বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ | Various Vitamins And Diseases Caused By Deficiency PDF

টেলিগ্ৰামে জয়েন করুন

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ | Various Vitamins And Diseases Caused By Deficiency PDF

বিভিন্ন ভিটামিনVarious Vitamins And Diseases Caused By Deficiency PDF

প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি Various Vitamins And Diseases Caused By Deficiency PDF এর একটি গুরুত্বপূর্ণ পর্ব যেখানে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ সম্পর্কে একটি তথ‍্য দেওয়া হয়েছে ,যেগুলি সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য খুবই গুরুত্বপূর্ণ ।

মূলত প্রশ্ন গুলি পরীক্ষায় বিভিন্ন ভাবে এসে থাকে যেমন ভিটামিন K এর রাষায়নিক নাম,ভিটামিন A এর রাষায়নিক নাম,ভিটামিন C এর রাষায়নিক নাম,ভিটামিন E এর রাষায়নিক নাম,ভিটামিন B3 এর রাষায়নিক নাম আর এসে থাকে স্কার্ভি,রাতকানা ,রিকেট ,অস্টিওপোরোসিস ,বেরিবেরি প্রভৃতি রোগ কোন ভিটামিনের অভাবে হয়।
 

বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ :

 
ভিটামিন রাষায়নিক নাম অভাবজনিত রোগ
ভিটামিন A রেটিনল রাতকানা ,,
ভিটামিন D ক‍্যালোসিফেরল রিকেট,অস্টিও ম্যালেসিয়া
ভিটামিন B -1 থিয়ামিন বেরিবেরি,
ভিটামিন E টোকোফেরল বন্ধ্যাত্ব ,
ভিটামিন B- 2 রাইবোফ্লাভিন চোখে ও ত্বকের ক্ষয়
ভিটামিন B-3 নিয়াসিন পেলেগ্ৰা
ভিটামিন B-5 প‍্যান্টোথ‍্যানিন অ্যাসিড চর্মোরোগ , অনিদ্রা
ভিটামিন B-6 পাইরিডক্সিন অ্যানিমিয়া।
ভিটামিন B-7 বায়োটিন বৃদ্ধি ব‍্যাহত ,চুলপড়া
ভিটামিন B-9 ফোলিক অ্যাসিড চর্মোরোগ
ভিটামিন B-12 সায়ানোকোবালামিন অ্যানিমিয়া।
ভিটামিন K ফাইলোকুইনোন রক্ত ক্ষরণ
ভিটামিন P সাইট্রিন রক্ত ক্ষরণ
ভিটামিন C অ্যাসকরবিক অ্যাসিড স্কার্ভি
 
FILE NAME:বিভিন্ন ভিটামিনের রাষায়নিক নাম ও অভাবজনিত রোগ 
 
SIZE:20 KB
 
 DOWNLOAD LINK:CLIk TO DOWNLOAD
 

আরও পড়ুন : বিভিন্ন রাজ‍্যর পশু জাতীয় পশু তালিকা

1 thought on “বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ | Various Vitamins And Diseases Caused By Deficiency PDF”

Leave a Comment