প্রাকৃতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর PDF | Physical Geography GK Questions

টেলিগ্ৰামে জয়েন করুন

প্রাকৃতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর PDF | Physical Geography GK Questions

প্রাকৃতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর PDF | Physical Geography GK Questions: ভারতীয় ভূগোল বিস্তৃতভাবে তিনটি শাখায় বিভক্ত যথা- প্রাকৃতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল এবং সামাজিক ভূগোল। আজকে আমাদের আলোচনা প্রাকৃতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর নিয়ে। প্রাকৃতিক ভূগোলের অধীনে বিষয় গুলি হল জলবায়ু, গাছপালা, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি। এই নিবন্ধে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রাকৃতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর গুলি প্রদান করলাম।

প্রাকৃতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর

1. উপত্যকা ধাপযুক্ত ভূমি কারেওয়া রয়েছে নিচের কোন উপত্যকায় ?

A. সপ্তকোশী উপত্যকায়
B. ঝিলাম উপত্যকা
C. অলকানন্দা উপত্যকা
D. তিস্তা উপত্যকা

উ: B

2. গঠনগতভাবে মেঘালয় কোন অঞ্চলের অংশ

A. শিবালিক পর্বতশ্রেণী
B. দাক্ষিণাত্য মালভূমি
C. গ্রেট হিমালয়
D. আরাবল্লী পর্বতশ্রেণী

উ: B

3. ভারতের উচ্চতম মালভূমি কোনটি ?

উ: লাডাক মালভূমি

4. থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে ?

উ: থ্রিয়ান

4. জেলেপ – লা গিরিপথ কোথায় অবস্থিত ?

উ: সিকিম হিমালয়

5. নদী মধ্যবর্তী প্লাবন ভূমিকে কি বলে ?

উ: ধায়া

6. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?

উ: গোদাবরী ও কৃষ্ণার মধ্যে

7.কয়াল কি ?

A. তরাই সমভূমি
B. দাক্ষিণাত্য মালভূমির রেগুর
C. গঙ্গা ব – দ্বীপ
D. কেরালার লেগুন

উ: D

8. নিম্নের কোন্ পর্বতশ্রেণি ভারতের একটিমাত্র রাজ্যে বিস্তৃত ?

A. আরাবল্লী
B. অজন্তা
C. সাতপুরা
D. সহ্যাদ্রি

উ: B

9. কোন্ দুই পর্বতশ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত ?

A. গ্রেট হিমালয় – পীরপঞ্জাল
B. কারাকোরাম – লাডাক
C. লাডাক – জাস্কর
D. গ্রেট হিমালয় – জাস্কর

উ: A

10. মধ্যপ্রদেশের উচ্চতম শৃঙ্গ ধূপগড় কোথায় অবস্থিত ?

A. মহাদেব পাহাড়
B. মহাকাল পর্বত
C. রাজপিপলা পাহাড়
D. কাইমুর পাহাড়

উ: A

11. কোন্ পর্বতশ্রেণি যমুনা ও শোন নদীর মধ্যে জলবিভাজিকা রূপে কাজ করে ?

উ: কাইমুর

12. ‘ ঘাট ’ কথার অর্থ কি ?

উ: ফাঁক / পথ

13. কোথায় মধ্যপ্রদেশের একমাত্র পাহাড়ি স্টেশন পঞ্চমারী অবস্থিত ?

উ: মহাদেব পাহাড়

14. ‘ মেঘালয় ‘ নামকরণ করেন কে ?

উ: এস পি চ্যাটার্জী

15. মিনিকয় এবং সুহেলী দ্বীপকে পৃথক করেছে কত ডিগ্রী চ্যানেল ?

উ: 9 ডিগ্ৰী চ‍্যানেল

16. সহ্যাদ্রির মতো কোন্ অঞ্চল বিখ্যাত ?

A. হিমালয়
B. সমভূমি
C.পূর্ব ঘাট
D. পশ্চিম ঘাট

উ: D

17. কোন্ রাজ্যে নিলং উপত্যকা অবস্থিত ?

