ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু PDF | List Of State Animals in India

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু PDF

ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু PDF | List Of State Animals in India : প্রতিটি রাষ্ট্রের একটি সুনির্দিষ্ট প্রতীক হিসেবে তার রাষ্ট্র পশু রয়েছে। ভারতের একটি জাতীয় পশু রয়েছে যেমন বাগ এবং এর বৈজ্ঞানিক নাম প‍্যান্থেরা টাইগ্ৰিস। তেমনি ভারতের বিভিন্ন রাজ‍্যের বিভিন্ন জাতীয় পশু রয়েছে। অনেক রাজ‍্যের রাজ‍্য পশু বা স্বতন্ত্র প্রাণী হত‍্যা করা নিষিদ্ধ। যদি কোন ব‍্যক্তি এই রাষ্ট্রীয় প্রাণীদের হত্যা করে যার ফলস্বরূপ অভিযুক্ত ব‍্যক্তির বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেই সরকার।

ভারত জীববৈচিত্র্য এবং প্রকৃতিতে সমৃদ্ধ একটি দেশ। এখানকার প্রকৃতি নানা প্রজাতির পশূ-পাখির সমাবেশে গঠিত। ভারতে বর্তমানে 28 টি রাজ‍্য ও 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং প্রত‍্যেক রাজ‍্যের জাতীয় পশু ও রয়েছে। বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু সম্পর্কে ধারণা লাভের জন‍্য, ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু সংক্রান্ত একটি তালিকা প্রদান করা হল যেখানে প্রতিটি রাজ‍্যের জাতীয় পশু নাম দেওয়া রয়েছে।

আসন্ন বিভিন্ন রকম সরকারি,বেসরকারি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য যারা প্রস্তুতি নিচ্ছো তাদেরকে অবশ্যই ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশুর তালিকা টি দেখা প্রয়োজন।

ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু

  রাজ‍্য জাতীয় পশু
1 পশ্চিমবঙ্গ মেছো বিড়াল
2 হিমাচল প্রদেশ তুষার চিতা
3 পাঞ্জাব কৃষ্ণসার
4 হরিয়ানা কৃষ্ণসার
5 অন্ধ্রপ্রদেশ কৃষ্ণসার
6 উত্তরাখন্ড আলপাইন কস্তরীমৃগ
7 রাজস্থান উট
8 গুজরাট এশীয় সিংহ
9 উত্তরপ্রদেশ বারশিঙ্গা
10 মধ‍্যপ্রদেশ বারশিঙ্গা
11 মহারাষ্ট্র ভারতীয় বৃহৎ কাঠ বিড়ালী
12 গোয়া গৌর
13 বিহার গৌর
14 কর্ণাটক ভারতীয় হাতি
15 কেরালা ভারতীয় হাতি
16 তামিলনাড়ু নীলগিরি বনছাগল
17 উড়িষ্যা সম্বর হরিণ
18 ছত্রিশগড় বুনো মোষ
19 সিকিম লাল পান্ডা
20 অরুণাচল প্রদেশ গয়াল
21 নাগাল‍্যান্ড গয়াল
22 অসাম ভারতীয় গণ্ডার
23 মেঘালয় মেঘলা চিতা
24 ত্রিপুরা চশমাপরা হনুমান
25 মণিপুর সাঙ্গাই হরিণ
26 মিজোরাম উল্লুক
27 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমুদ্রধেনু
28 জম্মু ও কাশ্মীর হঙ্গুল

আরও পড়ুন :

ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা

ভারতের জাতীয় উদ্যান তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা

বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা

PDF DOWNLOAD ZONE

File Name : বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু
Language : বাংলা
Size: 96 KB
Clik Here To Download

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?

উ: মেছো বিড়াল

2. হিমাচল প্রদেশের জাতীয় পশুর নাম কি ?

উ: তুষার চিতা

3. পাঞ্জাবের জাতীয় পশুর নাম কি ?

উ:কৃষ্ণসার

4. উড়িষ্যার জাতীয় পশুর নাম কি ?

উ: সম্বর হরিণ

5. অরুণাচল প্রদেশের জাতীয় পশুর নাম কি ?

উ: গয়াল