বয়স সংক্রান্ত অংক PDF | পিতা পুত্রের অংক

টেলিগ্ৰামে জয়েন করুন

বয়স সংক্রান্ত অংক PDF | পিতা পুত্রের অংক

বয়স সংক্রান্ত অংক PDF : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে বয়স সংক্রান্ত অংক সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বয়স সংক্রান্ত অংক প্রায়ই আসে। তাই তোমাদের প্রস্তুতির জন‍্য এই অংক গুলি খুবই হেল্পফুল হবে।

বয়স সংক্রান্ত অংক :

1. A এবং B এর বর্তমান বয়স যথাক্রমে 36 বছর এবং 16 বছর। কত বছর পরে A এর বয়স B এর বয়সের দ্বিগুণ হবে ?

A. 1 বছর
B. 2 বছর
C. 3 বছর
D. 4 বছর

উত্তর : D

2. A এর বয়স তার পুত্র B এর বয়সের 4 গুণ। 5 বছর পূর্বে A এর বয়স B এর বয়সের 9 গুণ ছিল। A এর বর্তমান বয়স কত বছর?

A. 32
B. 24
C. 48
D. 30

উত্তর : A

3. 4 বছর পূর্বে A ও B-এর বয়সের অনুপাত ছিল 2 : 3 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7। বর্তমানে তাদের বয়স হল-

A. 36 বছর, 40 বছর
B. 32 বছর, 48 বছর
C. 40 বছর, 56 বছর
D. 36 বছর, 52 বছর

উত্তর : D

4. সুনিতা এবং মিনার বয়সের অনুপাত যথাক্রমে 9 : 16 । 10 বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 2:3 হবে। এই দুজনের বয়সের মধ্যে পার্থক্য কত ?

A. 10 বছর
B. 12 বছর
C. 15 বছর
D. 14 বছর

উত্তর : D

5. মোহনের বয়স তার পুত্রের বয়সের তিনগুণ এবং তার বাবার বয়সের 2/5 ভাগ। এই তিন জনের গড় বয়স 46 বছর। মোহন এবং তার বাবার বয়সের মধ্যে পার্থক্য কত ?

A. 68 বছর
B. 88 বছর
C. 58 বছর
D. 54 বছর

উত্তর : D

6. বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1 এবং তাদের বয়সের গুণফল 175 বছর। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ?

A. 3:1
B. 1:2
C. 3:5
D. 3:4

উত্তর : A

7. 7 বছর আগে A এবং B এর বয়সের অনুপাত যথাক্রমে 4:5 ছিল এবং 7 বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 5 : 6 হবে। B এর বর্তমান বয়স কত ?

A. 56 বছর
B. 63 বছর
C. 70 বছর
D. 77 বছর

উত্তর : D

8. অমিত এবং অনুজ এর বয়সের অনুপাত যথাক্রমে 8 :15 । 9 বছর পরে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 11: 18 হবে। এই দুই জনের বয়সের পার্থক্য কত ?

A. 24 বছর
B. 20 বছর
C. 33 বছর
D. 21 বছর

উত্তর : D

9. সুনিতা এবং তার মায়ের বয়সের যোগ 49 বছর। 7 বছর পূর্বে মায়ের বয়স সুনিতার বয়সের চার গুণ ছিল। সুনিতার মায়ের বর্তমান বয়স নির্ণয় করো ?

A. 35
B. 45
C. 40
D. 42

উত্তর : A

10. A এর বিবাহ 6 বছর আগে হয়েছে। এখন তার বয়স, বিবাহের সময়ের বয়সের থেকে 1 পূর্ণ 1/4 গুণ। তার পুত্রের বয়স তার বয়সের 1/10 গুণ। তার পুত্রের বর্তমান বয়স কত ?

A. 2 বছর
B. 3 বছর
C. 4 বছর
D. 5 বছর

উত্তর : B

11. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বেশি। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত ?

A. 44
B. 45
C. 46
D. 50

উত্তর : C

12. রাজুর বয়স তার পিতার বয়সের অর্ধেক। 10 বছর আগে তার বয়স, তাঁর পিতার বয়সের 1/3 ভাগ ছিল। 5 বছর পরে তার পিতার বয়স কত হবে ?

A. 55 বছর
B. 65 বছর
C. 40 বছর
D. 45 বছর

উত্তর : D

13. এক বছর আগে একজন মহিলার বয়স, তার পুত্রের বয়সের 4 গুণ ছিল। 6 বছর পরে তার বয়স, তার পুত্রের বয়সের দ্বিগুণ থেকে 5 বছর বেশি হবে। তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে ?

A. 13:12
B. 3:1
C. 11:3
D. 25:7

উত্তর : D

14. বর্তমানে মীনার বয়স, তাঁর মেয়ের বয়সের 8 গুণ। 8 বছর পরে মীনা এবং তাঁর মেয়ের বয়সের অনুপাত যথাক্রমে 10 : 3 হবে। মীনার বর্তমান বয়স কত ?

A. 32 বছর
B. 40 বছর
C. 36 বছর
D. কোনোটিই নয়

উত্তর : A

15. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত ?

A 55 বছর
B. 52 বছর
C. 50 বছর
D. কোনোটিই নয়

উত্তর : C

16. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত ?

A. 25 বছর
B. 30 বছর
C. 40 বছর
D. 45 বছর

উত্তর : C

17. 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হবে। কিন্তু 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত ?

A. 40
B. 30
C. 35
D. 45

উত্তর : A

18. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের আড়াই গুণ। 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত ?

A. 28
B. 32
C. 40
D. 30

উত্তর : B

19. বীণার বর্তমান বয়স 15 বছর। বীণা এবং রাহুলের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 5:7। দিনেশ এবং রাহুলের বর্তমান বয়সের অনুপাত যথাক্রমে 5:3 । 4 বছর পরে দিনেশের বয়স কত
হবে ?

A. 38 বছর
B. 35 বছর
C. 31 বছর
D. কোনটি নয়।

উত্তর : D

20. অরুন এবং দীপকের বর্তমান বয়সের পাথর্ক্য 14 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত যথাক্রমে 5 7 ছিল। দীপকের বর্তমান বয়স কত ?

A. 49 বছর
B. 63 বছর
C. 42 বছর
D. 56 বছর

উত্তর : D

PDF DOWNLOAD ZONE
File Name : বয়স সংক্রান্ত অংক 
Language : বাংলা
Size : 59 KB
Clik Here To Download

আরও দেখুন :

Food Si Math Practice Set

Food Si Reasoning Question And Answer 

2 thoughts on “বয়স সংক্রান্ত অংক PDF | পিতা পুত্রের অংক”

Leave a Comment