শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF | Shishunaga Dynasty And Nanda Dynasty Questions Answers

টেলিগ্ৰামে জয়েন করুন

শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর PDF

শিশুনাগ বংশ :(Shishunaga Dynasty)

শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর : হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশকে পরাজিত করে ৪৩০ খ্রিস্টপূর্ব শিশুনাগ শৈশুনাগ বংশের উত্থান ঘটান। তিনি তার রাজধানী প্রথমে পাটলিপুত্র থেকে গিরিব্রজ এবং পরবর্তী সময়ে বৈশালীতে স্থানান্তরিত করে। তিনি অবন্তী রাজ্য দখল করেছিলেন। শিশুনাগ মারা যাওয়ার পর তার পুত্র কালাশোক এর আমলে মগধ উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত হয়েছিল।কালশোক এর আমলে বৈশালিতে দ্বিতীয় বৌদ্ধ সংগীত অনুষ্ঠিত হয়

নন্দ বংশ :(Nanda Dynasty)

শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর : মহাপদ্মানন্দ কালাশোক কে হত্যা করে তিনি মগধের সিংহাসনে বসেন এবং প্রতিষ্ঠা করেন নন্দ বংশ। তিনি মগধের সীমানা বিস্তারের জন্য যুদ্ধজয়ের পরিকল্পনা করেন। এবং তিনি উত্তর ভারতের বিভিন্ন রাজ্য দখল করেছিলেন। মহাপদ্মানন্দ গোদাবরী পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন যা মহাপদ্মনন্দর পূর্বে কোন ভারতীয় শাসক এত বড় সুবিশাল সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। এইজন্যই মহাপদ্মনন্দকে একরাট বা একচ্ছত্র বলা হয় এছাড়াও তাকে দ্বিতীয় পরশুরাম নামেও অভিহিত করা হয়।

শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কিত প্রশ্ন উত্তর

1. হর্ষঙ্ক বংশের পর মগধের সিংহাসন আরোহণ করে কোন বংশ ?

উ: শিশুনাগ বংশ

2. শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উ: শিশুনাগ

3. শিশুনাগ কাকে হত্যা করে মগদের রাজা হন ?

উ: নাগদশক

4. শিশুনাগের পর মগদের শাসক কে হয় ?

উ: কালাশোক

5. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন শাসকের আমলে হয়েছিল ?

উ: কালাশোক

6. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উ: বৈশালীতে

7. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন ?

উ: সাবাকামী

8. শিশুনাগ বংশের শেষ শাসকের নম    কি ?

উ: কাকবর্ন বা কালাশোক

9. শিশুনাগ বংশের পর মগধের সিংহাসনে বসে কোন বংশ ?

উ: নন্দবংশ

10.নন্দ বংশের প্রতিষ্ঠতার নাম কি ?

উ: মহাপদ্ম নন্দ

11. দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?

উ: মহাপদ্ম নন্দ

12.প্রথম একরাট সম্রাট কাকে বলা হয় ?

উ: মহাপদ্ম নন্দ

13.মহাপদ্ম নন্দের পর সিংহাসনে কে বসেন ?

উ: ধননন্দ

14.ধননন্দ কে পরাজিত করে কে মগধের সিংহাসন আরোহন করে ?

উ: চন্দ্রগুপ্ত মৌর্য

15.নন্দ বংশের শেষ শাসক কে ছিলেন ?

উ: ধননন্দ

16. আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের সিংহাসনে কোন শাসক ছিল ?

উ:ধননন্দ

17. নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উ: ধননন্দ

18. ম‍্যাসিডনের রাজা কে ছিলেন ?

উ: আলেকজান্ডার

19. ধননন্দের অর্থমন্ত্রী কে ছিল ?

উ: কৌটিল্য

20. শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজার নাম   কি ?

উ: শিশুনাগ

আরও পড়ুন :

কুষাণ বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

সেন বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

গুপ্ত বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

দাস বংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

PDF Details :

File Name : শিশুনাগ বংশ এবং  নন্দ বংশ   Language : বাংলা                               Size : 80 KB                                       Clik Here To Download

Leave a Comment