অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর PDF | Economic Geography GK in Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর PDF

অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর PDF | Economic Geography GK in Bengali : ভূগোল একটি স্বাধীন বৈজ্ঞানিক শাখা হিসেবে প্রচুর পদ্ধতি, সরঞ্জাম এবং বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গঠিত। আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর প্রদান করেছি। অর্থনৈতিক ভূগোলের এই অবজেক্টিভ টাইপ প্রশ্ন উত্তর গুলি চাকুরী প্রার্থীদের বিভিন্ন রকম পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা করবে।

অর্থনৈতিক ভূগোল বিভিন্ন অর্থনৈতিক দিকগুলির উপর ফোকাস করে। অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা নির্ধারণে বিভিন্ন পন্ডিত বিশেষজ্ঞ এবং অনুশীলনকারীদের দ্বারা ভিন্নভাবে প্রদান করে। যে ছাত্রছাত্রীরা  অর্থনৈতিক ভূগোলের প্রশ্ন উত্তর খুঁজছেন তাদের অবশ্যই এই পর্বটি দেখা উচিত। এখানে আমরা অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর প্রদান করেছি। যেগুলি তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই সাহায্যকারী হবে।

অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

1. প্রাকৃতিক রাবার চেয়ে সিন্থেটিক রাবারের ব্যবহার বাড়ছে কোন কারণে ?

উ: সিন্থেটিক রাবারের স্থায়িত্ব বেশি

2. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটি ?

উ: কোচিন শিপইয়ার্ড , কোচি

3. কোথায় রাস তনুয়া খনিজ তেল সংশোধনাগার অবস্থিত ?

উ: সৌদি আরব

4. কোন দেশের সবচেয়ে বেশি অভ্র উৎপাদন করা হয় ?

উ: ভারত

5. আথাবাসকা টার স‍্যান্ড কোন খনিজ সঞ্চয়ের জন্য বিখ্যাত ?

উ: পেট্রোলিয়াম

6. আমেরিকার মারকুয়েট রেঞ্জ বিখ্যাত কিসের জন্য ?

উ: আকরিক লোহা

7. কারাগান্ডা কয়লা উপত্যকা কোথায় অবস্থিত ?

উ: কাজাকিস্তান

8. ইউরোপের তেলের রাজধানী কাকে বলা হয় ?

উ: অ্যাবার্ডিন

9. পৃথিবীর বৃহত্তম চা রপ্তানিকারক দেশ কোনটি ?

উ: শ্রীলংকা

10. ব্রাজিলের কোথায় সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় ?

উ: ফাজেনডাস

11. কোন দেশে সবচেয়ে বেশি আফিম চাষ হয় ?

উ: আফগানিস্তান

12. পৃথিবীর সর্বোচ্চ কফি উৎপাদন করে কোন দেশ ?

উ: ব্রাজিল

13. অ্যাপালেচিয়ান কয়লা উত্তোলন ক্ষেত্র কোথায় অবস্থিত ?

উ: আমেরিকা

14. পৃথিবীর বৃহত্তম খনিজ লবণ খনি খেওড়া কোথায় অবস্থিত ?

উ:  পাকিস্তান

15. কোন্ দেশ সর্বাধিক তামা উৎপন্ন করে ?

উ: চিলি

16. ‘ সেগুন কাঠের দেশ ‘ কাকে  বলা হয় ?

উ: মায়ানমার

17. খনিজতেল উৎপাদনে সর্বাধিক কোন দেশ ?

উ: রাশিয়া

18. ঊনবিংশ শতাব্দীতে বিশ্বে প্রথম তৈলকূপ খনন কোথায় করা হয়

উ: সৌদি আরবের ধাওরান

19. পাকিস্তান ও আফগানিস্তানের মধ‍্যে যোগাযোগ হয় কোন গিরিপথ দিয়ে ?

উ:  খাইবার গিরিপথ

20. পৃথিবীতে কয়লা উৎপাদনে প্রথম কোন দেশ ?

উ: চিন

21. কোন্ দেশে সর্বাধিক সোনার খনি আছে ?

উ:  চিন

21. সবচেয়ে বেশী ‘ বোট ‘ হীরে উৎপাদনকারী দেশের নাম কি ?

