ভারতের অরণ্য MCQ প্রশ্ন উত্তর | Forests of India MCQ Questions Answers Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের অরণ্য MCQ প্রশ্ন উত্তর | Forests of India MCQ Questions Answers Bengali

ভারতের অরণ্য MCQ প্রশ্ন উত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে করলাম, ভারতের অরণ‍্যের গুরুত্বপূর্ণ কিছু mcq প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক ভারতের অরণ্যের প্রশ্ন উত্তর গুলি।

ভারতের অরণ্য MCQ প্রশ্ন উত্তর :

1. জাতীয় বন নীতি অনুসারে দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন ?

A. 23 %
B. 25 %
C. 33 %
D. 40 %

উত্তর : C

2.Forest Survey of India ( 2021 ) দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মোট আয়তনের কত শতাংশ ভারতের বনভূমি রয়েছে ?
A. 21 %
B. 21.71 %
C. 21.54 %
D. 22 %

উত্তর : B

3. ভারতের কোথায় Forest Research Institute অবস্থিত ?

A. নতুন দিল্লি
B. নাগপুর
C. দেরাদুন
D. ভোপাল

উত্তর : C

4. আয়তনের হিসাবে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবথেকে বেশি ?

A. মধ্যপ্রদেশ
B. ছত্রিশগড়
C. অরুণাচল প্রদেশ
D. উড়িষ্যা

উত্তর : প্রথম- মধ্যপ্রদেশ , দ্বিতীয়- অরুণাচল প্রদেশ , তৃতীয় ছত্রিশগড় , চতুর্থ- উড়িষ্যা , সঞ্চম- মহারাষ্ট্র

5. শতকরার হিসাবে ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবথেকে বেশি ?

A. মধ্যপ্রদেশ
B. অরুণাচল প্রদেশ
C. মিজোরাম
D. উড়িষ্যা

উত্তর : প্রথম –মিজোরাম ( 84.53 % ) , দ্বিতীয় অরুণাচল প্রদেশ ( 79.33 % ) তৃতীয়- মেঘালয় চতুর্থ – মনিপুর , পঞ্চম- নাগাল্যান্ড।

6. Forest survey of India দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যে বিগত দু বছরে অরণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ?

A. তেলেঙ্গানা
B. মিজোরাম
C. অরুণাচল প্রদেশ
D. অন্ধ্রপ্রদেশ

উত্তর : D

7. কেন্দ্র সরকার দ্বারা জাতীয় নতুন বন নীতি কত সালে চালু করা হয় ?

A. 1970 সালে
B. 1980 সালে
C. 1988 সালে
D. 1991 সালে

উত্তর : C

* *1952 সালে প্রথম জাতীয় বন নীতি গ্রহণ করা হয়।

8. ভারতে বৃক্ষরোপণ উৎসব যেটা বনমহোৎসব নামে পরিচিত এর জন্মদাতা কে ?

A. মহাত্মা গান্ধী
C. জহরলাল নেহেরু
C. বিনোবা ভাবে
D. কে . এম . মুন্সি

উত্তর : D

9. নিম্নলিখিত কোন রাজ্যে সেগুন গাছের বনভূমি দেখতে পাওয়া যায় ?

A. মধ্যপ্রদেশ
C. ঝাড়খন্ড
C. উত্তর প্রদেশ
D. কর্ণাটক

উত্তর : A

11. ভারতের কোন রাজ্যে অধিক ঘনত্ব বন সর্বাধিক দেখা যায় ?

A. অরুণাচল প্রদেশ
B. মধ্যপ্রদেশ
D. উড়িষ্যা
C. মহারাষ্ট্র

উত্তর : A

12. ভারতের সর্বাধিক কোন প্রকারের বনভূমি দেখতে পাওয়া যায় ?

A. পর্বতিয়া বনভূমি
B. ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি
C. ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
D. ম্যানগ্রোভ বনভূমি

উত্তর : B

13. ভারতের কোন রাজ্যে ম্যানগ্রোভ বনভূমি সবথেকে বেশি দেখতে পাওয়া যায় ?

A. পশ্চিমবঙ্গ
B. অন্ধপ্রদেশ
C. গোয়া
D. উড়িষ্যা

উত্তর : A

14. ভারতের কোন রাজ্যে চন্দনকাঠ সবথেকে বেশি পাওয়া যায় ?

A. মধ্যপ্রদেশ
B. কৰ্ণাটক
C. উত্তর প্রদেশ
D. মহারাষ্ট্র

উত্তর : B

15. গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলে কোন ধরনের বৃক্ষের আধিক্যের জন্য একে সুন্দরবন বলা হয়

A. চন্দন
B. শাল গাছ
C. সুন্দরী
D. কোনোটিই নয়

উত্তর : C

17. ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবথেকে কম ?

A. রাজস্থান
B. পাঞ্জাব
C. হরিয়ানা
D. গুজরাট

উত্তর : C

18. শাল হল একটি

A. পর্ণমোচী বৃক্ষ
B. জেরোফাইট
C. চিরহরিৎ বৃক্ষ
D. মোচাকৃতি বৃক্ষ

উত্তর : A

18. নিম্নের কোন পর্বতের দুই বিপরীত ঢালে ভিন্ন ভিন্ন গাছপালা দেখতে পাওয়া যায় ?

A. আরাবল্লী
B. পশ্চিমঘাট
C. বিন্ধ্য
D. পূর্বঘাট

উত্তর : B

20. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?

A. উত্তরাখান্ড
B. মহারাষ্ট্র
C. কেরল
D. ওড়িশা

উত্তর : C

19. নিম্নের কোনটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য ?

A. পিচাভারম
B. কৃষ্ণার বদ্বীপ
C. সুন্দরবন
D. মহানদী বদ্বীপ

উত্তর : C

20. নীলগিরি পার্বত্য অঞ্চলে কোন গাছটি বেশি দেখা যায় ?

A. শাল
B. সেগুন
C. ওক
D. ইউক্যালিপটাস

উত্তর : D

ভারতের অরণ্য MCQ প্রশ্ন উত্তর গুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবেন।

আরও পড়ুন :

ভারতের নদনদীর প্রশ্ন উত্তর 

ভারতের জলবায়ুর প্রশ্ন উত্তর

ভারতের কৃষিকাজ ও পশুপালনের প্রশ্ন উত্তর

1 thought on “ভারতের অরণ্য MCQ প্রশ্ন উত্তর | Forests of India MCQ Questions Answers Bengali”

Leave a Comment