জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের নাম ও প্রতীক PDF

টেলিগ্ৰামে জয়েন করুন

 জৈন ধর্ম হল মূলত প্রাচীন ভারতীয় একটি ধর্ম যা সর্বদা প্রত‍্যেক জীবন্ত প্রাণীকে সুশৃংখল অহিংসার মাধ্যমে আধ‍্যাত্মিক বিশুদ্ধতা এবং জ্ঞান অর্জনে বিশেষ সহায়তা করে । আত্নার মুক্তি লাভ করায় হল এই ধর্মের মূল লক্ষ‍্য , জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর ।

তীর্থঙ্কর কারা

তীর্থঙ্কর হল জৈনধর্মের ত্রাণকর্তা বা আধ‍্যাত্মিক শিক্ষক গুরু । এই তীর্থঙ্কররা কেউই ঈশ্বরের নয় । তীর্থঙ্কররা সমস্ত জ্ঞান লাভের পর সন‍্যাস গ্ৰহন করেন ,একজন তীর্থঙ্কর জ্ঞান লাভের পর অন্যদেরকে জ্ঞান লাভের রাস্তা দেখান । একজন তীর্থঙ্কর মানবজীবনের সমস্ত রকম ধাঁধা,  জন্ম ও মৃত্যুর অবসান ঘটিয়ে ‘মুক্তি বা নির্বাণ‘ লাভ করেন ।

24 জৈন তীর্থঙ্কর রয়েছে যারা জন্ম-মৃত্যুর অবসান ঘটিয়ে নির্বাণ লাভ করেছিল তাদেরকে জৈন ধর্মের শ্রষ্ঠা বলে মনে করা হয় । তারা প্রাণপণ জ্ঞান লাভের মাধ্যমে অপরূপ পরম প্রকৃতির সমস্তরকম সিদ্ধিলাভে সক্ষম হয়েছিল ।

জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করে নাম ও প্রতীক PDF

জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের নাম

নংজৈন তীর্থঙ্করপ্রতীক বা চিহ্ন
1ঋষভনাথষাঁড়
2অজিতনাথহাতি
3সম্ভবনাথঘোড়া
4অভিনন্দন নাথবানর
5সুমতিনাথবক
6পদ্মপ্রভলাল পদ্ম
7সুপার্শ্বনাথস্বস্তিকা
8চন্দ্রপ্রভচাঁদ
9সুবিধি বা পুস্পদন্তকুমির
10শীতলনাথকল্পবৃক্ষ
11শ্রেয়াংসনাথগন্ডার
12বাসুপুজ‍্যমহিষ
13বিমলনাথবন্য শুকর
14অনন্তনাথবাজপাখি
15ধর্ম নাথবজ্র
16শান্তি নাথহরিণ
17কুম্ভুনাথছাগল
18অরনাথমাছ
19মল্লিনাথকলস
20মুনিসুব্রতনাথকচ্ছপ
21নমিনাথনীলপদ্ম
22অরিষ্টনেমিনাথশঙ্খ
23পার্শ্বনাথসাপ
24মহাবীরসিংহ

 

PDF NAME : জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর File Size: 94 KB                                      Clik To Here Download 

 

আরও পড়ুন: বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজা

জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর সমন্ধীয় প্রশ্ন:

1. জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ?

উ: ঋষভনাথ

2. জৈন ধর্মের 23 তম তীর্থঙ্কর কে ?

উ: পার্শ্বনাথ

3. জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন ?

উ: 24 জন

4. জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্কর এর নাম কি ?

উ:পর্শ্বনাথ ও মহাবীর

5. জৈন ধর্মের প্রবর্তক কে ?

উ: মহাবীর

Leave a Comment