উ: জাইরে

22. পৃথিবীর ‘ কসাইখানা ‘ বলা হয় কাকে ?

উ: চিকাগোকে

23. গ্রীষ্মকালে এক্সিমোরা কী করে ?

উ:  শিকার

24. গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম কোন দেশ ?

উ:  শ্রীলঙ্কা

25. ইউরোপের কোন্ দেশ কয়লায় সর্বাধিক সমৃদ্ধ ?

উ: জার্মানি

অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

26. পৃথিবীর বৃহত্তম সিন্থেটিক রাবার ও টায়ার তৈরির কেন্দ্র ?

উ: অ্যাক্রন

27. পৃথিবীতে সর্বাধিক উল উৎপাদক দেশ কোনটি ?

উ: অস্ট্রেলিয়া

28. মেরিনো ভেড়ার পালন করা হয় কোন দেশে ?

উ:  অস্ট্রেলিয়া ( c ) ডেনমার্ক

29. ধান উৎপাদনে অগ্রণী দেশ কোনটি ?

উ:  চিন

30. চিনের কোথায় বেশীর ভাগ গম ও ধান উৎপন্ন হয়

উ: হোয়াংহো হো অববাহিকা , ইয়াংসি অববাহিকা , সিকিয়াং অববাহিকা

31. কোন্ দেশ পৃথিবীতে ক্রুড স্টিল উৎপাদনে সর্বোত্তম ?

উ:  চিন

32. কোন্ মরুভূমিতে নাইট্রেট সঞ্চিত আছে ?

উ: আটাকামা

33. পৃথিবীতে সর্বোচ্চ শক্তি পাওয়া যায় কি থেকে ?

উ: কয়লা

34. ‘ মিশর নীলনদের দান ‘ একথা কে বলেছেন ?

উ: গ্রিক দার্শনিক হোরোডোটাস

35. আমেরিকার বৃহত্তম রেলজংশন ও ব্যস্ততম বিমান বন্দরের নাম কি

উ:  চিকাগো

36. ডেয়ারি রাজ্য কাকে বলা হয় ?

উ: উইসকনসিন

37. আমেরিকার শ্রেষ্ঠ ভুট্টা বলয় কাকে বলা হয় ?

উ: হ্রদ অঞ্চল

38. কোন্ দেশে সবচেয়ে বেশী ধান উৎপন্ন হয় ?

উ: চিন

39. আমেরিকার কোন্ তৃণভূমিতে প্রচুর পশুপালন করা হয় ?

উ: প্রেইরী

40. কোন্ দেশে বেশী ইউরেনিয়াম পাওয়া যায় ?

উ: কানাডা

41. কোন্ অঞ্চল বিভিন্ন মদ ও শ্যাম্পেনের জন্য বিখ্যাত ?

উ:  ভূমধ্যসাগর

42. গ্রাফাইট উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম

উ: শ্রীলঙ্কা

43. বিন্দুপাত জলসেচের ব্যবহার কোন দেশে হয় ?

উ: ইসরায়েল

44. কোন্ দেশে সবচেয়ে বেশী প্রাকৃতিক গ্যাস সঞ্চিত হয় ?

উ:রাশিয়া

45. পেট্রোলিয়াম পাওয়া যায় কোন স্থানে ?

উ: ভঙ্গিল সামুদ্রিক সঞ্চিত শিলায়

46. কোন্ দেশে সবচেয়ে বেশী বক্সাইট উৎপন্ন হয় ?

উ: অস্ট্রেলিয়া

47. ব্রাজিলের অর্থনীতি নির্ভরশীল কীসের ওপর

উ: কফি

48. ময়দা শিল্পের জন্য বিখ্যাত হল –

উ: বাফেলো

49. পৃথিবীর সর্ববৃহৎ সুতি বস্ত্র রপ্তানি কারক দেশ কোনটি ?

উ: ভারত

50. প্রাকৃতিক রাবার উৎপাদনে ভারতের স্থান কত ?

উ: চতুর্থ

আরও পড়ুন : 

ভারতের মৃত্তিকার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতের জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

পশ্চিমবঙ্গ ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম

PDF DOWNLOAD ZONE

File Name : অর্থনৈতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর
Language : বাংলা 
Size: 81 KB 
Clik Here To Download