পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর : এখানে পৃথিবীর জলভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করখ হল। সুতরাং আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর গুলি।

পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

1. আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে কোন রেখা গিয়েছে ?

উ: নিরক্ষরেখা

2. ইউ কে এর উপকূলে কোন ব্যাংক অবস্থিত ?

উ: ডগার ব‍্যাঙ্ক

3. মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত ?

উ: পশ্চিম প্রশান্ত মহাসাগরে

4. সর্বাধিক বেশি পরিমাণে মিষ্টি জল পাওয়া যায় কোথায় ?

উ: মেরু বরফ ও হিমবাহ

5. মালাক্কা প্রণালী দ্বারা কোন দুটি দেশ পৃথক হয়েছে ?

উ: মালয় উপদ্বীপ এবং সুমাত্রা ইন্দোনেশিয়া দ্বীপ

6. অন্তর্বাহিনী জলভাগে লবনের পরিমাণ শতকরা কত পরিমাণ এর চেয়ে কম ?

উ: 5

7. উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে স্রোত শূন্য শৈবাল সমৃদ্ধ আবর্ত  কি নামে পরিচিত ?

উ: শৈবাল সাগর

8. সুয়েজ ক্যানেল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ?

উ: লোহিত সাগর এবং ভূমধ্যসাগর

9. সমুদ্রস্রোতের গতি বিক্ষেপের কারণ  কি ?

উ: সমুদ্রবক্ষে শৈলশিরার অবস্থান

10. কবে পানামা খাল তৈরি হয়েছিল ?

উ: 1914

11. কোন নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে ?

উ: কঙ্গো

12. কোন আন্তর্জাতিক জলপথ লক পদ্ধতি দ্বারা পরিচালিত হয় ?

উ: পানামা খাল

13. কোন সাগরের উপকূলরেখা নেই ?

উ: সারগাসো

14. ভঙ্গিল সঞ্চিত শিলার জলনিকাশ ব্যবস্থা কি নামে পরিচিত ?

উ: টেবিল

15. কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া আলাদা হয়েছে ?

উ: বাস প্রণালী

16. বাতাসে শতকরা আদ্রতাকে কি বলা হয় ?

উ: আপেক্ষিক

17. পৃথিবীর বেশিরভাগ জলভাগ কোথায় সঞ্চিত থাকে ?

উ: ভূগর্ভস্থ জলে

18. প্রশান্ত মহাসাগরের পারাবার পথ কাকে বলা হয় ?

উ: হাওয়াই

19. ইরিও আন্টারিও হ্রদের মাঝে কোন জলপ্রপাত রয়েছে ?

উ: নায়াগ্ৰা

20. সুপিরিয়র ও হুরণ হ্রদের মাঝে রয়েছে-

উ: সেন্ট মেরি

21. নীলনদ অববাহিকার বৃহত্তম হ্রদ কোনটি ?

উ: ভিক্টোরিয়া

22. প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার কোন খালকে বলা হয় ?

উ: পানামা

23. সেসেলস দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ?

উ: ভারত মহাসাগর

আরও পড়ুন : 

মহাবিশ্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অর্থনৈতিক ভূগোলের প্রশ্ন উত্তর

ভারতের জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

পৃথিবীর বিভিন্ন দেশের সর্বোচ্চ শৃঙ্গ

1 thought on “পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর”

Leave a Comment