বায়ুমণ্ডল কাকে বলে ? What is Atmosphere | বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

বায়ুমণ্ডল কাকে বলে ? What is Atmosphere | বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

বায়ুমণ্ডল কাকে বলে ? What is Atmosphere | বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর : পৃথিবীর আন্তঃনির্ভর ভৌত ব‍্যবস্থার অন‍্যতম অন‍্যতম প্রধান উপাদান হল বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল প্রায় 78 % নাইট্রোজেন, 21 % অক্সিজেন এবং এক শতাংশ অন‍্যান‍্য গ‍্যাস দ্বারা গঠিত। এই গ‍্যাস গুলি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর গুলির মধ্যে উপস্থিত থাকে। চলুন দেখে নেওয়া যাক বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর গুলি। 

বায়ুমণ্ডল কাকে বলে ( What is Atmosphere ) :

মাধ‍্যাকর্ষন শক্তির প্রভাবে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কয়েক হাজার কিমি পর্যন্ত যে অদৃশ্য গ‍্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং একই সঙ্গে আবর্তিত হচ্ছে একে বায়ুমণ্ডল বলে।চলুল দেখে নিই বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর গুলি।

বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

1. আকস্মিক ঝড়বৃষ্টি সংক্রান্ত কোন্ বিবৃতি বা বিবৃতিগুলি সত্য ?

A. নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি।

B. সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায়।

C. ভারী বর্ষণ , ঘণ্টায়া 250 মিলিমিটার 300 মিলিমিটার।

D. সাধারণত সকালবেলায় আকস্মিক ঝড় – বৃষ্টি হয় ।

উ:  A, C

2. উচ্চ স্তরের টুপোস্ফোরিক তরঙ্গ , জেট স্ট্রিম সম্পর্কিত কোন্ বিবৃতিটি সত্য নয় ?

A. এটি উচ্চগতিসম্পন্ন বায়ু

B. এটি টুপোপজের নিকটবর্তী অঞ্চলে ৪ কিমি -15 কিমি পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য অতিক্রম করে ।

C. বিস্তৃতি বাড়লে জেট স্ট্রিম বিরামহীন হয়

D. গ্রীষ্মকালে মেরুপ্রদেশে জেট স্ট্রিম সবচেয়ে বেশী শক্তিশালী হয়।

উ: D

3. পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে কোন্‌টি সত্য ?

A. স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে

B. মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে

C. মেসোস্ফিয়ারের উপরের অংশে কম উষ্ণতা থাকে

D. ট্রপোপজ একটি আইসোথার্মাল জোন

উ: সবগুলি সত‍্য

4. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোন্‌টির জন্য দক্ষিণ গোলার্ধে বায়ু বামদিকে বেঁকে যায় ?

A. উত্তর ও দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণের পার্থক্য

B. উষ্ণতা ও চাপের পার্থক্য

C. পৃথিবীর হেলানো অক্ষ

D. পৃথিবীর আহ্নিক গতি

উ: D

5. সাইক্লোনের চক্ষুর কী রয়েছে ?

উ:  উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ

6. বায়ুমণ্ডলে ওজোনের উপস্থিতি গুরুত্বপূর্ণ কারণ এটি কি  শোষণ করে ?

উ: অতিবেগুনি রশ্মি

7. বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চ ঘনত্বযুক্ত আয়ন আছে ?

উ:  থার্মোস্ফিয়ার

8. কোরিওলিস প্রভাব কিসের ফলে হয় ?

উ: পৃথিবীর আবর্তন

9. ‘ অ্যালবেডো ‘ বলতে বোঝায় ?

উ: ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের সৌরকিরণের অংশ

10. নীচে উল্লিখিত কোন্ বিষয়টি বায়ুর ওপর প্রভাব বিস্তার করে না ?

A. চাপ B. চৌম্বকত্ব  C. ঘর্ষণ D  কোরিওলিসের প্রভাব

উ: B

11. বায়ুমণ্ডল কয়েকটি স্তরে বিভক্ত । সেই স্তরগুলির মধ্যে কোন্ স্তরে শতাংশ হিসাবে সবচেয়ে বেশী হিলিয়াম গ্যাস দেখা যায় ?

উ: এক্সোস্ফিয়ার

12. হ্যারিকেন নিরক্ষরেখা থেকে 5 ° -এর মধ্যে ঘোরাফেরা করে এর কারণ কি ?

উ: এখানে কোরিওলিস বলের প্রভাব খুব কম

13. প্রায় 30% সূর্য বিকিরণ মহাকাশে ফিরে যায় এই পরিমাণ সূর্য বিকিরণকে কি বলে ?

উ: পৃথিবীর অ্যালবেডো

14. পৃথিবী এবং মহাকাশের মধ্যে চূড়ান্ত সীমা কোন্‌টি ?

