ভারতের কৃষিকাজ এবং পশুপালনের MCQ প্রশ্ন উত্তর PDF | Agriculture And Animal Husbandry in india

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের কৃষিকাজ এবং পশুপালনের MCQ প্রশ্ন উত্তর PDFভারতের কৃষিকাজ এবং পশুপালনের MCQ প্রশ্ন উত্তর PDF | Agriculture And Animal Husbandry in india : এই পর্বটিতে আলোচনা করা হল ভারতের কৃষিকাজ এবং পশুপালনের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। চলুন দেখে নেয়া যাক প্রশ্নোত্তর গুলি।

ভারতের কৃষিকাজ এবং পশুপালনের MCQ প্রশ্ন উত্তর

1. ভারতের পাট গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উ: ব্যারাকপুর

2. মিশ্র চাষ বলতে কি বোঝায় ?

A. একই সময়ে দুটি শস্যের চাষ
B. প্রতি একবছর অন্তর একই ফসলের চাষ
C. বিভিন্ন ফসল উৎপাদন
D. সার ও কীটনাশকের একসঙ্গে প্রয়োগ

উ: A

3. কেরালার উপকূলের নীচু জমিতে দুবার ধানচাষ হয় কিসের জন‍্য ?

উ: সারাবছর জলসেচ ব্যবস্থা জন‍্য

4. ভারতের কোন অঞ্চলে বছরে তিনবার ধানচাষ হয় ?

উ: ব্রহ্মপুত্র উপত্যকা

5. কোন্ পোকা তুলো গাছকে নষ্ট করে দেয় ?

উ: বল উইভিল

6. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?

উ: আমেদাবাদ

7. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়

উ: কোয়েম্বাটোর

8. উৎপাদনের মরশুম অনুযায়ী ভারতীয় ফসলকে কয়ভাগে ভাগ করা হয় সাধারণ ?

উ: তিন ভাগে

9. নীচের কোনটি হল বাণিজ্যিক ফসল ?

A.ধান
B.যব
C.পাট
D. গম

উ: C

10. জোয়ার , বাজরা , রাগীকে একত্রে কি বলা হয় ?

উ: মিলেট

11. ভারতে কত রকমের সিল্ক পাওয়া যায় ?

উ: 4 রকমের

12. নিচের কোনটি উৎকৃষ্ট শ্রেণীর কফি ?

A. রোবাস্টা
B. জামাইকান
C.লাইবেরিয়া
D.আরবীয়

উ: D

13. ভারতে কফি উৎপাদনে কোন রাজ্যের স্থান প্রথম ?

উ: কর্ণাটক

14. কোন্ রাজ্যে সবচেয়ে বেশী জলসেচ ব‍্যবস্থা রয়েছে ?

উ: পাঞ্জাব

15. ভারতের প্রধান খাদ্য শস্য কি ?

উ: ধান

16. কোন রাজ‍্যে টিউবওয়েলের সাহায্যে সর্বোচ্চ জলসেচ করা হয় ?

উ: উত্তরপ্রদেশ

17. পশ্চিমবঙ্গের ‘ ধানের ভাণ্ডার ’ কাকে বলা হয় ?

উ: বর্ধমান

18. ভারতের প্রধান ধান গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত ?

উ: কটক ( ওডিশা )

19. পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার কেন্দ্র আছে ? ( a

উ: চুঁচুড়া

20. সোনালি তন্তু কাকে বলা হয় ?

উ: পাট

21. গম উৎপাদনের জন্য কমপক্ষে কয়দিন তুহিনমুক্ত থাকা প্রয়োজন ?

