মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF | Universe GK Question And Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর

মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF | Universe GK Question And Answer: মহাবিশ্ব সম্পর্কিত পরিসর তথ্য ভূগোলে রয়েছে যা শিক্ষার্থী এবং পৃথিবীতে বসবাসকারী মানুষ শিখতে পারে। এই পর্বটিতে আমরা মহাবিশ্বের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। আপনার প্রস্তুতি যাচাই করতে আমাদের মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর গুলি দেখুন। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক UPSE, SSC, WBP, KP, PSE পরীক্ষা ভালো স্কোর করার জন্য অবশ্যই মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর গুলি দেখা খুবই প্রয়োজন।

মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর

1. সূর্যের চারপাশে গ্রহরা বৃত্তাকার পথে নয় , উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে । এই ধারণার সমার্থক কে ছিলেন ?

উ: জোহানেস কেপলার

2. খবরে ‘ ইভেন্ট হরাইজন ‘ , ‘ সিঙ্গুলারিটি ‘ , ‘ স্টিং থিওরী ‘ ‘ স্ট্যান্ডার্ড মডেল ‘ এই শব্দগুলি দেখা যায় । কোন প্রসঙ্গে এইগুলি দেখা যায় ?

উ: মহাবিশ্ব সম্পর্কে পর্যবেক্ষণ ও বোঝা

3. সৌরজগৎ সম্পর্কিত কোন্ বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য ?

i. শুক্র এবং ইউরেনাস গ্রহ পৃথিবী যে দিকে আবর্তন করে তার বিপরীত দিকে আবর্তন করে

ii. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হল শুক্র নীচের কোড থেকে সঠিক উত্তর নির্বাচন করো ।

উ: শুধুমাত্র ii সত‍্য

4. তারার উজ্জ্বলতা নির্ভর করে কিসের উপর ?

উ: আকার , তাপমাত্রা এবং পৃথিবীর থেকে এর দূরত্বের ওপর

5.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?

উ: 8 মিনিট

6. আলোকবর্ষ কী পরিমাপ করে ?

উ: দূরত্ব

7. নীচের গ্রহগুলির মধ্যে কোন্‌টির আবিষ্কর্তা ক্যাসিনি মিশন ?
( a ) সূর্য

( c ) শনি

( b ) নেপচুন

( d ) বৃহস্পতি

উ: শনি

8. ইউরেনাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

উ: উইলিয়াম হার্সচেল

9. সৌর শক্তির প্রধান উৎস কি ?

উ: পারমাণবিক সংযোজন

10. গ্রহের গতি সম্বন্ধীয় সূত্রকে কি বলা হয় ?

উ: কেপলারের সূত্র

11. Astronomy কোন বিষয়ের উপর পড়াশোনা কে বোঝায় ?

উ: আকাশ

12.. কোন্ প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় ?

উ: বিকিরণ

13. পৃথিবী নিজ অক্ষের চারদিকে সম্পূর্ণ এক পাক আবর্তন করতে কত সময় লাগে ?

উ: 23 ঘণ্টা 56 মিনিট 4.09 সেকেন্ড

14. ব্ল্যাকহোল হল কি ?

উ: উচ্চ মহাকর্ষী ক্ষমতাসম্পন্ন সংকুচিত তারকা

15. নীচে উল্লিখিত কোন্‌টি সঠিক ? সপ্তর্ষিমণ্ডল হল –

উ: নক্ষত্রপুঞ্জ

16. কোন্ দুই গ্রহের মাঝখানে গ্ৰহাণুপুঞ্জ কক্ষ রয়েছে ?

উ: মঙ্গল এবং বৃহস্পতি

17. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?

উ: 76 বছর

18. যে কক্ষপথে সূর্যের চারদিকে গ্রহরা ঘোরে অথবা যে কক্ষপথে পৃথিবীর চারদিকে উপগ্রহরা ঘোরে সেই পথটি কেমন ?

উ: বৃত্তাকার এবং উপবৃত্তাকার

19. নীচে উল্লিখিত সৌরজগতের কোন্ গ্রহে সবচেয়ে বড়ো দিন দেখা যায় ?

( a ) বুধ ( c ) শুক্র

উ: শুক্র

20. কোন্ গ্রহটি ‘ শুকতারা ‘ নামে পরিচিত ?

উ: শুক্র

21. সৌরজগতের কোন্ গ্রহটি নিজের অক্ষে সবচেয়ে দ্রুত আবর্তন করে ?

