Awsome Indian History In Bengali Version

টেলিগ্ৰামে জয়েন করুন

Indian History In Bengali Version | ইতিহাসের প্রশ্ন

indian history in bengali version এই পার্বটিতে  সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় জন‍্য বাছাই করা ইতিহাসের গুরুত্বপূর্ণ GK প্রশ্ন উত্তর রয়েছে । indian history in bengali version এই পর্বের প্রশ্নগুলি  বিভিন্ন পরীক্ষার বারবার দিয়েছে , এবং ভবিষ্যতেও দিতে পারে ।

indian history in bengali version

এখানে বাংলাতে গুরুত্বপূর্ণ indian history in bengali version এর প্রশ্ন রয়েছে ।  এই প্রশ্নগুলি পড়লে এখান থেকে 2-3 নম্বর অবশ্যই পেতে পারেন । তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ইতিহাসের প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ ।

Indian History In Bengali Version

Indian History In Bengali Version | History In Bengali

1. প্রথম ভাইসরয় এর নাম কি ছিল ?

উ: লর্ড ক্যানিং

2. ইকতা ব্যবস্থার প্রচলন করেছিলেন কে ?

উ: ইলতুৎমিস

3. এলাহাবাদ প্রশস্তির রচনাকার করেছিলেন কে  ?

উ: সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন

4. বন্দেমাতরম গানটি কে লিখেছিলেন ?

উ: 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

5. আর্য সমাজের প্রতিষ্ঠাতা করেছিলেন কে ?

উ: স্বামী দয়ানন্দ সরস্বতী

6. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কে ?

উ: আত্মরম পান্ডুরঙ্গ

 

7. ভারতের শেষ ভাইসরয় এর নাম কি ?

উ: লর্ড মাউন্টব্যাটেন

9. বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে ?

উ: 1856 সালে

 

10. সতীদাহ প্রথা রদ করেছিলেন কোন ব্যক্তি ?

উ: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

11. কবুলিয়াত ও পাট্টা এর প্রবর্তক কে ?

উ: শেরশাহ

 

12. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উ: রাজা রামমোহন রায়

13. সড়ক ই আজম এর নির্মাণ করেন কোন ব্যক্তি ?

উ: শেরশাহ

 

14. কোন ব্যক্তি রামচরিত রচনা করেন ?

উ: সন্ধ্যাকর নন্দী

 

15. কত সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল ?

উ: 1815 সালে কলকাতায়

 

16. ভারতে সিভিল সার্ভিস এর প্রবর্তন করেন কে ?

উ: লর্ড কর্নওয়ালিস কে

17. মগধের রাজধানীর নাম কি ?

উ: রাজগৃহ

18. বাংলা ভাষায় প্রথম  সংবাদপত্রের নাম কি ?

উ: সমাচার দর্পণ

19. সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত ?

উ: ফিরোজ শাহ তুঘলক

 

20. কত সালে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল ?

উ: 1855 সালে

21. পুরন্দরের সন্ধি হয়েছিল কত সালে ?

উ: 1665 সালে

22. ভারতের প্রাচীনতম সভ্যতাটির নাম কি ?

উ: মেহেরগড় সভ্যতা

 

23. সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি ছিল ?

উ: হরিসেন

24. সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কোন ব্যক্তি ?

উ: জ্যোতিবা ফুলে

25. সেন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?

উ: বিজয় সেন

26. নুরজাহানের আসল নাম কি ছিল ?

উ: মেহেরউন্নিসা

27. দক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কোন ব্যক্তিকে পাঠিয়েছিলেন ?

উ: মালিক কাফুর কে পাঠিয়েছিলেন

28. কোন আইনের কারণে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করেছিল ?

উ:  1833 এর চার্টার অ্যাক্ট

29 মুঘল সাম্রাজ্যের পতন কালে জাঠ সম্প্রদায়ের লোকেরা কার নেতৃত্বে শক্তিশালী দল হিসেবে পরিণত হয়েছিল ?

উ: সুরজমল

30. লালা লাজপত রায় কোন কমিশনের বিরোধিতা করার জন্য গুরুতর আঘাত পেয়েছিলেন ?

উ: সাইমন কমিশন

 

31. কোন ব্যক্তি আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ?

উ: অরবিন্দ ঘোষ

 

32. কোন ব্যক্তি  বলেছিলেন “ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে ,  ত্যখন গোটা পৃথিবী ঘুমন্ত , ভারতবর্ষে সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে” –

উ: জহরলাল নেহেরু

 

33. মহেঞ্জোদারোর সীলমোহর উপর কোন দেবতার খোদাই করা মূর্তি লক্ষ করা গিয়েছিল ?

উ: শিবের আদি মূর্তি

 

34. নাদির শাহ ভারতের উপর  আক্রমণ চালিয়েছিল কোন সম্রাটের শাসনকালে ?

উ: মহম্মদ শাহ

 

35. মারাঠা রাজনীতির চাণক্য নামে পরিচিত কোন ব্যক্তি ?

উ: নানা ফড়নবিশ

 

36. আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল কবে ?

উ: 1942 সালে 1 লা সেপ্টেম্বর

 

37. কে  প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেছিলেন ?

উ: চৌধুরী রহমত আলী

 

38. কত সালে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন পাস  হয় ?

উ: 1878 সালে

 

39.  স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা করেন কে ?

উ: চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু

 

40. কত সালে মহলওয়ারি ব্যবস্থার প্রচলন করা হয় ?

উ: 1820 সালে

আরও পড়ুন : মুঘল সাম্রাজ্যের বাবর সম্পর্কে জিকে

Leave a Comment