মহাবীর ও জৈন ধর্ম, সম্পর্কিত প্রশ্ন | Mahavir And Jainisn

টেলিগ্ৰামে জয়েন করুন
মহাবীর ও জৈন ধর্ম, সম্পর্কিত প্রশ্ন | Mahavir And Jainisn
মহাবীর ও জৈন ধর্ম

 

জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম এ দুটি ছিল সমসাময়িক জৈনদের মত অনুযায়ী বহু প্রাচীনকাল থেকে তীর্থঙ্কর নামে ২৪ জন ধর্মগুরু দ্বারা পূর্ণতা লাভ করেছে। এই ২৪ জন তীর্থঙ্করের মধ্যে ২২ জন তীর্থঙ্করের কোন ঐতিহাসিক সন্ধান জানা যায়নি। জেন ধর্মের 24 তম তীর্থঙ্কর পার্শ্বনাথ যিনি জৈন ধর্মের মূল ভিত্তি রচনা করেছিলেন। জৈন ধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো ।

মহাবীর ও জৈন ধর্ম:

জৈন ধর্মের 24 তম তীর্থঙ্কর ও বর্ধমান মহাবীর আনুমানিক ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে উত্তর বিহারের ওই বৈশালীর কুন্দপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সিদ্ধান্ত যিনি জ্ঞাতৃক গোষ্ঠীর নেতা ওর মাতা ছিলেন ত্রিশলা দেবী। মহাবীর যশোদা নামে এক কন্যাকে বিবাহ করেছিল এবং তাদের এক কন্যা সন্তানও ছিল। এই জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। মহাবীর ও জৈন ধর্ম, সংক্রান্ত প্রশ্ন গুলি হল ।

তথ‍্য :জৈন ধর্ম 

মহাবীর ও জৈন ধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন :

1. মহাবীর নির্মাণ লাভ করেছিলেন কোথায় ?

উ: পাবাপুরী 

2. প্রথম জৈন সংগীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উ: পাটলিপুত্র 300 খ্রিঃ পূঃ

3. মহাবীর গৃহ ত্যাগ করেছিলেন কত বছর বয়সে ?

উ: 30 বছর বয়সেয়। 

4. মহাবীরের কন্যার নাম কি  ?

উ: অনজ্জা বা প্রিয়দর্শনা

5. কর্ণাটকে জৈন ধর্মের বিস্তারের জন্য কোন শাসককে কৃতিত্ব দেওয়া হয়েছিল?

উ: চন্দ্রগুপ্ত মৌর্য

6. জৈন ধর্মের মোট তীর্থঙ্করের সংখ‍্যা কতজন ?

উ: 24 জন

7. কোন নদীর কূলে মহাবীর জ্ঞানপ্রাপ্ত হন?

উ:ঋজুপালিকা

8. জৈন গ্রন্থের ভাষা কি ছিল ?

উ: প্রাকৃত ভাষা

9. দ্বিতীয় জৈন সংগীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উ: বল্লভীতে 512 খ্রিঃ

10. কৈবল‍্য লাভ কোন ধর্মের সঙ্গে   জড়িত ?

উ: জৈনধর্ম

11. দিলওয়ারা মন্দিরটি কোন ধর্মের অনুকরণে তৈরি হয়েছিল ?

উ:জৈন ধর্ম

12. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উ: ঋষভদেব

13. জৈন ধর্মের দুটি সম্প্রদায়ের নাম কি ছিল ?

উ: দিগম্বরও শ্বেতাম্বর

14. জৈন ধর্মের ২৩ তম তীর্থঙ্কর কে ছিলেন ?

উ: পার্শ্বনাথ

15. জৈন ধর্মের ২৪ তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন ?

উ: মহাবীর

16. জিন কথাটির আক্ষরিক অর্থ কি বোঝায় ?

উ: জয়ী

16. মহাবীরের স্ত্রীর নাম কি ?

উ: যশোদা

17. জৈন ধর্মের চতুর্যাম এর প্রবর্তক কে ছিলেন ?

উ:পার্শ্বনাথ

18. কল্পসূত্র গ্রন্থটির রচয়িতা কে ?

উ: ভদ্রবাহু

19. উত্তর ভারতে কার অনুপ্রেরণায় জৈন ধর্ম প্রচারিত হয় ?

উ: স্থূলভদ্র

20. দক্ষিণ ভারতে কার অনুপ্রেরণায় জৈন ধর্ম প্রচারিত হয় ?

উ:ভদ্রবাহু

21. মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন ?

উ: জামিলি বা জৈমিলি

22. কত বছর বয়সে মহাবীর মারা যান ?

উ: 72 বছর 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবা নামক স্থানে।

23. জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?

উ:দ্বাদশ অঙ্গ

24. চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিল ?

উ: জৈনধর্ম

25. সর্ব প্রথম প্রতিবাদী ধর্ম কোনটি ছিল ?

উ: আজীবিক ধর্ম

আরও পড়ুন :

সিন্ধু সভ‍্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন?

হরপ্পা সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন?

2 thoughts on “মহাবীর ও জৈন ধর্ম, সম্পর্কিত প্রশ্ন | Mahavir And Jainisn”

Leave a Comment