সেন বংশের- ইতিহাস সম্পর্কে Mcq প্রশ্ন ও উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

সেন বংশের সময়কাল 1097-1225 খ্রী:

তথ‍্য: weekipedia

সেন বংশ বাংলায় একাদশ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত তাদের শাসনকার্য চালিয়েছিল । একাদশ শতকের শেষের দিকে পালদের প্রতিস্থাপনকারী রাজ বংশের উত্থান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ।

সেন বংশের প্রতিষ্ঠিত

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে সেন শাসকরা বসবাস করত। বিজয় সেনের সভাপতি উমাপতি ধরের ,দেওপাড়া শিলালিপি, অনুসরণে অনুমান করা হয় সামন্ত সেন ছিল সেন বংশের প্রতিষ্ঠাতা । কিন্তু এই সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ।

সেন বংশের- ইতিহাস সম্পর্কে Mcq প্রশ্ন ও উত্তর

সেন রাজবংশের MCQ প্রশ্ন ও উত্তর

1. সেন রাজবংশের ইতিহাস কোন শিলালিপি থেকে জানা যায় ?

উ: দেওপাড়া শিলালিপি

2. সেন রাজবংশের প্রতিষ্ঠাতা নাম কি ?

উ: সামন্ত সেন

3. সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা নাম কি?

উ: বিজয় সেন

4. বিজয় সেনের সভাকবি নাম কি ?

উ: উমাপতি ধর

5. বল্লাল চরিতের রচনাকার কে ?

উ: আনন্দ ভট্ট

6. দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থদুটির রচনাকার কে ?

উ: বল্লাল সেন

7. কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন ?

উ: বল্লাল সেন

8. গৌড়েশ্বর উপাধিতে ভূষিত হয়েছিলেন কে ?

উ: লক্ষণ সেন

9. গীতগোবিন্দ গ্রন্থটির রচনাকার কে ?

উ: জয়দেব

10. বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজার নাম কি ?

উ: লক্ষণ সেন

11. পবনদূত গ্রন্থটির রচয়িতা কে ?

উ: ধোয়ী

12. সেন রাজবংশের সর্বশেষ্ঠ রাজার নাম কি ?

উ: বিজয় সেন

13. বিজয় সেনের মৃত্যুর পর সেন বংশের রাজা রূপে নিযুক্ত হয় কে ?

উ: বল্লাল সেন

14. অদ্ভুতসাগর গ্রন্থটি লেখার কাজ শেষ করেন কোন ব‍্যাক্তি ?

উ: লক্ষণ সেন

15. সেন রাজবংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?

উ: বিজয় সেন

16. সেন বংশের শেষ রাজার নাম কি ?

উ: লক্ষণ সেন

17. অনিরুদ্ধ কোন সেন রাজার গুরু ছিলেন ?

উ: বল্লাল সেন

18. কোন সেন রাজার আমলে প্রথম বাংলায় মুসলমান আক্রমণ হয়েছিল ?

উ: লক্ষণ সেনের আমলে

19. জয়দেব কোন সেন রাজার সভাকবি ছিলেন ?

উ: লক্ষণ সেন

20. হলায়ুধ একজন কে ছিলেন ?

উ: লক্ষণ সেনের প্রধানমন্ত্রী

আরও পড়ুন: বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজার নাম

1 thought on “সেন বংশের- ইতিহাস সম্পর্কে Mcq প্রশ্ন ও উত্তর”

Leave a Comment