ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা PDF | Languages Of Different States Of India

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা PDF

ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা PDF | Languages Of Different States Of India : প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য স্ট‍্যাটিক জিকে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।ভারতের ভাষাগুলি এমন একটি বিষয় যা সমস্ত ছাত্রছাত্রীদের অবশ্যই সচেতন হতে হবে কারণ বেশিরভাগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে।তোমাদের সুবিধার জন‍্য ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা গুলির একটি তালিকা প্রকাশ করছি ভারতের বিভিন্ন রাজ‍্য অনুযায়ী।

ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা

ভারতবর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও ও ভাষার জন‍্য সুপরিচিত।ভারতে বর্তমানে (2022) 28 টি রাজ‍্য এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যা প্রত‍্যের রাজ‍্যের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং নিজস্ব ভাষা রয়েছে।বিভিন্ন রকম সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন‍্য ভারতীয় রাজ‍্যগুলির রাজধানীর পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ‍্যের সরকারি ভাষা গুলি সম্পর্কে জানা অপরিহার্য।

ভারতের সংবিধান অনুযায়ী ভারতের কোন জাতীয় ভাষা নেই বরং রয়েছে হিন্দি ও ইংরেজি এই দুটি সরকারি ভাষা।ভারতবর্ষের মানুষ 121 টি ভিন্ন ভাষা এবং 270 টি ভিন্ন স্থানীয় ভাষায় কথা বলে।এই অসংখ্য ভাষার কারণে ভারতের বিভিন্ন রাজ‍্যের নিজস্ব সরকারি ভাষা আইন প্রনয়নের ক্ষমতা রয়েছে।ভারতের সংবিধানে অষ্টম তপসিলিতে 22 টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।আজকের এই পর্বটিতে ভারতের 28 টি রাজ‍্যের ভাষার একটি তালিকা প্রকাশ করলাম।

ভারতের বিভিন্ন রাজ‍্যের সরকারি ভাষা

ভারতীয় সংবিধানে 343 অনুচ্ছেদ অনুসারে ইউনিয়নের সরকারি ভাষা ছিল দেবনাগরী লিপিতে হিন্দি। প্রাথমিক ভাবে ভারতীয় সংবিধানে অসমীয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মারাঠি, মালায়লম, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু সহ 14 টি ভাষা ছিল। সময়ের সাথে সাথে সংশোধনীর মাধ‍্যামে আরও 8 টি ভাষা সিন্ধি, কোঙ্কনি, নেপালি, মনিপুরি,  বোড়ো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি স্থান পেয়েছে।

ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা গুলির সম্পূর্ণ তালিকা প্রদান করা হল।এবং নীচে দেওয়া লিঙ্কের মাধ‍্যামে ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষার PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে।

ভারতের বিভিন্ন রাজ‍্যের ভাষা

  রাজ‍্য সরকারি ভাষা
1. পশ্চিমবঙ্গ বাংলা
2. আসাম অসমিয়া
3. তামিলনাড়ু তামিল
4. পাঞ্জাব পাঞ্জাবি
5. অন্ধ্রপ্রদেশ তেলেগু
6. উড়িষ্যা ওড়িয়া
7. মহারাষ্ট্র মারাঠি
8. কেরল মালায়লম
9. কর্ণাটক কন্নড়
10. ঝাড়খণ্ড হিন্দি
11. বিহার হিন্দি
12. মধ‍্যপ্রদেশ হিন্দি
13. উত্তরপ্রদেশ হিন্দি
14. উত্তরাখন্ড হিন্দি
15. ছত্রিশগড় হিন্দি
16. রাজস্থান হিন্দি
17. হিমাচল প্রদেশ হিন্দি
18. হরিয়ানা হিন্দি
19. নাগাল‍্যান্ড ইংরেজি
20. অরুণাচল প্রদেশ ইংরেজি
21. মেঘালয় ইংরেজি
22. সিকিম ইংরেজি
23. তেলেঙ্গানা তেলেগু
24. মণিপুর মণিপুরি
25. গুজরাট গুজরাটি
26. গোয়া কোঙ্কনি
27. মিজোরাম মিজো, হিন্দি, ইংরেজি
28. ত্রিপুরা বাংলা, ইংরেজি, ককবরক

আরও পড়ুন :

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা

ভারতের জতীয় উদ‍্যানের তালিকা

বিভিন্ন কোম্পানির CEO  

বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠতা 

PDF DOWNLOAD ZONE

File Name : বিভিন্ন রাজ‍্যের ভাষা 
Language : বাংলা
Size: 78 KB
Clik Here To Download

1. ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষা কয়টি ?

উ: ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে ২২ টি ভাষা স্বীকৃতি রয়েছে।

2. ভারতীয় সংবিধানে স্বীকৃত ২২ টি ভাষা কি কি ?

উ:অসমীয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মারাঠি, মালায়লম, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, উর্দু এই 14 টি ভাষা প্রথমে ছিল পরে 8 টি ভাষা স্বীকৃতি পায় সিন্ধি, কোঙ্কনি, নেপালি, মনিপুরি,  বোড়ো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি।