চোল বংশ, সম্পর্কিত ইতিহাস mcq প্রশ্ন | Chola Dynasty, History Mcq In Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

 চোল বংশ, সম্পর্কিত ইতিহাস mcq প্রশ্ন | Chola Dynasty, History Mcq In Bengali

চোল রাজবংশ এমন একটি বংশ রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিতে তাদের বিশেষ অগ্রগতি ও উপাদানের জন্য পরিচিত । এই বংশ নবম থেকে ত্রায়োদশ শতাব্দি পর্যন্ত তাদের ক্ষমতার জোরে শাসন করেছিল । আমরা চোল বংশের উপর থেকে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্নসহ উত্তর দিচ্ছি ।

চোল বংশ সম্পর্কিত ইতিহাসের প্রশ্ন

চোল বংশ, থেকে,  ইতিহাসের প্রশ্ন

 

1. চোল বংশের প্রথম শাসক বা রাজার নাম কি ?

উ: প্রথম রাজেন্দ্র চোল

2. চোল বংশের শেষ রাজা বা শাসকের নাম কি ?

উ: তৃতীয় রাজেন্দ্র চোল

3. চোল বংশের প্রতিষ্ঠা করেন কোন সম্রাট ?

উ: বিজয়ালায়

4. চোল রাজ্যের কোন হস্তশিল্প বিখ্যাত ছিল ?

উ: ব্রোঞ্জ ধাতু তৈরি হস্তশিল্প বিখ্যাত ছিল

5. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজার নাম কি ছিল ?

উ: কারিকল

6. চোল বংশের শ্রেষ্ঠ শক্তিশালী রাজা কে ছিলেন ?

উ: রাজেন্দ্র চোল

7. গঙ্গোইকোন্ড চোল কোন রাজার উপাধি ছিল ?

উ: রাজেন্দ্র চোল

8. চোল বংশের কোন শাসক রাজ  রাজেশ্বর মন্দির নির্মাণ করেছিল ?

উ: রাজরাজ চোল

9. সর্বপ্রথম মালদ্বীপ দখলকারী চোল শাসক কে ছিলেন ?

উ: রাজরাজ চোল

10. কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেছিল ?

উ: রাজেন্দ্র চোল

11. চোলগঙ্গম খনন করেছিলেন কে ?

উ: রাজেন্দ্র চোল

12. চোল সম্রাট বিজয়ালয়ার রাজধানী কোথায় ছিল ?

উ: তাঞ্জোর

13. পান্ডবদের পরাজিত করে তাঞ্জোর অধিকার করেছিলেন কে ?

উ: বিজয়ালয়

14. চোল নৌ  শক্তির প্রতিষ্ঠা কে করেছিলেন ?

উ: প্রথম রাজরাজ

15. তাঞ্জোর লিপি থেকে কোন রাজার সামরিক কৃত্যক জানা  যায় ?

উ: রাজরাজের

16. সিংহলে পাথরের শিবমূর্তি কে নির্মাণ করেছিলেন ?

উ: প্রথম রাজরাজ

17. রাজরাজের পর চোল সিংহাসনে কে বসেন ?

উ: রাজেন্দ্র চোল

18. তিরুমালায় লিপি থেকে কোন চোল রাজার কৃতিত্ব সম্পর্কে জানা যায় ?

উ: রাজেন্দ্র চোল

19. রাজেন্দ্র চোলের বাংলাদেশ আক্রমণ কালে বাংলার শাসক কে ছিলেন ?

উ: পাল রাজা মহিপাল

20. বৈদিকপাঠক কেন্দ্র স্থাপন করেছিলেন কোন চোল রাজা তার রাজধানীতে ?

উ: রাজেন্দ্র চোল

21. চোল সাম্রাজ্য বড়গ্রাম কে কি বলা হত ?

উ: তনিয়ুর

22. চোল সাম্রাজ্য উচ্চপদস্থ কর্মচারীরা কি নামে পরিচিত ছিল ?

উ: পেরুন্দরম

23. চুল যুগের প্রধান দুটি বাণিজ্যিক বন্দরের নাম কি ছিল ?

উ: কাবেরীপত্তনম ও মেগাপত্তনম

24. চোল সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল ?

উ: কাসু

25. কোন চোল সম্রাট উত্তরমেরু লিপি খোদায় করেছিল ?

উ: প্রথম পরান্তক

 

আরও পড়ুন : মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন

1 thought on “চোল বংশ, সম্পর্কিত ইতিহাস mcq প্রশ্ন | Chola Dynasty, History Mcq In Bengali”

Leave a Comment