ভারতের মৃত্তিকা MCQ প্রশ্ন উত্তর | India Soil GK in bengali Question Answers

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের মৃত্তিকা MCQ প্রশ্ন উত্তর | India Soil GK in bengali Question Answers

ভারতের মৃত্তিকা MCQ প্রশ্ন উত্তর-India Soil GK Question Answers: মৃত্তিকা হল মহাদেশীয় ভূত্বকের সর্বোচ্চ স্তর যেখানে পাথরের আবহযুক্ত কণা রয়েছে। ভারতের মৃত্তিকা ভৌতকারণের পাশাপাশি মানবিক কারণের এক অনবদ্য ফল।

SSC, WBP, KP, Railway ইত্যাদি নানান রকম সরকারি পরীক্ষায় ভালো নাম্বর পেতে জেনারেল নলেজ বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্বটিতে আমরা ভারতের মৃত্তিকা সংক্রান্ত বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর প্রদান করব যাতে চাকুরী প্রার্থীরা এই প্রশ্নগুলি ভালোভাবে অনুসরণ করার মাধ‍্যমে আসন্ন পরীক্ষা গুলিতে ভালো স্কোর করতে পারে। চলুন দেখে নেওয়া যাক ভারতের মৃত্তিকা MCQ প্রশ্ন উত্তর গুলি।

ভারতের মৃত্তিকা MCQ প্রশ্ন উত্তর

1. তুলা চাষের উপযোগী মৃত্তিকা কোনটি ?

উ: কৃষ্ণ মৃত্তিকা

2. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম   কি ?

উ: ভাবর

3. ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

উ: দেরাদুন

4. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত ?

উ:রেগুর

5. মাটির রং লাল বর্ণ হয় কোন কারণে ?

উ: মাটিতে লোহার পরিমাণ বেশি থাকলে

6. সবচেয়ে উর্বর মৃত্তিকা কোনটি ?

উ: নদীবাহিত পলিমাটি

7. ভারতের সর্বাধিক ইক্ষু উৎপন্ন হয় কোন মৃত্তিকায় ?

উ: ভাবর

8. পুরাতন পলির অপর নাম কি ?

উ:ভাঙর

9.সিরজেম কি ?

উ: মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম

10. জৈব পদার্থ বা হিউমাস মিশ্রিত সরলবর্গীয় অঞ্চলের মৃত্তিকাকে কি বলে ?

উ: পডসল

11. ভারতে কোন মাটির পরিমাণ সর্বাধিক বেশি ?

উ: পলি মাটি

12. ব‍্যাসল্ট শিলা যুক্ত মাটির রং কেমন হয় ?

উ: কালো

13. নবীন পলিমাটি কি নামে পরিচিত ?

উ: খাদার নামে পরিচিত

14. ভারতে সবচেয়ে ভালো কার্পাস চাষ হয় কোন মাটিতে ?

উ: কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা

15. মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় ?

উ:পেডোলজি

16. যে মৃত্তিকায় বালি ও কাদের ভাগ সমান সমান তাকে কি বলে ?

উ: দোআঁশ মাটি

17. নীলগিরি পর্বতের অরণ্যময় পার্বত‍্য অঞ্চলে কোন ধরনের মাটি থেকে দেখা যায় ?

উ: পডসল

18. পডসল কথার অর্থ কি ?

উ: ধূসর

19. ড্রেকান ট্র‍্যাপ অঞ্চলে অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?

উ: কৃষ্ণ মৃত্তিকা

20. ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায় ?

উ: লোহিত মৃত্তিকা

21. উচ্চ গাঙ্গেয় সমভূমির নিমাংশে প্রান্ত বালিমিশ্রিত মাটির নাম কি ?

উ: ভুর

22. ক্ষারকীয় মৃত্তিকার ক্ষারকত্ত্ব দূরীকরণে কি ব্যবহার করা হয় ?

উ: জিপসাম

23. সব থেকে বেশি জীবাশ্ম দেখা যায় কোন মৃত্তিকায় ?

উ: পাললিক মৃত্তিকা বা পাললিক শিলায়

24. আমার চাস সব থেকে ভালো হয় কোন মৃত্তিকায় ?

উ: তরাই অঞ্চলের মৃত্তিকায়

25. পশ্চিমবঙ্গের সুন্দরবনে কোন প্রকার মৃত্তিকা দেখা যায় ?

উ: লবণাক্ত মাটি

26. ভাঙ্গর অঞ্চলের দানাযুক্ত মৃত্তিকা কি নামে পরিচিত ?

উ:কঙ্কর

আরও পড়ুন :

পশ্চিমবঙ্গের জাতীয় উদ‍্যান সমূহ

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা

ভারতের বিভিন্ন হ্রদ তালিকা

ভারতের ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন 

শিলা কাকে বলে ? শিলা কয় প্রকার কি কি এবং বৈশিষ্ট্য

2 thoughts on “ভারতের মৃত্তিকা MCQ প্রশ্ন উত্তর | India Soil GK in bengali Question Answers”

Leave a Comment