ভারতের গুরুত্বপূর্ণ সেচখাল | important irrigation canals of india

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের গুরুত্বপূর্ণ সেচখাল | important irrigation canals of india

ভারতের গুরুত্বপূর্ণ সেচখাল : খাল হল একটি কৃত্রিম জলপথ। এই খাল গুলি সাহায্যে বিভিন্ন জলজ যানবাহন চলাচল এবং সেচ ব‍্যবস্থা করা হয়। আজকে আমরা ভারতের উল্লেখযোগ্য সেচখাল  গুলি নিয়ে আলোচনা করবো। চলুন দেখে না যাক ভারতের বিভিন্ন সেচখাল গুলি।

ভারতের গুরুত্বপূর্ণ সেচখাল :

1. উত্তরপ্রদেশ : পূর্ব যমুনা খাল , সারদা খাল , আগ্রাখাল , রামগঙ্গা সেচখাল , বেতোয়া খাল , ধাসান খাল , কান খাল , উচ্চ গঙ্গা ও নিম্ন গঙ্গা খাল প্রভৃতি।

1. পাঞ্জাব ও হরিয়ানা : পশ্চিম যমুনা খাল , সিরহিন্দ খাল , উচ্চবারি দোয়াব খাল , পূর্ব গ্রেখাল , ভাকরা খাল।

3. রাজস্থান : বিকানীর সেচখাল , ওট্ট খাল , গঙ্গানগর খাল , ইন্দিরা গান্ধি খাল– ( 682 কিমি . ভারতের দীর্ঘতম খাল ) , চম্বল খাল।

4. বিহার : চৌসা খাল , বক্সার খাল , আরা খাল , পাটনা খাল প্রভৃতি।

5. পশ্চিমবঙ্গ : দুর্গাপুর খাল , দামোদর খাল , ইডেন খাল , বক্রেশ্বর খাল , মেদিনীপুর খাল -520 কিমি . ( পশ্চিমবঙ্গের দীর্ঘতম )।

6. অন্ধ্রপ্রদেশ : পেনার খাল , এলোর খাল , উচ্চ ও নিম্ন তুঙ্গভদ্রা খাল।

7. মহারাষ্ট্র : মুখা খাল , প্রবর খাল , নারী খাল , গোদাবরী , পূর্ণা , গির্ণা -খাল।

8. তামিলনাড়ু : বাকিংহাম খাল , মেত্তুর খাল , কাতালাই খাল , মণিমুখর খাল।

আরও পড়ুন :

জল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতের নদনদীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1 thought on “ভারতের গুরুত্বপূর্ণ সেচখাল | important irrigation canals of india”

Leave a Comment