জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর PDF | G20 Summit 2023 Questions Answers in Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর PDF | G20 Summit 2023 Questions Answers in Bengali

জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর PDF : G20 শীর্ষ সম্মেলন হল একটি বার্ষিক আন্তর্জাতিক ফোরাম যা বিশ্বব‍্যাপী অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করার জন‍্য বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক নেতাদের একত্রিত করে। G20 শীর্ষ সম্মেলনে 19 টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন রয়েছে। আপনি যদি বিভিন্ন রকম সরকারি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ।

জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর :

বছরের শেষের দিকে ভারতে প্রথমবারের মতো জি ২০ সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্যের উদ্দেশ্যে এই G20 শীর্ষ সম্মেলন 2023 প্রশ্ন উত্তর গুলি প্রদান করা।

জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর :

1. কোন দেশ 2023 সালের G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে ?

A. ইন্দোনেশিয়া
B. ভারত
C. পাকিস্তান
D. ইংল্যান্ড

উত্তর : B

2. G20 এর পুরো নাম কি ?

A. Growing Of Twenty
B. Global Of Twenty
C. Group Of Twenty
D. Growth Of Twenty

উত্তর : C

3. জি ২০ সম্মেলন ২০২৩ কত তম সম্মেলন ?

A. 15
B. 16
C. 17
D. 18

উত্তর : D

4. 2023 G20 শীর্ষ সম্মেলনের থিম কি ছিল ?

A. জলবায়ু অর্থ পরিবর্তন
B. চাঁদের বিজ্ঞান
C. বাসুধৈব কুটুম্বকম ( One Earth One Family One Future )
D. বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অংশীদারিত্ব

উত্তর : C

5. G20 তালিকায় তালিকাভুক্ত নতুন দেশ কোনটি ?

A. স্পেন
B. তুরস্ক
C. ইউরোপীয় ইউনিয়ন
D. আফ্রিকান ইউনিয়ন

উত্তর : D

6. G20 শীর্ষ সম্মেলন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ?

A. মুম্বাই
B. নতুন দিল্লি
C. গুরগাঁও
D. বেঙ্গালুরু

উত্তর : B

7. G20 সম্মেলনে ভারত মণ্ডপে কার 28 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হয়েছে ?

A. বুদ্ধ
B. মহাবীর
C. নটরাজ
D. গান্ধী

উত্তর : C

8. কোন দেশ সর্বপ্রথম G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল ?

A.স্পেন
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. ব্রাজিল
D. চিন

উত্তর : B

9. G20 গ্রুপ কবে গঠিত হয় ?

A. 1995
B. 1999
C. 2000
D. 2001

উত্তর : B

10. কোন দেশ 2024 সালের G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে ?

A. ইন্দোনেশিয়া
B. ভারত
C. দক্ষিন আফ্রিকা
D. ব্রাজিল

উত্তর : D

11. কোন দেশ 2025 সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে ?

A. বাংলাদেশ
B. ব্রিটেনে
C. দক্ষিণ আফ্রিকা
D. আমেরিকা

উত্তর : C

12. কোন দেশ G20 শীর্ষ সম্মেলনের 17 তম আসর আয়োজন করেছিল ?

A. ইন্দোনেশিয়া
B. ভারত
C. দক্ষিন আফ্রিকা
D. ব্রাজিল

উত্তর : A

13. G20 এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. সাংহাই
B. মস্কো
C. ব্রাসেলস
D. হেডকোয়ার্টার নেই

উত্তর : D

14. নিচের কোনটি G20 এর সদস্য দেশ নয় ?

A. পাকিস্তান
B. ইতালি
C. রাশিয়া
D. চীন

উত্তর : A

15. ভারত কত সালে G20 গ্ৰুপের সদস্য হয় ?

A. 1998
B. 1999
C. 2000
D. 2001

উত্তর : B

PDF DOWNLOAD ZONE
File Name : জি ২০ সম্মেলন ২০২৩ প্রশ্ন উত্তর
Language : বাংলা 
Size : 63 KB
Click Here To Download

আরও পড়ুন :

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

Leave a Comment