ভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর PDF | Rivers Of India MCQ Questions Answers

টেলিগ্ৰামে জয়েন করুন

 

ভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর PDF | Rivers Of India MCQ Questions Answersভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর PDF – Rivers Of India MCQ Questions Answers : ভারতের নদনদী, জলাভূমি, হ্রদ বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে। সেই উদ্দেশ্য আমরা ভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর গুলি প্রদান করলাম। এই সমস্ত ভারতীয় নদ নদী MCQ প্রশ্ন উত্তর গুলি অনুশীলনের মাধ‍্যমে পরীক্ষায় ভালো স্কোর করতে পারবেন। নিচে ভারতের নদ নদী প্রশ্ন উত্তর PDF টি প্রদান করা হল।

ভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক ভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর গুলি। 

ভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর

1. কোন্ নদীটি ভারত থেকে পাকিস্তান প্রবাহিত হয়েছে ?

A. শতদ্রু
B. বেতোয়া
C. ঘাঘরা
D. তাপি

উ: শতদ্রু

2. কোন্ নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে ?

A.কোশী
B. ঝিলাম
C. চেনাব
D. রাভি

উ: কোশী

3.. বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী ?

A. ব্ৰহ্মপুত্ৰ
B. সিন্ধু
C. পদ্মা
D. কোশী

উ: পদ্মা

4. ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?

A. নর্মদা
B. ব্রহ্মপুত্র
C. কৃষ্ণা
D. গোদাবরী

উ: গোদাবরী

5. দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি ?

A. কাবেরী
B. গোদাবরী
C. নর্মদা
D. কৃষ্ণা

উ: কৃষ্ণা

6. নিচের কোনটিয়এশিয়ার বৃহত্তম লেণ্ডন ?

A. কোল্পেরু
B. ভেম্বনাদ
C. চিল্কা
D. পুলিকট

উ: চিল্কা

7. কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?

A. মহাবালেশ্বর পর্বত
B. ত্রিম্বক উচ্চভূমি
C. পশ্চিমঘাট পর্বতের ব্রক্ষ্ণগিরির কাছে তালাকাবেরী
D. হিমালয় পর্বত

উ: পশ্চিমঘাট পর্বতের ব্রক্ষ্ণগিরির কাছে তালাকাবেরী

8. ভারতের কোন্ রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত ?

A. সিকিম
B. মণিপুর
C. হিমাচল প্রদেশ
D. মেঘালয়

উ: মণিপুর

9. সিন্ধু নদীর উৎস কোথা থেকে ?

A. হিমালয়
B. মানস সরোবর
C. বিন্ধ‍্যা পর্বত
C. ত্রিম্বক উচ্চভূমি

উ: মানস সরোবর

10. নদীর মোহনায় কোন্ বন্দর অবস্থিত ?

A. কান্দালা
B. কলকাতা
C. মর্মাগাও
D. তুতিকোরিন

উ: মর্মাগাও

11. নিচের কোন্‌টি গঙ্গার উপনদী নয় ?

A. শোন
B. তিস্তা
C. মহানন্দা
D. সারদা

উ: তিস্তা

12. ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল কোথায় ?

A. কৈলাস পর্বত
B. হিমালয় পর্বত
C. মানস সরোবর
D. সাতপুরা

উ: কৈলাস পর্বত

13. উৎপত্তিস্থলে গঙ্গানদী কি নামে পরিচিত ?

A. অলকানন্দা
B. মন্দাকিনী
C. গঙ্গা
D. ভাগীরথী

উ: ভাগীরথী

14. লুনি নদীর উৎপত্তিস্থল কোথায় ?

A. কৈলাস পর্বত
B. হিমালয় পর্বত
C. রাজস্থানের আনাসাগর হ্রদ
D. সাতপুরা পর্বত

উ: রাজস্থানের আনাসাগর হ্রদ

15.গঙ্গার প্রধান উপনদীর নাম কি ?

A.শোন
B. ঘর্ঘরা
C. গোমতী
D. যমুনা

উ: যমুনা

16. কোথা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে ?

A. গ্রেট হিমালয়
B. তাল হ্রদ
C. গঙ্গোত্রী হিমবাহ
D. মানস সরোবর

উ: গঙ্গোত্রী হিমবাহ

17. সুবর্ণরেখা নদী উৎপত্তিস্থল কোথায় ?

