Model Activity Task Class 9 Bengali Part 1 | modest

টেলিগ্ৰামে জয়েন করুন

 

model Activity Task Class 9 Bengali Part 1| Model Activity Task Class 9 Bengali Answer

Model Activity Task Class 9 Bengali Part 1

 

আজকে তোমাদেরকে দিলাম Model Activity Task Class 9 Bengali Part 1 পর্বটি  ।এখানে রয়েছে class 9 model activity task bengali part 1 এর সমস্ত প্রশ্নের উত্তর ।
জানুয়ারি মাসের এই Model Activity Task Class 9 Bengali Part 1 এর অ্যাক্টিভিটি টাস্ক গুলি খুব মনোযোগ সহকারে পড়ে খাতায় উপস্থাপিত করে নাও ।

Model Activity Task Class 9 Bengali Part 1

 
1. 1. অম্বিকামঙ্গল গান শ্রী কবিকঙ্কন এখানে অম্বিকা বলা হয়েছে দেবী চণ্ডিকে ।
 
2. ‘সঘনে চিকুর পড়ে বেঙ্গ- তরকা বাজে’ এখানে চিকুর শব্দের অর্থ হল বিদ‍্যুৎ । 
 
 
 
3. যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস তার নাম হল জৈমিনি
 
2. 1. ‘দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার’ কেন এমন পরিস্থিতি হয়েছিল ?
উত্তর : চারদিকের আকাশে ঘন কালো মেঘে আচ্ছন্ন হওয়ায় সমস্ত কলিঙ্গমঙ্গল অন্ধকারে ঢেকে যায় । ফলে সূর্যের আলো আসার পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে কলিঙ্গ বাসি তাদের নিজেদের অঙ্গ দেখতে পাইনি প্রবল অন্ধকারে ।
2. ‘বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়’- প্রজারা কোন বিপাকে পড়েছিল ?
 
উত্তর : সমস্ত কলিঙ্গ মন্ডল প্রথমে কালো অন্ধকার মেঘে ঢেকে  গিয়েছিল । শুরু হয় প্রবল বৃষ্টিপাত ও বজ্রপাত এবং তার সাথে দেখা যায় ভয়ঙ্কর ঝড়ের দাপট । প্রকৃতির এই অমানবিক ধ্বংসাত্মক রূপের ফলে প্রজারা বিপাকে পড়েছিল ।
3. কলিঙ্গদেশে একটানা  কতদিন  বৃষ্টি চলেছিল ?
 
উত্তর : কলিঙ্গদেশে একটানা 7 দিন প্রবল পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল ।
3.কমবেশি 60 টি বাক‍্যে উত্তর 
 
1. ‘চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ’- চারিমেঘ বলতে কী বোঝো ? অষ্ট গজরাজের পৌরাণিক অনুষঙ্গটি কি ?
 
উত্তর: উপরোক্ত আলোচনাটি কবিকঙ্কন মুকুন্দরাম বিরচিত ‘কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি’ নামক কাব্যাংশ থেকে সংগৃহীত হয়েছে ।
চারিমেঘ : এখানে চারিমেঘ বলতে মূলত  মেঘের যে চারটি রূপ সম্বর্ত ,আবর্ত, পুষ্কর ও দ্রোন এই চারটি মেঘকে বোঝানো হয়েছে ।
অষ্ট গজরাজের পৌরাণিক অনুষঙ্গ :  ভারতীয় পুরাণ থেকে জানা যায়- উত্তর , উত্তর পূর্ব, পূর্ব, দক্ষিণ পূর্ব , দক্ষিণ, পশ্চিম, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম সমগ্র পৃথিবীর এই আটটি দিকের রক্ষা করতে হলো আটটি গজ বা হাতি । এদেরকে একসঙ্গে অষ্টগজরাজ বলা হয় ।
এই  8 জন গজরাজ হলেন – ঐরাবত, পুন্ডরিক, বামন, কুমুদ , অঞ্জন , পুস্পদন্ত , সার্বভৌম এবং
সুপ্রতীক ।
 
2. ‘ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকে তাল’- কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে ?
 
