Top Best Indian Geography Gk In Bengali | ভারতের ভূগোল

টেলিগ্ৰামে জয়েন করুন

 Indian Geography Gk In Bengali | Indian Geography Objective Questions

 

 

Indian Geography Gk In Bengali | ভারতের ভূগোল

 

Indian Geography Bengali | Indian Geography Gk In Bengali

সুপ্রীয় বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়  ভারতের ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রকাশ করলাম যে প্রশ্নগুলি সব রকম পরীক্ষায় তোমাদের খুবই উপকারে লাগবে । তোমরা অবশ্যই এই Indian Geography Gk In Bengali এর প্রশ্ন গুলি একবার হলেও দেখে নাও ।

 

 Indian Geography Gk In Bengali | Gk On Indian Geography

1. জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উ: দ্বিতীয়

 

2. ভারতের নবীনতম রাজ্যের নাম কি ?

উ: তেলেঙ্গানা

 

3. ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য কত কিমি ?

উ: 15,200 কিমি

 

4. ভারতের দক্ষিণতম স্থল বিন্দুর নাম কি ?

উ: ইন্দিরা পয়েন্ট

 

5. হিমালয় পর্বতের জন্ম শুরু হয় কোন যুগে ?

উ: টার্সিয়ারি যুগে

 

6. ভারতের সবথেকে বড় কয়াল এর নাম কি ?

উ: ভেম্বনাদ কয়াল

 

7. বারাউনি তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প টি কোন রাজ্যে অবস্থিত ?

উ: বিহার

 

8. ভারতের শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দরের নাম কি ?

উ: মুম্বাই

 

9. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা টি কোথায় অবস্থিত ?

উ: ছত্রিশগড়ের ভিলাই

 

10. ভারতে সিংহ দেখা যায় কোন অরণ্যে ?

উ: গুজরাটের গির অরণ্যে

 

11. ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনাটির নাম কি ?

উ: ভাকরা নাঙ্গাল

 

12. ভারতের প্রধান দুটি তন্তশস‍্যর নাম কি ?

উ: তুলো এবং পাট

 

13. ভারতের পর্ণমোচী অরণ্য এর অপর নাম কি ?

উ: মৌসুমী অরণ্য

 

14. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিমি ?

উ: 2525 কিমি

 

15. হিমালয়ের পাদদেশে নুড়ি বালিপূর্ণ সচ্ছিদ্র  ভূমিকে কি বলে ?

উ: ভাবর

 

16. ভারতের কোন রাজ্যে হলদিয়া বন্দর অবস্থিত ?

উ: পশ্চিমবঙ্গ

 

17. নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: দোদাবেতা

 

18. ইদুক্কি নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত ?

উ: পেরিয়ার ( কেরালা  )

 

19. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি লক্ষ্য করা যায় কোন দ্বীপে ?

উ: ব্যারেন দ্বীপে

 

20. ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পন্ন হয়েছিল কত সালে ?

উ: 1996 সালে

 

21. ভারতের সিলিকন ভ্যালি নামে খ্যাত কোন শহরটি ?

উ: বেঙ্গালুরু

 

22. ভারতের কোন রাজ্যে কোন  রেলপথ এর ব্যবস্থা নেই ?

উ: মেঘালয়

 

23  কোন বায়ু ভারতের বৃষ্টিপাত কে নিয়ন্ত্রণ করে থাকে?

উ: দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু

 

24.  ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ?

উ: তামিলনাড়ুর করমন্ডল উপকূল

 

25. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ?

উ: মধ্যপ্রদেশ

 

26. ভারতের কত শতাংশ জমি জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয় ?

উ: 11.28 ভাগ

 

27. ভারতের সর্বাধিক সেচ সেবিত রাজ্যের নাম কি ?

উ: পাঞ্জাব

 

28. ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উ: দিল্লীর পুসাতে

 

29. ভারতের কোন রাজ্য চীনাবাদাম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ?

উ: গুজরাট

 

30. ভারতের কোন রাজ্যে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত?

উ: পশ্চিমবঙ্গ

 

আরও পড়ুন : 100 + Geography gk bengali

 

2 thoughts on “Top Best Indian Geography Gk In Bengali | ভারতের ভূগোল”

Leave a Comment