GST সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | জিএসটি কি

টেলিগ্ৰামে জয়েন করুন

GST সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF : GST Questions And Answers PDF এর পর্বটিতে তোমাদের কিছু জিএসটি সম্পর্কিত প্রশ্ন উত্তর দেওয়া হল যেগুলি তোমাদের বিভিন্ন রকম পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে।

GST সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

জিএসটি কি (What is GST) :

জিএসটি (GST) Goods And Services Tax হল ভারত জুড়ে প্রযোজ্য একটি পরোক্ষ কর আইন। এটি কেন্দ্রীয় সরকারের একাধিক পরোক্ষ কর যেমন আবগারি শুল্ক, পরিষেবা কর, মূল্য সংযোজন কর,অক্টোয়, বিলাসিতা কর প্রতিস্থাপন করেছে।জিএসটি( GST) একটি ব্যাপক, বহু পর্যায় গন্তব্য ভিত্তিক কার্যালয় প্রতিটি মূল্যের উপর ধার্য করা হয়।

জিএসটি (GST) ভারতে কার্যকর হয়েছিল ১ লা জুলাই 2027 থেকে। এই পরোক্ষ কর ব্যবস্থা সন্ধিক্ষণে আসার পর থেকেই নানারকম সংশোধনীর মধ্য দিয়ে গেছে। জিএসটি(GST) এর অধীনে প্রতি ধরনের পণ্য এবং পরিসেবা আলাদা আলাদা কর ধার্য করে। তোমাদের কিছু জিএসটি-GST সম্পর্কিত প্রশ্ন উত্তর দেওয়া হল।

GST সম্পর্কিত প্রশ্ন উত্তর

1. GST এর সম্পূর্ণ নাম কি ?

উ: Goods And Services Tax

2. কোন দেশে সর্বপ্রথম GST চালু হয় ?

উ: ফ্রান্স

3. কোন দেশের GST মডেলকে অনুসরণ করে ভারতে জিএসটি চালু হয় ?

উ: কনাডা

4. প্রতিবছর কোন দিনটিকে জিএসটি দিবস হিসেবে পালিত হয় ?

উ: 1st July

5. কোন বছর ভারতে প্রথম GST এর ধারণা আসে ?

উ: 2000 সালে

6. GST অ্যাক্ট আইন পাস হয় কত সালে ?

উ: 28 জুন 1999 সালে

7. ভারতের কোন রাজ্য সর্বপ্রথম GST বিল সমর্থন করে ?

উ: আসাম

8. আসামের আইন পর্ষদ কবে GST বিল সমর্থন করেছিল ?

উ: 12 আগস্ট 2016 সালে

9. কত নম্বর সংবিধান সংশোধনী বিলে GST কার্যকর হয়েছিল ?

উ: 122

10. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় GST বর্নিত আছে ?

উ: 101 

11. ভারতের কোন রাজ্য সর্বশেষ GST বিল সমর্থন করে ?

উ: জম্মু ও কাশ্মীর

12. GST নাম্বার কতগুলি সংখ্যায় লেখা লিখিত থাকে ?

উ: 15 টি

13. ভারতবর্ষে কত প্রকারের GST আছে এবং কি কি ?

উ: চার প্রকার যথা- CGST, SGST, IGST, UGST 

14. GST স্ল্যাব কয়টি ?

উ: চারটি , 5%, 12%, 18%, 28%

15. কোন সমিতি GST লাগু করার পরামর্শ দিয়েছিল ?

উ: বিজয় কলকার সমিতি

16.GST কাউন্সিল কোন অনুচ্ছেদ দ্বারা গঠিত হয় ?

উ: 279 A

17. GST কাউন্সিলের সদর দপ্তর অবস্থিত ?

উ: নিউ দিল্লি

18. GST এর ব্যান্ড অ্যাম্বাসেডর কোন ব্যক্তি ?

উ: অমিতাভ বচ্চন

19. GST কাউন্সিলিং এর মোট মেম্বার সংখ্যা কতজন ?

উ: 33 জন

20. GST কোন টাইপের কর ?

উ: পরোক্ষ কর

21. GST থেকে কোন কর বাতিল করা হয়েছে ?

উ: সার্ভিস ট‍্যাক্স

22. ফ্রান্সে কত সালে GST চালু হয় ?

উ: 1954 সালে

23.GST কর ফাঁকি দিলে কত বছর জেল হতে পারে ?

উ: 5 বছর

24. GST কাউন্সিলিং এর চেয়ারম্যান   কে ?

উ: অর্থমন্ত্রী

25. কোন দেশে সবথেকে বেশি GST ট্যাক্স স্ল্যাব আছে ?

উ: ভারত 

আরও পড়ুন :

ভারতের বিভিন্ন হ্রদ সমূহ তালিকা

দাদাসাহেব ফালকে পুরস্কার তালিকা

PDF Details

File Name : GST সম্পর্কিত প্রশ্ন উত্তর Language : বাংলা                            Size : 112 KB                                          Clik Here To Download

Leave a Comment