ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথের নাম ও অবস্থান | Important pass in india

টেলিগ্ৰামে জয়েন করুন

 ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথের নাম ও অবস্থান | Important pass in india

 

ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথের নাম ও অবস্থান | Important pass in india

 

সুপ্রীয় বন্ধুরা , ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথের নাম ও অবস্থান | Important pass in india এই ট্রপিক থেকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে প্রায়শই । তোমরা অবশ্যই এই ট্রপিকটি ভলো করে দেখে নাও তাহলে খুবই উপকৃত হবে । এখানে important passes in jammu and kashmir এর গিরিপথ গুলি রয়েছে ।

ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথের নাম ও অবস্থান :

1.নাথুলা পাস

অবস্থান : নাথুলা গিরিপথ টি সিকিম রাজ‍্যে অবস্থিত ।

সংযোগ : ভারত ও চীন সীমান্তের মধ‍্যে অবস্থিত । ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থলসীমান্ত পথ । ভারত ও চীনের এই স্থলপথ টি 14425 ফুট উঁচুতে অবস্থিত ।

2.জোজি লা পাস

অবস্থান : জোজি লা গিরিপথটি সিকিম রাজ‍্যে অবস্থিত
সংযোগ :  জোজিলা গিরিপথ শ্রীনগর ও লে এর  সংযোগস্থলে অবস্থিত । জোজিলা গিরিপথটি হিমাচল প্রদেশের উচ্চতম গিরিপথ । ভারত তথা পৃথিবীর দীর্ঘতম ট‍্যানেল অটল ট‍্যানেল এই পাস বরাবর অবস্থিত ।

3.রোটাং পাস

অবস্থান : রোটং ট‍্যানেল টি হিমাচল প্রদেশে অবস্থিত ।
সংযোগ :  কুলু ও স্পীতি উপত্যাকার মধ‍্যে অবস্থিত ।
এটি 10171 ফুট উচ্চতায় অবস্থিত ।

4.পীরপাঞ্জাল পাস

অবস্থান : পীরপাঞ্জাল ট‍্যানেল টি জম্মু ও কাস্মীরে অবস্থিত ।
সংযোগ : পীরপাঞ্জাল ট‍্যানেলটি জম্মু ও শ্রীনগরের মধ‍্যে অবস্থিত । এটি পৃথিবীর উচ্চতম মোটরগাড়ি চলাচল  টানেল ।

5.দুংরি বা মানা পাস

অবস্থান : মানা পাস  উত্তরাখণ্ড ও তিব্বত সীমান্তে অবস্থিত ।
সংযোগ : এটি দেরাদুন ও তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে । যানবাহন চলাচলের ক্ষেত্রে মানা পাস হল  পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ ।

6.বানিহাল পাস

অবস্থান : বানিহাল গিরিপথটি জম্মু ও কাশ্মীরের,ডোডা ও অন্তনাগ জেলার মধ্যে অবস্থিত ।
সংযোগ : বানিহাল গিরিপথটি  জম্মু ও শ্রীনগর এর মধ্যে সংযোগ স্থাপন করেছে । হিমাচল প্রদেশের এটি উচ্চতম গিরিপথ । বানিহাল পাসে অবস্থিত  জওহর ট‍্যানেল হল এশিয়ার দীর্ঘতম ট‍্যানেল ।

7. কাকাকোরাম

অবস্থান : কাকাকোরাম গিরিপথটি জম্মু ও কাশ্মীর অবস্থিত ।
সংযোগ :  কাকাকোরাম গিরিপথটি ভারত ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করেছে ।

8. খারদুংলা পাস

অবস্থান : খারদুংলা গিরিপথটি জম্মু ও কাস্মীরে অবস্থিত ।
সংযোগ : কাশ্মীর লাদাখ অঞ্চলে 18380 ফুট উচ্চতায়
অবস্থিত, এই লে ও  সিয়াচেন হিমবাহ এর মধ্যে সংযোগ স্থাপন করেছে । খারদুংলা গিরিপথটি ভারতের উচ্চতম গিরিপথ ।

9. থলঘাট পাস

অবস্থান : থলঘাট গিরিপথটি  মহারাষ্ট্রে অবস্থিত ।
সংযোগ : মুম্বাই ও নাসিক মধ্যে সংযোগ স্থাপন করেছে ।

10. পালঘাট পাস

অবস্থান : পালঘাট গিরিপথটি কেরালা রাজ্যে অবস্থিত ।
সংযোগ : এটি তামিলনাড়ু ও কেরালার মধ্যে সংযোগ স্থাপন করেছে ।

11. ভোরঘাট পাস

অবস্থান : ভোরঘাট গিরিপথটি মহারাষ্ট্রে অবস্থিত ।
 
সংযোগ : এটি মুম্বাই ও পুনের মধ‍্যে সংযোগ স্থাপন করেছে ।

12.জেলেপ লা

অবস্থান : জেলেপ লা গিরিপথটি সিকিম রাজ‍্যে অবস্থিত
 
সংযোগ  :  কালিম্পং ( পশ্চিমবঙ্গ ) ও লাসা ( তিব্বত )

13. খাইবার পাস

অবস্থান : এটি স্পিন ঘর পর্বতের উত্তর পূর্বাংশকে ছেদ করে আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্ত করেছে । ভারতের দীর্ঘতম গিরিপথ হল খাইবার গিরিপথ ।

14. তাংলাং লা পাস

অবস্থান : 17480 ফুট উচ্চতায় এটি লে ও মানালির মধ্যে অবস্থিত । তাংলাং লা এটি ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ ।

Leave a Comment