A. ছোটনাগপুর মালভূমি
B. হিমালয়
C. রাজমহল পাহাড়
D. তাল হ্রদ

উ: ছোটনাগপুর মালভূমি

18. নর্মদা নদী জব্বলপুরের কাছে কোন জলপ্রপাত সৃষ্টি করেছে ?

A. ধুয়াধার
B. যোগ
C. কপিলধারা
D. শিবসমুদ্রম

উ: ধুয়াধার

19. কোন্ দুই নদীর ব – দ্বীপের মধ্যে ‘ চিল্কা হ্রদ অঞ্চল ’ অবস্থিত ?

A. মহানদী – গোদাবরী
B. গঙ্গা – মহানদী
C. গোদাবরী – কৃষ্ণা
D. কৃষ্ণা – কাবেরী

উ: মহানদী – গোদাবরী

20. দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় কেন ?

A. প্রায়ই বন্যা হতো বলে
B. মৃত্তিকা ক্ষয় করার জন্য
C. বিপদজনক জলপ্রপাতের জন্য
D. কোনোটিই নয়

উ: প্রায়ই বন্যা হতো বলে

21. শায়ক কোন নদীর উপনদী ?

A. ব্রক্ষ্ণপুত্র
B. চেনাব
C. সিন্ধু
D. শতদ্রু

উ: সিন্ধু

22. লুনি নদী কোথায় মিলেছে ?

A. কচ্ছের রণ – এ
B. আরবসাগর – এ
C. বঙ্গোপসাগরে
D. প্রশান্ত মহাসাগরের

উ: কচ্ছের রণ – এ

23. সাতপুরা ও বিন্ধ্যপর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে ?

A. সবরমতী
B. মাহী
C. তাপি
D. নর্মদা

উ: নর্মদা

24. ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কোথায় ?

A. আরবসাগরে
B. বঙ্গোপসাগরে
C. পদ্মানদীতে
D. ভারত মহাসাগরে

উ: বঙ্গোপসাগরে

25. কোন্ নদীর ওপর ‘ নাগার্জুন সাগর ’ প্রকল্প অবস্থিত ?

A. গোদাবরী
B. কাবেরী
C. কৃষ্ণা
D. ভাগীরথী

উ: কৃষ্ণা

26. রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকানন্দা ও আর কোন নদীর ওপর ?

A. মন্দাকিনী
B. ধুলিয়া গঙ্গা
C. ভাগরথী
D. মন্দাকিনী

উ: মন্দাকিনী

27. নদী , উপনদী সংক্রান্ত কোন্ জোড়টি সঠিক নয় ?

A. গোদাবরী : ইন্দ্রাবতী
B. কৃষ্ণা : ভীমা
C. গঙ্গা : পেনগঙ্গা
D. লুনি : শুকরি

উ: গঙ্গা : পেনগঙ্গা

28. গঙ্গানদীর মোট দৈর্ঘ্য কত কিমি ?

A. 2,510 কিমি
B. 3,510 কিমি
C. 2620 কিমি
D. 1880 কিমি

উ: 2510 কিমি

29. সিন্ধুনদের মোট দৈর্ঘ্য কত কিমি ?

A. 3880 কিমি
B. 880 কিমি
C. 2880 কিমি
D. 1880 কিমি

উ: 2880 কিমি

30. কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায় ?

A. অমরকণ্টক
B. মুলতাই পাহাড়
C. পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর
D. ব্রক্ষ্ণগিরি পর্বত

উ: পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর

31. তিস্তা নদী কোন্ নদী থেকে উৎপন্ন হয়েছে ?

A. গঙ্গা
B. কৃষ্ণা
C. গোদাবরী
D. ব্রহ্মপুত্র

উ: ব্রক্ষ্ণপুত্র

32. গঙ্গানদী বাংলাদেশে কী নামে পরিচিত ?

A. পদ্মা
B. ভাগীরথী
C. রূপনারায়ণ
D. নুবরা

উ: পদ্মা

33. কোনটি লাডাক অঞ্চলের একটি লবণাক্ত হ্রদ ?

A. সম্বর
B. প‍্যাংগং
C. পুষ্কর
D. পাচভদ্র

উ: প‍্যাংগং

34. নিম্নোক্ত কোন্ নদীটি পশ্চিমদিকে প্রবাহিত হয়েছে ?

