মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাবর সম্পর্কে MCQ | Babur Mughal Empire

টেলিগ্ৰামে জয়েন করুন

মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাবর সম্পর্কে MCQ | Babur Mughal Empire

মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাবর সম্পর্কে MCQ | Babur Mughal Empire

 

আজকের আলচ‍্য বিষটি হল, মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাবর সম্পর্কে MCQ | Babur Mughal Empire  এই অধ‍্যায়টি নিয়ে । আশা করি তোমরা সবাই জানো যেকোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন প্রায়শই এসে থাকে এবং যে যে অধ্যায় থেকে প্রশ্ন গুলি আসে তার মধ্যে অন্যতম হলো মুঘল সাম্রাজ্য । চলো আজকে আমরা এই সাম্রাজ্যের babur mughal সম্পর্কে কিছু জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেখে নিই ।

 

মুঘল সাম্রাজ্যের -জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

 

1. মুঘল সম্রাট বাবর এর জন্ম কত সালে ?

উ: 1483 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি

 

2. মোগল সাম্রাট বাবরের জন্মস্থান কোথায় ছিল ?

উ: মধ্য এশিয়ার ফরগনা প্রদেশের তুর্কি চাকতাই গোষ্ঠীতে জন্মগ্ৰহন করেন ।

 

3. সম্রাট বাবর এর প্রকৃত নাম কি ?

উ: জহিরউদ্দিন মোহাম্মদ বাবর

 

4. মুঘল সম্রাট বাবর এর পিতার নাম কি    ছিল ?

উ: উমর শেখ মির্জা

 

5. কত সালে বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ?

উ:  1526 সালের 21 এপ্রিল

 

6. প্রথম কামান ও গোলা বারুদের ব্যবহার করেছিলেন কোন মুঘল সম্রাট ?

উ: সম্রাট বাবর ,পানিপথের প্রথম যুদ্ধ

 

7. কত সালে বাবর এবং সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল ?

উ: 1527 সালে 26 শে মার্চ

 

8. সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কি ছিল?

উ: “তুজুক ই বাবরি” বা “বাবরনামা”

 

9. সম্রাট বাবর কোন কোন স্থাপত্য নির্মাণ করেছিল ?

উ: লোদি দুর্গ, কাবুলিবাগ মসজিদ, জামি মসজিদ

 

10. ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়েছিল ?

উ: 1529 সালের 6 মে

 

11. চান্দোরির যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে ?

উ: 1528 সালে

 

12. বাবর  তার পিতার দিক থেকে কার বংশধর ছিলেন ?

উ: তৈমুর লং এর

 

13. মোগল সম্রাট বাবর তার মায়ের দিক থেকে বংশধর ছিলেন কার ?

উ: চেঙ্গিস খাঁ

 

14. বাবর প্রথম ভারতের উপর আক্রমণ করেছিল কত সালে ?

উ: 1519 সালে

 

15. কোন সম্রাট বাবর কে কোহিনুর হীরা উপহার স্বরূপ দিয়েছিল ?

উ: হুমায়ুন

 

16. মুঘল সাম্রাজ্যের ফাস্ট শাসকের নাম কি ?

উ: বাবর

 

17. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন কোন সম্রাট ?

উ: সম্রাট বাবর

 

18. বাবরনামার ফারসি অনুবাদ করেন কে ?

উ: আব্দুরোহিম খানেখানা

 

19. বাবরনামার মূল অনুবাদ কোন ভাষায় রচিত হয়েছিল ?

উ: তুর্কি ভাষায়

 

20. কত সালে বাবর “বাদশাহ” উপাধিতে ভূষিত হন ?

উ: 1507 সালে

 

21. উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদের নির্মাণ কে করেছিলেন ?

উ: সম্রাট বাবর

 

22. বাবর কোন যুদ্ধের শেষে “গাজী” উপাধি ধারণ করেছিল ?

উ: খানুয়ার যুদ্ধ

 

23.  সম্রাট বাবরের সমাধির নাম কি ছিল ?

উ: “গার্ডেন্স অব বাবর”

 

24.সম্রাট বাবর কত  সালে মৃত্যুবরণ   করেছিল ?

উ: 1530 সালে

 

25. মুঘল সম্রাট বাবর এর সমাধি কোথায় অবস্থিত ?

উ: কাবুলে

 

এই কুইজ টি দিন :  ইতিহাসের কুইজ পর্ব

3 thoughts on “মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাবর সম্পর্কে MCQ | Babur Mughal Empire”

Leave a Comment