সেপ্টেম্বর হত‍্যাকান্ড কি ?

টেলিগ্ৰামে জয়েন করুন

সেপ্টেম্বর হত‍্যাকান্ড

সেপ্টেম্বর হত‍্যাকান্ড কি :

অস্ট্রিয়ার সাথে ফ্রান্সের বিপ্লবী সরকারের যুদ্ধ অরম্ভ হলে ফরাসি বাহিনী শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হয়। অস্ট্রীয় বাহিনী ক্রমশ ফ্রান্সের দিকে এগিয়ে আসে এবং হুমকি দেন যে, রাজা বা তাঁর পরিবারের সদস্যদের কোনও ক্ষতি করা হলে বিপ্লবীদের কঠোর শাস্তি দেওয়া হবে। প্যারিসের বিপ্লবী জনতার কাছে এই ঘোষণা একই সঙ্গে ক্লোজ এবং আতঙ্ক তৈরি করেছিল। বিশেষ করে তাদের মধ্যে এই আশংকা দেখা দিয়েছিল যে, শহরের কারাগারে বন্দি বিপ্লব বিরোধী যাজক অভিজাত এবং অন্যান্যরা মুখি পেলে বিপ্লবীদের বিরুদ্ধাচরণ করবে বা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।

এমত অবস্থায় আতঙ্ক ও গুজবের বশবর্তী হয়ে বিপ্লবী জনতা প্যারিসের কারাগারে হামলা চালিয়ে প্রায় 1200 থেকে 1400 বন্দিকে হত্যা করে। সেপ্টেম্বর মাসের 2 থেকে 7 তারিখ পর্যন্ত এই হত্যাকাণ্ড চলেছিল। নিহতদের মধ্যে 233 জন যাজক থাকলেও অধিকাংশই ছিলেন সাধারণ অপরাধী। প্যারিস কমিউন এই হত্যাকাণ্ডকে বন্ধ করার কোনও চেষ্টাই করেনি, বরং তাদের প্রশ্রয়ে ফ্রান্সের অন্যান্য জেলখানাতেও একই ধরনের হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। এটাই ছিল সেপ্টেম্বর হত‍্যাকান্ড

তথ‍্য : Quora

সেপ্টেম্বর হত‍্যাকান্ড : রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড

জাতীয় সভার সাফল্যের মধ্যেও নানা দ্বন্দ্ব অবশ্যই বিদ্যমান ছিল। জ্যাকোবিন ৩ জিরন্ডিস্টদের মধ্যে যে অন্তর্দ্বন্দের সৃষ্টি হয়, তার প্রভাব পড়েছিল জাতীয় সভার কার্যাবলির ওপর। যেমনটি ঘটেছিল রাজা ষোড়শ লুইয়ের ভবিষ্যৎ নির্ধারণের ব্যাপারে। 1792 খ্রিস্টাব্দের 21 সেপ্টেম্বর জাতীয় কনভেনশন রাজতন্ত্রকে বাতিল করে। ফলত, 22 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দ থেকে ফরাসি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়।

রাজা ষোড়শ লুইকে সপরিবারে টেম্পল কয়েদখানায় বন্দি করে রাখা হয়েছিল। জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়র প্রস্তাব করেন, রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তিনি বলেন, রাজার বিচারের কোনো প্রয়োজন নেই। কারণ জনতা ইতোপূর্বে তাঁর বিচার সাঙ্গ করেছেন। সুতরাং, কনভেনশনের দায়িত্ব শুধুমাত্র তার মৃত্যুদণ্ড কার্যকারী করা।

1792 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর রাজাকে জাতীয় সভায় উপস্থিত করা হয়। তার পূর্বতন অফিসার আইন ম‍্যাকোলবার্স তাঁর পক্ষে সওয়াল করেছিলেন। জ্যাকোবিনের বিরুদ্ধপন্থীরা রাজাকে মৃত্যুদণ্ড দিতে চাননি। জিরন্ডিস্টগণ তাঁর বিচার করতেই রাজি ছিলেন না, মৃত্যুদণ্ড তো নাই। তারা রাজার ভবিষ্যৎ নিয়ে কনভেনশনের সিদ্ধান্তের ওপর ভোট নিতে চেয়েছিলেন। এই বস্তুবাকে জ্যাকোবিনরা ‘প্রতিবিপ্লবী‘ আখ্যা দিয়েছিলেন।

অনেক মধ্যপন্থী, এমনকি দাতো (Danton) -ও বলেছিলেন, রাজার প্রাণহানি হলে ইউরোপের সমস্ত রাজারা মিলিত হয়ে ফ্রান্সের ওপর প্রতিশোধ নিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত রাজাকে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষেই জাতীয় সভায় সংখ্যাধিক্যের ভোট পড়েছিল। 387 যান মৃত্যুদণ্ডের পক্ষে ভোট দেন, 344 জন বিপক্ষে। ফলত, 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে পাঠিয়ে তাঁর প্রাণদণ্ড কার্যকারী করা হয়।এবং সেপ্টেম্বর হত‍্যাকান্ড এর সমাপ্ত ঘটে।

আরও পড়ুন :

প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি আলোচনা করো ?

গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

1. সেপ্টেম্বর হত‍্যাকান্ড কবে হয়েছিল ?

উ: 1792 খ্রিঃ

2. সেপ্টেম্বর হত‍্যাকান্ডের নায়ক কে ছিল ?

উ: জাঁপল ম‍্যারাট

Leave a Comment