কোষগহ্বর কাকে বলে ? কোষগহ্বরের অবস্থান, গঠন ও কাজ

টেলিগ্ৰামে জয়েন করুন

কোষগহ্বর কাকে বলে ? কোষগহ্বরের অবস্থান, গঠন ও কাজ

কোষগহ্বর কাকে বলে : সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোষগহ্বর কাকে বলে ? কোষগহ্বরের অবস্থান গঠন এবং কাজ সম্পর্কে। তাহলে চলুন দেখে দেয়া যাক।

কোষগহ্বর কাকে বলে :

জীবকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থিত , পর্দাবৃত কোষরসপূর্ণ বা ফাঁকা গহ্বরগুলিকে কোষগহ্বর বা ভ্যাকুওল বলে।

কোষগহ্বরের অবস্থান :

কোষের সাইটোপ্লাজমে ক্ষুদ্র আকারের কোষগহ্বরগুলি ছড়ানো থাকে। পরিণত উদ্ভিদকোষে ওই কোষগহ্বরগুলি একত্রিত হয়ে একটি বৃহৎ কোশষগহ্বরে পরিণত হয়। প্রাণীকোষে ভ্যাকুওল বা কোষগহ্বরগুলি আকারে ছোটো ও সংখ্যায় অনেক হয়।

কোষগহ্বরের গঠন :

1. কোষগহ্বর বা ভ্যাকুওল দেখতে ছোটো বা বড়ো গহ্বরের মতো হয়।

2. ভ্যাকুওল টোনোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমীয় পর্দা দ্বারা ঢাকা থাকে।

3. গহ্বরের মধ্যে কোষরস বা সেল স্যাপ থাকে । কোশরসে খনিজ , দ্রবীভূত রঙ্গক , জৈব অ্যাসিড , O2 ও CO2 গ্যাস , শর্করা থাকে । রঙ্গকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বেগুনি বর্ণের অ্যান্থোসায়ানিন এবং হলুদ বর্ণের অ্যান্থোজ্যানথিন।

4. পরিণত উদ্ভিদকোষের ক্ষেত্রে কেন্দ্রীয় ভ্যাকুওল গঠিত হয় । এর ফলে সাইটোপ্লাজমসহ নিউক্লিয়াসটি কোষের পরিধির দিকে চলে যায় । কোষের পরিধি বরাবর সাইটোপ্লাজমের এইপ্রকার বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিল বলা হয়।

কোষগহ্বরের কাজ :

কোষগহ্বরের কাজ গুলি হল-

1. কোশ মধ্যস্থ সাইটোপ্লাজমের চাপের সমতা বজায় রাখতে সহায়তা করে।

2. উদ্ভিদকোশে রসস্ফীতি চাপ সৃষ্টি করে উদ্ভিদটিকে সোজা হয়ে দাঁড়াতে সহায়তা করে।

3. সংকোচনশীল গহ্বর রেচন পদার্থ অপসারণে সহায়তা করে । খাদ্যগহবরে খাদ্য সঞ্চিত থাকে।

4. উদ্ভিদকোশের ভ্যাকুণ্ডলের অভ্যন্তরে বর্তমান অ্যান্থোসায়ানিন , অ্যান্থ্রোজ্যানথিন ইত্যাদি রঙ্গক ফুলের পাপড়ির বর্ণ নির্ধারণ করে।

আরও পড়ুন : 

গলগি বডি কাকে বলে ? অবস্থান ,গঠন ও কাজ 

ক্লোরোপ্লাস্ট কাকে বলে ? অবস্থান, গঠন ও কাজ 

প্লাস্টিড কাকে বলে ? অবস্থান, গঠন ও কাজ 

2 thoughts on “কোষগহ্বর কাকে বলে ? কোষগহ্বরের অবস্থান, গঠন ও কাজ”

Leave a Comment