হর্ষঙ্ক বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF | Haryanka Dynasty MCQ Questions

টেলিগ্ৰামে জয়েন করুন

হর্ষঙ্ক বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর

হর্ষঙ্ক বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর : প্রাচীন ভারতে মগধ সাম্রাজ্য বৃহৎ আকার ধারণ করেছিল। রাজগৃহ বা রাজগীর ছিল মগধের প্রথম রাজধানী।মগধ ছিল প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদ বা রাজ‍্যগুলির মধ‍্যে মগধ ছিল অন‍্যতম। মগধের মূল রাজবংশ হল- হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ এবং মৌর্য বংশ।মগধ সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন বিম্বিসার । বিম্বিসার ছিল হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠতা।সিংহোলী মতে বিম্বিসারের রাজত্বের সূচনা হয়েছিল আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫৪৫ অব্দে। শ্রেনিক উপাধি ধারণ করেন বিম্বিসার। তাহলে চলো দেখে নেওয়া যাক হর্ষঙ্ক বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর গুলি।

হর্ষঙ্ক রাজবংশ(Haryanka Dynasty) ছিল প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বংশ। এই বংশ থেকে বিভিন্ন পরীক্ষায় আসা বিগত কিছু বছরের প্রশ্ন এবং অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এছাড়াও হর্ষঙ্ক বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF টি নীচে দেওয়া হল।

হর্ষঙ্ক বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর

1. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠতা ছিলেন কোন শাসক ?

উ: বিম্বিসার

2.বিম্বিসার কোন উপাধি ধারণ করেন ?

উ:শ্রেনিক

3. বিম্বিসারের রাজধানী কি ছিল ?

উ: রাজগৃহ

4. বিম্বিসারের পর কে সিংহাসন আরোহন করেন ?

উ: তার পুত্র অজাত শত্রু

5.কুনিক উপাধি কার ছিল ?

উ: অজাতশত্রু

6. অজাত শত্রু কত বছর যুদ্ধের পর বৈশালী রাজ্য দখল করে ?

উ: 16 বছর

7. অজাতশত্রুর পর সিংহাসনে কে বসেছিল ?

উ: উদয়ভদ্র বা উদয়িন (৪৫৯ খ্রিস্টপূর্ব)

8. রাজগৃহ থেকে পাটলিপুত্র রাজধানী স্থানান্তরিত কে করেছিল ?

উ: উদয়িন

9. পাটলিপুত্র কোন দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত ?

উ: গঙ্গা ও শোন

10. হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি ?

উ: নাগদশক

11. হর্ষঙ্ক বংশের মুদ্রার নাম কি ছিল ?

উ: কর্ষাকন

12. বিম্বিসার সমসাময়িক ছিলেন কার ?

উ: গৌতম বুদ্ধের

13. হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?

উ: অজাতশত্রু

14. প্রথম বৌদ্ধ সম্মেলনের আহবান করেন কোন শাসক ?

উ: অজাতশত্রু

15. অজাত শত্রু কোন রাজ্যের ক্ষমতা কে খর্ব করেছিলেন ?

উ: অবন্তী 

16. মগধের প্রথম রাজধানীর নাম কি ?

উ: রাজগৃহ

17. প্রথম বৌদ্ধ সংগীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উ: রাজগৃহে

18. মহাশিলাকন্টকা ও রাথা মাসালা নামক অস্ত্র দুটি যুদ্ধে ব্যবহার করেন ?

উ: অজাতশত্রু

19. প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেন ?

উ: মহাকাশ‍্যপ

20.রাজগীর নগরের প্রতিষ্ঠাতা করেন কোন শাসক ?

উ: বিম্বিসার 

21. বিম্বিসারের প্রথম স্ত্রীর নাম কি  ?

উ: কোশল রাজকন্যা কোশলদেবী

আরও পড়ুন : 

শিশুনাগ এবং নন্দ বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

সেন বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন 

গুপ্ত বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

PDF Details 

File Name : হর্ষঙ্ক বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন
Language : বাংলা
Size: 61 KB
Clik Here To Download

Leave a Comment