একটি গাছ একটি প্রাণ PDF | একটি গাছ একটি প্রাণ রচনা

টেলিগ্ৰামে জয়েন করুন

একটি গাছ একটি প্রাণ PDF

একটি গাছ একটি প্রাণ PDF : সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে একটি গাছ একটি প্রাণ গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা শেয়ার করলাম। এই প্রবন্ধ রচনাটি মাধ‍্যমিক এবং বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের জন‍্য গুরুত্বপূর্ণ এবং নীচে এই রচনাটির PDF ডাউনলোড লিঙ্ক প্রদান করা হল।

একটি গাছ একটি প্রাণ :

ভূমিকা :

গাছগুলো তুলে আনো বাগান বসাও           
আমার দরকার শুধু গাছ দেখা             
গাছ দেখে যাওয়া।”

সৃষ্টির আদিকাল থেকে উদ্ভিদ ও প্রাণীর মধ‍্যে খাদ‍্য-খাদকের গভীর সম্পর্ক রয়েছে।একের অভাবে অন‍্যের বেঁচে থাকা সম্ভব হয় না। গাছের প্রাণে মানুষ প্রাণবান। তার তেজে সকলেই তেজিয়ান, তার স্নেহে সবাই শীতল। সে কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষকে প্রণাম জানিয়ে লিখেছেন –

“ওগো মানবের বন্ধু                                     আজই এই কাব‍্য অর্ঘ‍্য লয়ে                 

শ‍্যামের বাশিঁর সুরে মুগ্ধ কবি আমি        অর্পিলাম তোমার প্রণামী।”

বৃক্ষলতা পৃথিবীর আদি সন্তান। বৃক্ষতলে মানুষের প্রথম আবির্ভাব । আবার দাবানলের আগুনে মানুষ দীক্ষা নিয়েছে বিজ্ঞানের । কিন্তু সভ্য মানুষের বর্বর লোভ বৃক্ষ ও তরুলতার জগৎকে ধ্বংস করতে উদ্যত । বৃক্ষ নাশ করে সভ্য মানুষ শহর নামক ইট – পাথরের জঙ্গল তৈরি করেছে । বৃক্ষ নিয়েছে বিদায় । যন্ত্রসভ্যতার দূষণে মানুষ – প্রাণীর সঙ্গে তরুলতার জগতেও নেমে এসেছে বিপদের অশনি সংকেত । আজ তাই নতুনভাবে ভাবার সময় এসেছে , নগরায়ণ , শিল্পায়নের জন্য অরণ্য ধ্বংস করা কি উচিত কাজ হচ্ছে ?

গাছ ও প্রাণ :

প্রাণধারণের পক্ষে বৃক্ষ অপরিহার্য । যদি কোনো কারণে আমাদের এই সবুজ পৃথিবী গাছ – শূন্য হয়ে পড়ে , তা হলে এই পৃথিবী থেকে আমাদের সকলের বাস উঠে যাবে । কারণ , তরুই আমাদের প্রাণ – প্রদীপটিকে জ্বালিয়ে রেখেছে বলা যায়।

বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা :

বেঁচে থাকার জন্য আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন গ্যাস গ্রহণ করছি সেটি গাছেরই দান এবং নিশ্বাস ছাড়ার সময় ত্যাগ করছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এক হেক্টর আয়তনের ঘন অরণ্য বছরে প্রায় চার টন ওজনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নেয় ও প্রায় দু – টন বিশুদ্ধ অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে । এ ছাড়া বায়ুতে উপাদান হিসেবে 78.03 % নাইট্রোজেন গ্যাস গাছ নিজের প্রয়োজনে কাজে লাগায় । সুতরাং বোঝা যাচ্ছে , জীবজগতের পরিবেশরক্ষায় গাছ কতখানি প্রয়োজনীয় । অক্সিজেন গ্যাস না – পেলে আমাদের হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত‍্যু ঘটবে। ওই জীবনদায়ী বাতাসটুকু দেয় গাছ , যারা না – থাকলে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভবপর হত না।

বৃক্ষছেদন ও তার পরিণতি :

আমরা প্রতিনিয়ত এই গাছকেই নির্বিচারে কেটে চলেছি । আমাদের এই ভারতভূমি একসময় বৃক্ষরাজিতে ছিল সমৃদ্ধ । লোকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সেই অরণ্যভূমি কেটে তৈরি করে চলেছি বসবাসের জন‍্য ঘরবাড়ি, কলকারখানা ইত্যাদি। জ্বালানি সংগ্রহের জন্য এবং অনেক সময় বিভিন্ন আসবাব ও দরজা জানালার জন্য গাছের পর গাছ কেটে চলেছি।

পরিবেশ দূষণ রোধে বৃক্ষ :

পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে একমাত্র গাছ । তাই এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য তৈরি হয়েছে ‘ বনসৃজন প্রকল্প ’ । নির্বিচারে গাছ কাটা নয় , নির্বিচারে গাছ লাগিয়ে যাওয়াই হবে এখন আমাদের প্রধান কাজ। জনবসতির অনুপাতে গাছের পরিমাণ নির্দিষ্ট হওয়া দরকার । গাছ না থাকলে বর্ষা হওয়া কঠিন । গাছই টেনে আনে জলভরা মেঘ , আনে মৌসুমি বাতাসের শীতলতা । মৌসুমি বৃষ্টির কল্যাণেই আমাদের দেশে চাষবাস হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি :

আমাদের ভারতে অরণ্যের পরিমাণ হল মোট স্থলভাগের 22.7% । কিন্তু পরিবেশ বিশেষজ্ঞদের মতে , ভারতের জনসংখ্যার অনুপাতে এই অরণ্য যথেষ্ট নয় । তাই আমাদের বেঁচে থাকার জন্য এবং পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য আরও গাছের দরকার , দরকার অরণ্য সৃষ্টির । কেবল মানুষ নয় , জীবকুলকে বাঁচাতে হলেও এই গাছের প্রয়োজন।

মূল‍্যায়ন :

এই পৃথিবীতে সুস্থভাবে , সুখে ,শান্তিতে বাঁচার জন‍্য আমাদেরকে সবুজায়নের দীক্ষা নিতে হবে। গাছপালার প্রতি গভীর অনুরোগ সৃষ্টি করতে হবে। অসুস্থ পৃথিবীকে সুস্থ করার সংকল্প দিকে দিকে প্রচার করতে হবে “ গাছ লাগান , প্রাণ বাঁচান । ” গাছই আমাদের প্রাণ , আমাদের বাঁচার মন্ত্র । তাই সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে “ একটি গাছ একটি প্রাণ -এই মন্ত্র শিখে নিন । গাছ লাগিয়ে শোধ করে যাও গাছের প্রতি জীবন – ঋণ । ”

“একটি বৃক্ষ যেন মুক্তির স্তম্ভ আর একটি পাতা                    আমাদের সম্মানের পতাকা।”

আরও পড়ুন : 

শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা 

বাংলার উৎসব রচনা 

 গাছ আমাদের বন্ধু

 বনসৃজন রচনা

 বিজ্ঞানের সুফল ও কুফল

PDF DOWNLOAD ZONE

File Name : একটি গাছ একটি প্রাণ
Language : বাংলা
Size: 77 KB
Clik Here To Download

Leave a Comment