উ: 110 দিন

22. স্থানান্তরিত চাষবাসের বৈশিষ্ট্য কোনটি –

A. আলাদাভাবে চারাগাছ তৈরি
B. শিম্ব জাতীয় উদ্ভিদ চাষ
C. চাষজমির পরিবর্তন
D. আবর্তিত চাষ পদ্ধতি

উ: C

23. কোন পদ্ধতিতে মাটির উর্বরতা বাড়ানো যায় –

A. জীবন্ত কেঁচো মিশিয়ে
B. মৃত কেঁচো সরিয়ে
C. মরা কেঁচো মিশিয়ে
D. কোনোটিই নয়

উ: A

24. তুলাচাষের জন্য কমপক্ষে কয়দিন তুহিনমুক্ত থাকা দরকার ?

উ: 200 দিন

25. কোন্ মাটিতে কার্পাস চাষ ভালো হয় ?

উ: রেগুর

26. ভারতে কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত ?

উ: নাগপুর

27. ভারতের কোন দুটি রাজ্য তুলা উৎপাদনে শীর্ষে রয়েছে ?

উ: মহারাষ্ট্র – গুজরাট

28. কার্পাস চাষের জন্য কত বৃষ্টিপাত দরকার ?

উ: 50-100 সেমি

29. কোন রাজ্যে সর্বাধিক চিনি কল আছে ?

উ: মহারাষ্ট্র

30. তামাক উৎপাদনে কোন দুটি রাজ্য শীর্ষে রয়েছে ?

উ: অন্ধ্রপ্রদেশ ,গুজরাট

31. কীসের চাষ সারা ভারতে বৃহত্তম জায়গা জুড়ে হয় ?

উ: আখ

32. কোন্ রাজ্যে সর্বাধিক গোলমরিচ চাষ হয় ?

উ: কেরালা

33 . মুক্তাচাষ কোথায় গড়ে উঠেছে ?

উ: রামেশ্বরম উপকূলে

34. প্রথম কোথা থেকে ভারতে কফি বীজ আনা হয় ?

উ: আরব

35. ভারতের কোন রাজ্য সর্বাধিক চা উৎপাদন করে ?

উ: আসাম

36. কোন প্রাণীর সংকর হল মুরা ?

উ: মহিষ

37. কোথায় আলফানসো আম পাওয়া যায় ?

উ: রত্নগিরি

38. চা গবেষণা কেন্দ্র অবস্থিত ?

উ: অসমের জোড়হাট

39. স্বাদে ও সুগন্ধে কোন্ চা জগদ্বিখ্যাত ?

উ: দার্জিলিং

40. কোন্ বিজ্ঞানীর নেতৃত্বে সবুজ বিপ্লব সংঘটিত হয় ?

উ: ডক্টর বোরলগ

41. ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয় ?

উ: রিষড়া

42. কোন্ নদীর তীরে পাটশিল্পের কেন্দ্রীভবন ঘটেছে ?

উ: হুগলি

43. ভারতকে কয়টি বস্তুবয়ন শিল্প অঞ্চলে ভাগ করা হয় ?

উ: 4 টি

44. কোন্ রাজ্য সর্বাধিক প্রাকৃতিক রবার উৎপন্ন করে ?

উ: কেরালা

45. কোন ফসলগুলি রবি মরশুমে চাষ করা হয় ?

উ: গম- বার্লি-ছোলা

46. খারিফ ফসল কখন বোনা হয় ?

উ: জুন মাসে

47. চা চাষের পক্ষে কোন মাটি সবচেয়ে উপযোগী ?

উ: আম্লিক

48. পাট উৎপাদনের জন্য বাতাসের আর্দ্রতা কত শতাংশ থাকা দরকার ?

উ: 90 %

49. নিজের কোনটি রবি শস্য নয় ?

A. গম
B. ভুট্টা
C.সরষে
D. ছোলা

উ: B

50. নিজের কোনটি অর্থখারী ফসল ?

A. গম
B. মিলেট
C. পাট
D. রবার

উ: D

আরও পড়ুন :

প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

পৃথিবীর জলভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

মহাবিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

PDF DOWNLOAD ZONE

File Name : ভারতের কৃষিকাজ এবং পশুপালন
Language : বাংলা
Size: 83 KB 
Clik Here To Download

Leave a Comment