উ: উত্তরাখন্ড

18. নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: দোদাবেতা

19. ‘ লে ‘ – তে কোন্ গিরিপথ আছে ?

উ: জোজিলা

20. ভারতের নবীনতম শিলা প্রক্রিয়া কোনটি ?

উ: গণ্ডোয়ানা

21. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: আনাইমুদি

22. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: সাডেল পিক

23. শতদ্রু ও কালী নদীর মাঝে হিমালয়ের অংশ কি নামে অভিহিত ?

উ: কুমায়ুন হিমালয়

24. পাটকই পাহাড় কোন্ পর্বতশ্রেণির অংশ ?

উ: পূর্বাঞ্চল

25. ভারতের উত্তরের সমভূমি কীসের দ্বারা সংগঠিত ?

উ: পলিগঠিত মৃত্তিকা

26. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: গুরুশিখর

27. কয়টি দ্বীপের সমন্বয়ে লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে ?

উ: 25টি

28. আরাবল্লী কি ধরনের পর্বতের উদাহরণ ?

উ: ক্ষয়জাত পর্বত

29. কোন্ গিরিপথটি ভারতের বাইরে অবস্থিত ?

A.খাইবার
B. বমডিলা
C. শিপকিলা
D. বড়ালাচালা

উ: A

30 . জোজিলা গিরিপথ সংযুক্ত করেছে-

A. কাশ্মীর – তিব্বত
B. নেপাল – তিব্বত
C. লে – কার্গিল
D. লে – শ্রীনগর

উ: D

31. ভারতের রাজ্যগুলির মধ্যে বনভূমির ভাগ বেশী কোন রাজ্যে ?

উ: মধ্যপ্রদেশ

32. পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মধ্যে মূল পার্থক্য কী ?

উ: অবিচ্ছিন্নতা

33. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ: ধূপগড়

34. হিমালয়ের গিরিপথ শিপকিলা অবস্থিত কোন উপত্যকায় ?

উ: শতদ্রু উপত্যকা

35. মহারাষ্ট্রের মালভূমি কী নামে পরিচিত ?

উ: ডেকান ট্র‍্যাপ

36. পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম

উ: ভাভুলমালা

37 নর্মদা ও তাপ্তি উপত্যকার মাঝে অবস্থিত কোন পর্বত ?

উ: সাতপুরা

38. মালাবার উপকূলের জলাভূমিকে বলে

উ: কয়াল

39. মণিপুরের বিখ্যাত হ্রদের নাম কি ?

উ: লোকটাক

40. হিমবাহের ওপর সমান্তরাল ও আড়াআড়ি ফাটল একসাথে অবস্থান করলে তাকে কি বলে ?

উ: ক্রেভাস

41. দোয়াব বলতে কী বোঝোয় ?

উ: দুটি উপনদীর মাঝের জমি

42. ভাঙ্গার পাঞ্জাবে পরিচিত কি নামে ?

উ: ধায়া

43. খাদার পাঞ্জাবে কি নামে পরিচিত ?

উ: বেট

44. ‘ ডুয়ার্স ‘ শব্দের অর্থ কী ?

উ: দরজা

45. ভারতের কোন রাজ‍্যে বছরে দুবার বর্ষাকাল ?

উ: তামিলনাড়ু

46. গাঙ্গেয় সমভূমিতে নতুন পল্লী সঞ্চিত হলে তাকে কি বলা হয় ?

উ: খাদর

47. পশ্চিমবঙ্গে বৈশাখ মাসে যে ঝড় হয় তাকে কি বলে ?

উ: কালবৈশাখী

48. ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?

উ: K2

49. বুম লা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত ?

উ: অরুণাচল প্রদেশ

50. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উ: অন্ধ্রপ্রদেশ

আরও পড়ুন : 

অর্থনৈতিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

বায়ুমন্ডলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ভারতের জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

মহাবিশ্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

PDF DOWNLOAD ZONE

File Name : প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন উত্তর
Language : বাংলা
Size: 83 KB
Clik Here To Download

1 thought on “প্রাকৃতিক ভূগোলের MCQ প্রশ্ন উত্তর PDF | Physical Geography GK Questions”

Leave a Comment