উত্তর : আলোচ্য কথাটি কবিকঙ্কন মুকুন্দরাম বিরচিত ‘কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি’ নামক কাব্যাংশ থেকে সংগৃহীত হয়েছে ।
কোন প্রসঙ্গে বলা হয়েছে : কলিঙ্গদেশে প্রবল পরিমাণে বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় এবং বন্যা পরিস্থিতির সাথে শুরু হয় অগনিত শিলাবৃষ্টি । অত্যন্ত বৃহদাকারের বড় বড় শিল একটানা প্রজাদের ঘর বাড়ির উপর পরতে থাকে ।
ভাদ্র মাসে গাছ থেকে যেমন করে তাল পরে, ঠিক তেমন ভাবেই আকাশ থেকে বৃহদাকারের শিল পরে বাড়ি ঘরের চাল সব চুরমার করে দেয় । শিলাবৃষ্টির এই মর্মান্তিক রূপ ও শিলের বিরাট আকৃতি বোঝাতেই কবি উল্লেখ্য প্রসঙ্গের কথা বলেছেন ।
3. “চণ্ডীর আদেশ পান বীর হনুমান”- চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল ?
 
উত্তর : আলোচ্য এই কথাটি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী বিরচিত কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি নামক কাব্যাংশ থেকে চয়ন হয়েছে ।
 
বীর হনুমানের কার্যকলাপ : প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি প্রবল শিলা বৃষ্টির কারণে কলিঙ্গদেশের জনজীবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় । কবিকঙ্কন এখানে তুলনা করে বলেছেন দেবী চণ্ডীর আদেশে শিলাবৃষ্টি জেনো বীর হনুমানের শক্তি পেয়েছে ।
বীর হনুমানের শক্তি ধরে শিলাবৃষ্টি সমগ্র কলিঙ্গদেশের ভূপ্রকৃতি, নদনদী ও জনজীবন সব তচনচ করে দেয় ।

Model Activity Task Class 9 Bengali Part 1

4 . কমবেশি 150 শব্দে উত্তর 
 
 
1. ‘কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টি’ কাব্যাংশ অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবনের  ছবি কিভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো ? 
 
উত্তর : দেবী চণ্ডীর ইচ্ছায় কলিঙ্গদেশে নেমে এসেছিল প্রবল ঘোরতর বিপর্যয় । সাত দিন ধরে চলতে থাকা প্রবল ঝড় বৃষ্টি সহ নানা বিপর্যয় কলিঙ্গদেশের মানুষের জীবন যাত্রাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে তুলেছিল ।
প্রথময়ার্ধে : হঠাৎ করেই এক কালো ভয়ংকর মেঘের উদ্ভব হয় কলিঙ্গদেশে । ভয়ঙ্কর মেঘের উপস্থিতির ফলে শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি যা কলিঙ্গদেশের প্রজাদের বাসভূমি ছাড়তে বাধ্য করে ।
দ্বিতীয়ার্ধে : কলিঙ্গদেশের উপর নেমে আসা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ কলিঙ্গদেশের মানুষের সারা বছরের খাবার ধ্বংস করে দেয় । প্রবল ঝড়ের কারণে সবুজ শস্য ক্ষেত সব ধূলিসাৎ হয়ে যায় ।
তৃতীয়ার্ধে: সাতদিন ধরে প্রবল বৃষ্টির কারণে কলিঙ্গদেশের আদিবাসীদের সমূহ নষ্ট করে যায় ।
সাতদিন ধরে সূর্যের আলোর উপস্থিতি না পাওয়ার কারণে সবুজ শস্য ক্ষেত নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে ।
চতুয়ার্ধে :  প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশে দেখা দেয় এক ভয়াবহ বন্যা পরিস্থিতি ফলে কলিঙ্গদেশের স্থলভাগ ও জলভাগের পার্থক্য মুছে যায় । সমুদ্রের সুমন ঢেউ কলিঙ্গবাসীর ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলেছে । এই দুর্যোগের কাহিনী কবি কাব্যের ভাষায় ব্যাখ্যা করে বলেছেন
    ” চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল
    উড়ে পড়ে ঘরগুলো করে দলমল ।।”
 
পরবর্তীতে নবম শ্রেণির আরো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ও বিভিন্ন প্রশ্ন উত্তর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান ।

Leave a Comment