ভারতের জলবায়ু MCQ প্রশ্ন উত্তর | Climate of India MCQ Questions Answers

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের জলবায়ু MCQ প্রশ্ন উত্তর

ভারতের জলবায়ু MCQ প্রশ্ন উত্তর | Climate of India MCQ Questions Answers : এই পর্বটিতে ভারতের জলবায়ু থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল যেগুলি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য কাজে লাগবে।

Quora

জলবায়ু কাকে বলে :

কোন নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের সাধারণভাবে 20 – 30 বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার গড়পড়তা হিসাবকে জলবায়ু বলে। সাধারণত বৃহৎ এলাকা জুড়ে জলবায়ু নির্ণীত হয়।

ভারতের জলবায়ু MCQ প্রশ্ন উত্তর

ভারতের জলবায়ু মৌসুমী জলবায়ু। সমগ্র ভারতবর্ষের এক রকম  গীষ্মমন্ডলীয় মৌসুমী জলবায়ু রয়েছে। যেহেতু দেশের বৃহৎ অংশটি ক্রান্তীয় অঞ্চলে জুড়ে রয়েছে। জলবায়ু দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্ব বর্ষা দ্বারা প্রবাহিত হয়। পর্বতের অবস্থান এবং বৃষ্টি বহনকারী বাতাস এই দুটি কারণে ভারতের জলবায়ু নির্ধারণ করে। ঋতু বৈচিত্র্য ভারতের জলবায়ু প্রধান বৈশিষ্ট্য

জলবায়ু হল গড় আবহাওয়ার অবস্থা, যা বহু বছর ধরে পরিমাপ করা হয়েছে।ভারতের জলবায়ু মৌসুমি প্রকৃতির জলবায়ু  হিসেবে বর্ণনা করেছেন। গীষ্মমন্ডলীয় অঞ্চলের বেশিরভাগ বৃষ্টিপাত মৌসুমী বায়ু দ্বারা ঘটে। ভারতের মেঘালয়ের মৌসিন রাম নামক স্থানটিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ভারতীয় আবহাওয়া বিভাগ বা Indian Meteorological Department(IMD) দ্বারা স্বীকৃত প্রধান ঋতু গুলি হল- 1.গীষ্ম(Summer) 2.বর্ষা(Monsoon) 3.শরৎ( Autumn) 4.হেমন্ত(Lete Autumn) 5.শীত( Winter) 6.বসন্ত(Spring)।

ভারতের জলবায়ু MCQ প্রশ্ন উত্তর

1. মৌসিম কথাটির অর্থ কী বোঝায় ?

উ: ঋতু

2. মৌসিম কথাটির উৎপত্তি কোথা থেকে ?

উ: আরবি শব্দ মনসিন থেকে

3. ভারতের জলবায়ু কি প্রকৃতির ?

উ: ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির

4. ভারতের তিন প্রকার বৃষ্টিপাতের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন পদ্ধতিতে ?

উ: শৈলোৎক্ষেপ

5. ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কোন বায়ু ?

উ: মৌসুমী জলবায়ু

6. পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায় ?

উ: শরৎকালে 

7. দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি ?

উ: পশ্চিমঘাট পর্বতমালার পূর্বঢাল

8. উত্তর-পশ্চিম ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি ?

উ:আরাবল্লী পর্বতের পশ্চিমঢাল

9. উত্তর-পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি ?

উ: মেঘালয়ের শিলং

10. ভারতে যে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব পরিলক্ষিত হয় তার উৎপত্তি কোথায় ?

উ: ভূমধ্যসাগরে

11. ভারতের কোন প্রকারের ঘূর্নবৃষ্টি দেখা যায় ?

উ: ক্রান্ত্রীয় ঘূর্নবাত

12. ভারতের আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ: নিউ দিল্লি

13. বছরে দুবার বৃষ্টিপাত হয় ভারতের কোন রাজ্যে ?

উ: তামিলনাড়ু ও পাঞ্জাব

14. IMD এর সম্পূর্ণ রূপ কি ?

উ: Indian Meteorological Department

15. ভারতের কোন রাজ্য সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র অনুভব করে ?

উ: মেঘালয়

16. এল নিনো কি ?

উ: এক ধরনের মহাসামুদ্রিক ঘটনা

17. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর- নভেম্বর মাসের প্রবল বর্ষণের কারণ কি ?

উ: প্রতাগমনকারী মৌসুমী বায়ু

18. এপ্রিল মাসে ভারতের কোন রাজ্যে ঝড়, বৃষ্টির আশঙ্কা সবথেকে বেশি থাকে ?

উ: পশ্চিমবঙ্গ

19. আঁধি নামক ঝড় কোথায় দেখা যায় ?

উ: পাঞ্জাব

20. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কোন সময়ে প্রবাহিত হয় ?

উ: মধ্য জুন সেপ্টেম্বর মাসে

21. শীতকালে বৃষ্টিপাতের কারণ কি ?

উ: পশ্চিমী ঝঞ্ঝা

22. ভারতের শুষ্কতম স্থানের নাম কোনটি?

উ:জয়সলমিরের কাছে সাম মরুভূমি

23. ভারতের উষ্ণতম স্থান কোনটি ?

উ: রাজস্থানের বিকানি জেলার ব্রিয়াওয়ালি ( 56℃)

24. ভারতের শীতলতম স্থান কোনটি ?

উ: লাদাখের দ্রাস ( -45℃ )

25. পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারতের কোথায় তুষারপাত হয় ?

উ: জম্মু ও কাশ্মীর

26. ভারতীয় জলবায়ু প্রধান বৈশিষ্ট্য কি ?

উ: ঋতু পরিবর্তন

27. ভারতের বৃষ্টিপাত বন্টনের প্রধান বৈশিষ্ট্য কি ?

উ: ঋতুকেন্দ্রিকতা

28. মুম্বাইয়ে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি ?

উ: প্রতিবাত ঢালে মুম্বাইয়ের অবস্থান

29. এক বছরে ৫০ সেমির কম বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি ?

উ: কাশ্মীরের লে

30. ভারতের কোন উপকূলে সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রবাহিত হয় ?

উ: অন্ধ্র উপকূল

31. অক্টোবর হিট এর প্রধান কারণ কি ?

উ: অধিক উষ্ণতার সঙ্গে অধিক আর্দ্রতা

32. ভারতের গড় বার্ষিক বৃষ্টিপাত কত ?

উ: 118 সেমি

33. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা তামিলনাড়ুতে কম বৃষ্টিপাত হওয়ার কারণ কি ?

উ: তামিলনাড়ু বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত

34. কালবৈশাখী ঝড় আসামে কি নামে পরিচিত ?

উ:বরদই ছিলা

35. ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন উপকূল অঞ্চলে ?

উ: করমন্ডল উপকূল

36. ভারতের সবথেকে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি ?

উ:জয়সলমির

37. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি ?

উ: মেঘালয়ের মৌসিনরাম

38. ভারতের উষ্ণতম মাস কোনটি ?

উ: মে মাস

39. কোন ঋতুতে খারিফ ফসল চাষ করা হয় ?

উ:বর্ষা

40. ভারতের কোন রাজ্যে কফি বৃষ্টি বা Cherry Blossom দেখা যায় কোন রাজ্যে?

উ:কর্ণাটক

আরও পড়ুন : 

ভারতের মৃত্তিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতের ভূগোল জেনারেল নলেজ প্রশ্ন উত্তর