A. মহানদী
B. গোদাবরী
C. তাপ্তি
D. কাবেরী

উ: তাপ্তি

35. কোন্ নদী ‘ বৃদ্ধ গঙ্গা ‘ নামে পরিচিত ?

A. গোদাবরী
B. কৃষ্ণা
C. কাবেরী
D. মহানদী

উ: গোদাবরী

36. মহানদীটির কোন রাজ্যে উৎপত্তি হয়েছে ?

A. ছত্তিশগড়
B. উত্তরপ্রদেশ
C. মধ‍্যপ্রদেশ
D. ছত্রিশগড়

উ: ছত্রিশগড়

37. তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ?

A. অমরকণ্টক
B. মুলতাই পাহাড়
C. আরাবল্লী পর্বত
D. বিন্ধ‍্যা পর্বত

উ: মুলতাই পাহাড়

38. পূর্ব ধৌলিগঙ্গা কার উপনদী ?

A. অলকানন্দা
B. গোমতী
C. কালী
D. শারদা

উ: কালী

39. তাপ্তি নদী কোথায় মিলিত স্থান কোথায় ?

A. খাম্বাত উপসাগর
B. বঙ্গোপসাগর
C. আরবসাগর
D. কচ্ছের রণ

উ: খাম্বাত উপসাগর

40. কোন নদীর ওপর ভাকরা – নাঙ্গাল বাঁধ রয়েছে ?

A. ইরাবতী
B. ঝিলাম
C. শতদ্রু
D. গঙ্গা

উ: শতদ্রু

41. কোন্ নদীর উপর হীরাকুঁদ পরিকল্পনা করা হয়েছে ?

A. শতদ্রু
B. বিপাশা
C. মহানদী
D. চন্দ্রভাগা

উ: মহানদী

42. দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি ?

A. কৃষ্ণা
B. গোদাবরী
C. নর্মদা
D. মহানদী

উ: গোদাবরী

43. পোল্লাভরম পরিকল্পনা কোন নদীর সাথে যুক্ত ?

A. কাবেরী
B. পেন্নার
C. কৃষ্ণা
D. গোদাবরী

উ: গোদাবরী

44. ফারাক্কা বাঁধ পরিকল্পনা নেওয়ার কারণ কী ?

A. পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
B. হুগলি নদীতে জল সরবরাহ
C. পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সরবরাহ
D. বিহার জলপরিবহণের জন্য

উ: হুগলি নদীতে জল সরবরাহ

45. ‘ পঞ্চনদের দেশ ‘ কাকে বলে ?

A. উত্তরপ্রদেশ
B. হরিয়ানা
C. পাঞ্জাব
D. জম্মু ও কাশ্মীর

উ: পাঞ্জাবকে

46. যমুনা কোন্ হিমালয় থেকে উৎপন্ন হয়েছে ?

A. গ্রেট হিমালয়
B. মধ্য হিমালয়
C নিম্ন হিমালয়
D. কুমায়ুন

উ: কুমায়ুন

47. নীচের কোনটি দক্ষিণ ভারতের একটি পূর্ববাহিনী নদী ?

A. নর্মদা
B. মহানদী
C. তাপ্তি
D. লুনি

উ: মহানদী

48. রাজস্থানের কোন্ শহরের কাছে সম্বর হ্রদ অবস্থিত ? 

A. ভরতপুর
B. যোধপুর
C. জয়পুর
D. উদয়পুর

উ: জয়পুর

49. নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি পশ্চিমবাহিনী নদী ?

A. কাবেরী
B. গোদাবরী
C. নর্মদা
D. কৃষ্ণা

উ: নর্মদা

50. কোন্ নদী গ্রস্ত উপত্যকার সৃষ্টি করেছে ?

A. দামোদর
B. মহানদী
C. শোন
D. যমুনা

উ: দামোদর

আরও পড়ুন : 

ভারতের জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতের বিভিন্ন রাজ‍্যের জাতীয় পশু তালিকা

ভারতের কৃষিকাজ এবং পশুপালনের প্রশ্ন উত্তর 

PDF DOWNLOAD ZONE

File Name : ভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর
Language : বাংলা
Size: 85 KB
Clik Here To Download

2 thoughts on “ভারতের নদনদী MCQ প্রশ্ন উত্তর PDF | Rivers Of India MCQ Questions Answers”

Leave a Comment