজারে তাদের পণ্য ক্রয় বিক্রয় করে।

গ্রামের আবহাওয়া : আমাদের গ্রামের আবহাওয়া খুব মলিন ও সুন্দর। বিন্দুমাত্র কোনো শব্দদূষণ নেই। তাছাড়া গ্রামের মানুষ নিরীহ ও প্রকৃতি প্রিয়। গরম ঠান্ডা উভয় ঋতুতে গ্রাম ভিন্ন ভিন্ন রূপে পরিণত হয়৷

উপসংহার : আমাদের গ্রাম আমাদের জেলার মধ্যে একটি আদর্শ গ্রাম। আমাদের গ্রাম দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ার ফলে সবাই পড়াশুনার দিকে অগ্রসর হচ্ছে। আমরা আমাদের গ্রামের প্রতি গর্ব অনুভব করি এবং ভালোবাসি।

PDF DOWNLOAD ZONE 

File Name : আমাদের গ্রাম রচনা 
Language : বাংলা
Size : 49 KB
Click Here To Download

আরও দেখুন :

বাংলার উৎসব রচনা

আমাদের বিদ‍্যালয় রচনা

বনমহোৎসব রচনা

পরিবেশ দূষণ ও তার প্রতিকার

Leave a Comment