Railway Group D Question Paper | recant Episode – 1

টেলিগ্ৰামে জয়েন করুন

  Railway Group D Question Paper  |NTPC Free Mock Test| Episode – 1

Railway Group D Question Paper | Episode - 1

Railway Group D Practice Set  | gk for railway exam | bengali gk mcq | general science bengali version 

 

সুপ্রীয় বন্ধুরা , রেলওয়ে গ্ৰুপ ডি প্রশ্ন ও উত্তর পর্বটিতে বাছাই করা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে । এই  Railway group d mock test in bengali পর্বটিতে অংশগ্রহণের মাধ্যমে তোমারা তোমাদের পরীক্ষার প্রস্তুতি কে আরও উন্নত করতে পারবে । Railway Group D Question Paper টি নীচে দেওয়া হল ।

Railway gk questions in bengali | Railway Group D Question Paper

1. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি রূপে কে নিযুক্ত হয়েছিলেন ?

উ: জাকির হোসেন

 

2. কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় ?

উ: 1952 সালে

 

3. অরিজিন অফ স্পেসিসের এর লেখক কে ?

উ: ল্যামার্ক

 

4. সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি ?

উ: পারদ

 

5. কোন কারণের জন্য আকাশ নীল রঙের দেখায় ?

উ: বিক্ষেপণের জন্য

 

6. গুটি বসন্তের টিকা এর আবিষ্কারক কোন ব্যক্তি ?

উ: এডওয়ার্ড জেনার

 

7. প্রাণীদের বৃহত্তম গোষ্ঠীর নাম কি ?

উ: আর্থোপোডা

 

8. প্রোপেন এর রাসায়নিক ফর্মুলা হল ?

উ: C2H6

 

9. 700019 এটি কোন রাজ্যের পিনকোড ?

উ: পশ্চিমবঙ্গ

 

10. স্থিতিস্থাপকতা সর্বাধিক রয়েছে কোন জিনিসে ?

উ: ইস্পাত

 

11 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ চূড়া কোনটি ?

উ: গুরু শিখর

 

12. ঔরঙ্গজেব যখন মৃত্যুবরণ করেছিলেন তখন মারাঠাদের নেতৃত্ব কার কাছে  ছিল ?

উ: তারাবাঈ

 

13. কুতুবউদ্দিন আইবক প্রথমবার দিল্লির সুলতান হয়েছিলেন কত অব্দে ?

উ: 1206 অব্দে

 

14. পৃথিবীর কোন স্থানে কোন মাধ্যাকর্ষণ বল কাজ করে না ?

উ: পৃথিবীর কেন্দ্রে

 

15. জিতল নামক তামার মুদ্রা প্রচলন করেন কোন শাসক ?

উ: ইলতুৎমিস

 

16. গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে  ( GCRI ) 2021 ভারতের স্থান কততম ?

উ: 7 তম

 

17. প্রথম কৃত্রিম তন্তু হিসাবে বিবেচিত হয় ?

উ: নাইলন

 

18.  সুগন্ধি লবণ বলা হয়ে থাকে কাকে ?

উ: অ্যামোনিয়াম কার্বনেটকে

 

19. ONGC এর সম্পূর্ণ নামটি কি ?

উ: অয়েল অ্যান্ড ন‍্যাচারাল গ‍্যাস কর্পোরেশন

 

20.  অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয় পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয় ?

উ: আশ্বিনের ঝড়

 

21. কোন রাজ‍্যে চৌসাখাল ও বক্সারখাল অবস্থান করেছে ?

উ: বিহার

 

22.  ইক‍্যুয়েটর  থেকে মেরুতে তে গেলে g এর মান এর কি পরিবর্তন হবে ?

উ: বৃদ্ধি পাবে

 

23. দৈর্ঘ্য বরাবর তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না ?

উ: শূন‍্য

 

24. রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে ?

উ: কর্ণাটক

 

25. জায়গীরদার প্রথা প্রবর্তন করেছিলেন কোন মুঘল শাসক ?

উ: আকবর

 

26. বিরসা মুন্ডা স্টেডিয়াম ভারতের কোন স্থানে অবস্থিত রয়েছে ?

উ: রাঁচী

 

27. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব রুপা কে নিযুক্ত হয়েছিলেন ?

উ: ট্রিগভি লি

 

28. মানুষের বংশগতি গঠনে পুরুষের ক্রোমোজোম এর বৈশিষ্ট্য কি অবস্থানে থাকে ?

উ: XY

 

29. জিয়োডিয়াসিস রোগের একান্ত কারণ কি ?

উ: প্রোটোজোয়া

 

30. ফাইলেরিযা রোগটি কোন মশার দ্বারা সৃষ্ট হয় ?

উ: কিউলেক্স মশা

আরও পড়ুন : ভারতের ভূগোলের প্রশ্ন

Leave a Comment