উ:  ম্যাগনেটোপজ

15. বায়ুকোণ থেকে আসা ঝড় কোথায় সবচেয়ে ভালো দেখা যায় ?

উ:  ভারত এবং বাংলাদেশ

16. নীচের বায়ুগুলির মধ্যে কোন্‌টি সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগরের দিকে ধূলিঝড়ের সৃষ্টি করে ?

A. সিরোক্কো  B. ফন  C. লু  D. মিস্টাল

উ: A

17. ফেরেলের সূত্র ( কোরিওলিস বল ) অনুযায়ী বাতাস দিক পরিবর্তন করে ?

উ: উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে

18. টর্নেডো সম্পর্কিত কোন্ বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য ? টর্নেডো সাধারণত—

1. উত্তর গোলার্ধে ঘড়ির বিপরীতে ঘোরে

2. দক্ষিণ গোলার্ধে ঘড়ির দিকে ঘোরে

3. উত্তর গোলার্ধে ঘড়ির দিকে ঘোরে

4. দক্ষিণ গোলার্ধে ঘড়ির বিপরীতে ঘোরে

উ: 1, 2

19. যখন ক্রান্তীয় সাইক্লোন ভূভাগে আছড়ে পড়ে , এর বিধ্বংসী প্রভাব বেশীর ভাগ কমে যায় এর কারণ কি ?

উ: এর মধ্যে থাকা জলীয় বাষ্প

20. বিস্তৃতি , বৃষ্টিপাতের তারতম্য , বায়ুর দিক পরিবর্তন এবং হঠাৎ আগমন- কোন বায়ুর মধ্যে এই বৈশিষ্ট্যগুলি বর্তমান ?

উ:  মৌসুমী বায়ু

21. ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত ?

উ:  15 ° C

22. ফেরেলের সূত্র কার বিচ্যুতির সঙ্গে সংযুক্ত ?

উ: বাণিজ্য বায়ু ও সমুদ্রস্রোত

23. পৃথিবীর পৃষ্ঠের কোন্ অংশে সারা বছর ধরে পৃথিবীতে আগত সৌরবিকিরণের সবচেয়ে কম তারতম্য দেখা যায় ?

উ: নিরক্ষীয় অঞ্চল

24. কীসের ভিত্তিতে বায়ু এবং বায়ুস্রোত এক নয় ?

উ: বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হয় কিন্তু বায়ুস্রোত উল্লম্বভাবে প্রবাহিত হয়।

25. নীচে উল্লিখিত আমেরিকার কোন অঞ্চলে পশ্চিমাবায়ুর প্রভাবে সারাবছর প্রচুর বৃষ্টি হয় ?

A. উত্তর – পশ্চিম B. দক্ষিণ – পশ্চিম C. উত্তর – পূর্ব D. দক্ষিণ – পূর্ব

উ: A

26. রাত্রিবেলা পর্বতের ঢাল বেয়ে ঠাণ্ডা ঘনীভূত বাতাস বয়ে যাওয়াকে কি বলে ?

উ: ক্যাটাবেটিক বায়ু

27. পৃথিবীর আবর্তনের ফলে বায়ুর যে বিক্ষেপ হয় তাকে কি বলা হয়  ?

উ:  জিওট্রপিক বায়ু

28. নীচে উল্লিখিত কোন্‌টি ক্রান্তীয় সাইক্লোনের সঠিক উদাহরণ নয় ?

A. টাইফুন  B. পশ্চিমী ঝঞ্ঝা  C. টর্নেডো  D. হ‍্যারিকেন

উ: B

29. বায়ু প্রবাহিত হয় -,

উ: উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলে

30. ডোলড্রাম নিরক্ষরেখার দুপাশে কোন্ অঞ্চলে দেখা যায় ?

উ: 5 ° উত্তর থেকে 5 ° দক্ষিণ

31. বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাস কোন্‌টি ?

A. আর্গন B. অক্সিজেন C নাইট্রোজেন D জলীয় বাষ্প

উ: A

32. পৃথিবীর উপর বায়ুর চাপের কারণ কি ?

উ: পৃথিবীর মহাকর্ষ বল

33.মেঘ কিসের ফলে সৃষ্টি হয়  ?

উ: ঘনীভবন

34. কোন যন্ত্রের সাহায্যে মেঘের উচ্চতা, দিক এবং গতিবেঘ নির্ণয় করা হয় ?

উ: নেফোস্কোপ

35. বৃষ্টিপাতের পরিমাণ কীসের উপর নির্ভর করে ?

উ: বায়ুমণ্ডলে উপস্থিত আর্দ্রতা

আরও পড়ুন :

অর্থনৈতিক ভূগোলের প্রশ্ন উত্তর

ভারতের জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

মহাবিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ 

Leave a Comment