উ: বৃহস্পতি

মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর :

22. কোন্ গ্রহটি ‘ জলগ্রহ ‘ নামে পরিচিত ?

উ: পৃথিবী

23. কোন্ গ্রহকে রাতের বেলায় লালচে দেখতে লাগে ?

উ: মঙ্গল

24. ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী কে ?

উ: ক্লোরোফ্লুরো কার্বন

25. গ্রহরা নিজের কক্ষপথে তাদের গতি বজায় রাখে কোন কারণ ?

উ: মাধ্যাকর্ষণ শক্তি এবং অপকেন্দ্র বলের জন্য

26. সূর্যের সবচেয়ে কাছে থাকা নক্ষত্রের পৃথিবী থেকে দূরত্ব কত ?

উ: 4.3 আলোকবর্ষ

27. নীচে উল্লিখিত কোন্‌টির মধ্যে ‘ শান্ত সমুদ্র ‘ ও ঝড়ের সমুদ্র দেখা যায় ?

( a ) মঙ্গল ( b ) শুক্র ( c ) চাঁদ ( d ) সূর্য

উ: চাঁদ

28. পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে ?

উ: 1.3 সেকেন্ড

29. ধূমকেতু যে সৌরজগতের সদস্য তার প্রকৃষ্ট প্রমাণ কি ?

উ: তাদের উপাদান

30. রাতের আকাশে বিভিন্ন সময়ে বিভিন্ন নক্ষত্রপুঞ্জ বিভিন্ন অবস্থানে দেখা যাওয়ার কারণ কী ?

উ: পৃথিবী নিজের অক্ষকে কেন্দ্র করে আবর্তিত হয়

31. চাঁদের একদিক সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে কেন ?

উ: চাঁদের নিজের অক্ষের চারদিকের আবর্তনকাল এবং পৃথিবীর চারদিকের পরিক্রমণকাল প্রায় এক

32. গ্রহের কক্ষের সূত্র কে আবিষ্কার করেন ?

উ: জোহানেস কেপলার

33. রাশিচক্র অনুযায়ী বারোটি রাশি হল –

উ: একগুচ্ছ তারা

34. ‘ উল্কা ‘ কথাটির প্রয়োগ হয় কখন ?

উ: পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং আগুনের বল হয়ে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে

35. ‘ শুটিংস্টার ’ সম্বন্ধে নীচের কোন্ বিবৃতিটি ভুল ?

( a ) এরা উল্কা

( b ) এরা ধূমকেতু থেকে বের হয়ে দুই সংখ্যা বিশিষ্ট হয় ।

( c ) পৃথিবীর বায়ুমণ্ডলে যাবার সময় ঘর্ষণজনিত কারণে প্রচণ্ড তাপমাত্রার সৃষ্টি হয় এবং এরা আলো বিকিরণ করে

( d ) এরা এক ধরনের নক্ষত্র

উ: D

36. ‘ পারসেক কি পরিমাপ করার একক

উ: নক্ষত্রদের মধ্যে দূরত্ব

37. নক্ষত্র থেকে আসা আলো থেকে তাদের সম্বন্ধে কোন ধারণা হয় ?

উ: তাপমাত্রা

38. ছায়াপথকে ঘিরে সূর্যের একবার পরিক্রমণকালকে কি বলে ?

উ: মহাজাগতিক বর্ষ

39. সুপারনোভা হল একটি কি ?

উ: একটি ধূমকেতু

40. মহাকাশ যাত্রীদের কাছে দিনের বেলায় চাঁদের আকাশ কেমন দেখায় ?

উ: কালো

41. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত লক্ষ কিমি ?

উ: 149 লক্ষ কিমি

42. সৌর কলঙ্ক কি ?

উ: 4000 K উষ্ণতা হ্রাসের জন্য সূর্যের গায়ে যে কালো দাগ দেখা যায় সেটাই সৌরকলঙ্ক ।

43. ওজোনস্তর সুরক্ষিত দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

উ: 16 সেপ্টেম্বর

44. সূর্যের বহিমন্ডলকে কি বলে ?

উ: করোনা ( কিরীট)

আরও পড়ুন : 

অর্থনৈতিক ভূগোলের প্রশ্ন উত্তর

ভারতের জলবায়ুর প্রশ্ন উত্তর

ভারতের মৃত্তিকার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

পৃথিবীর বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ

PDF DOWNLOAD ZONE

File Name : মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর
Language : বাংলা 
Size: 92 KB 
Clik Here To Download

1 thought on “মহাবিশ্ব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF | Universe GK Question And Answer”

Leave a Comment