সরল সুদের অংক PDF | সরল সুদকষা অংক | Simple interest

টেলিগ্ৰামে জয়েন করুন

সরল সুদের অংক PDF | সরল সুদকষা অংক | Simple interest

সরল সুদের অংক PDF : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে আমারা সরল সুদের অংক থেকে কিছু গুরুত্বপূর্ণ অংক নিঁখুত ভাবে আলোচনা করেছি, বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সরল সুদের অংক গুলি এসে থাকে। এই সরল সুদের অংক গুলি অনুশীলনের মাধ‍্যমে তোমরা খুবই হেল্পফুল হবে।

সরল সুদের অংক :

1. 3 বছর শেষে 2800 টাকার উপর সরল সুদ 420 টাকা। একই সময়ের জন্য একই হারে 3200 টাকার উপর সরল সুদ কত হবে ?

A. 450
B. 480
C. 640
D. 520

উত্তর : B

2. কত বছরে কোনো টাকা 10% বার্ষিক সরল সুদের হারে আসলের তিনগুণ হয়ে যাবে ?

A. 25
B. 20
C. 15
D. 8

উত্তর : B

3. বার্ষিক 10% সরল সুদের হারে 6 মাসের জন্য সরল সুদ হল 100 টাকা। আসল কত ?

A. 1000 টাকা
B. 2000 টাকা
C. 1500 টাকা
D. 2500 টাকা

উত্তর : B

4. সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা
বেশি পাওয়া যাবে ?

A. 400
B. 600
C. 500
D. 1000

উত্তর : C

5. সরল সুদে বিনিয়োগ করা 800 টাকা 8 বছরে 1200 টাকা হয়ে যায়। একই সুদের হারে আসলের উপর 6 বছরের জন্য সরল সুদ কত হবে ?

A. 240 টাকা
B. 210 টাকা
C. 250 টাকা
D. 300 টাকা

উত্তর : D

6. 12.5 বছরে কত শতাংশ হারে বার্ষিক সরল সুদে কোনো আসল বেড়ে দ্বিগুণ হবে ?

A. 8
B. 12.5
C. 10
D. 6

উত্তর : A

7. কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। কত বছরে সেটা 7 গুণ হবে ?

A 15 বছরে
B. 41 বছরে
C. 27 বছরে
D. 42 বছরে

উত্তর : D

8. এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে ?

A. 1000
B. 900
C. 1100
D. 1200

উত্তর : D

9. নির্দিষ্ট সরল সুদের হারে 12 বছরের সরল সুদ আসলের 3/4 গুন হলে, সুদের হার কত ?

A. 4%
B. 5 পূর্ণ 1/4%
C. 6 পূর্ণ 1/4%
D. 8%

উত্তর : C

10. এক ব্যক্তি 10000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত টাকা হবে ?

A. 250
B. 150
C. 200
D. 100

উত্তর : C

11. এক ব্যক্তি বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে-আসলে 19050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল ?

A. 14500
B. 11050
C. 15000
D. 10950

উত্তর : C

12. একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে-আসলে 1056 টাকা এবং 7 বছরে সুদে-আসলে 1248 টাকা হয়। আসল নির্ণয় করো ?

A. 800
B. 700
C. 650
D. 880

উত্তর : A

13. বার্ষিক সরল সুদে 5 বছরে 8,500 সুদে-মূলে 11.900 হয়। যদি সুদের হার 3% বৃদ্ধি পায় তবে একই সময়ের জন্য বর্ধিত পরিমাণ হবে ?

A. 12,175
B. 13,175
C. 12,475
D. 13,275

উত্তর : B

14. একটি নির্দিষ্ট আসল, যখন একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয়, তার পরিমাণ হয় 2 বছরে 1,102 টাকা এবং 5 বছরে 1,600 টাকা হয়৷ আসল কত (টাকায়)

A. 770
B. 880
C. 990
D. 1,270

উত্তর : A

15. একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে-আসলে 1056 টাকা এবং 7 বছরে সুদে-আসলে 1248 টাকা হয়। সুদের হার কত ?

A. 5%
B. 8%
C. 10%
D. 6%

উত্তর : B

16. 8 বছর এবং 10 বছরের জন্য একটি টাকার উপর সরল সুদের পার্থক্য হল 200 টাকা। যদি সুদের হার বার্ষিক 10% হয় তাহলে আসল কত ?

A. 1000
B. 1400
C. 1600
D. 1200

উত্তর : A

17. 3600 টাকা এমনভাবে দুভাগে বিভক্ত করা হল যাতে প্রথম ভাগের উপর বার্ষিক 5% হারে 3 বছরের সরল সুদ এবং দ্বিতীয় ভাগের উপর 6 %% বার্ষিক হারে 4 বছরের সরল সুদ সমান হয়। দুই প্রকার রাশির পরিমান কত ?

A. 2250 এবং 1350
B. 2150 এবং 1450
C. 2350 এবং 1250
D. 2050 এবং ₹1550

উত্তর : A

18. বার্ষিক 10% হারে দুই বছরের জন্য একটি নির্দিষ্ট টাকার সরল সুদ হল 1000 টাকা। এই দুই বছর পর টাকার পরিমাণ কত হবে ?

A. 6500 টাকা
B. 6000 টাকা
C. 7000 টাকা
D. 5500 টাকা

উত্তর : B

19. কোনো নির্দিষ্ট সরল সুদের হারে কোন মূল 20 বছরে দ্বিগুন হয় । এই মূলধন তিনগুন হতে কত সময় লাগবে ?

A. 30 বছর
B. 38 বছর
C. 41 বছর
D. 40 বছর

উত্তর : D

20. একটি আসলের উপর 9 বছরের জন্য সরল সুদ আসলের 3/5
গুণ। বার্ষিক সুদের হার কত ?

A. 6%
B. 4%
C. 6 পূর্ণ 2/3%
D. 5 পূর্ণ 2/3%

উত্তর : C

21. 3000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে, প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদ সমান হয় ?

A. 2000, 1000
B. 1500, 1500
C. 1200, 1800
D. 1600, 1400

উত্তর : A

22. এক মহাজন এক ব্যক্তিকে 4000 টাকা তিন বছরের জন্য ধার দেয়। এই ধারের কিছু অংশ 10% বার্ষিক সরল সুদের হারে এবং বাকী অংশ 12% বার্ষিক সরল সুদের হারে। 3 বছর পরে সে মোট 5350 টাকা পায়। সে 12% সুদের হারে কত টাকা ধার দিয়েছিল ?

A. 2000
B. 2250
C. 2500
D. 2275

উত্তর : C

23. কোনো মূলধন সরল সুদের হারে 10 বছরে দ্বিগুন হয়। কত বছরে একই সুদের হারে ওই মূলধন তিনগুন হবে ?

A. 25 বছর
B. 20 বছর
C. 30 বছর
D. 15 বছর

উত্তর : B

24. কোন মূলধনের 8% বার্ষিক সুদের হারে 6 বছরের সুদ 1200 হয়। এই মূলধনের তিনগুণ অর্থের 10% বার্ষিক সুদের হারে 2 বছরের শেষে সরলসুদ কত হবে ?

A. 3750
B. 1500
C. 3650
D. 1950

উত্তর : B

25. কোনো মূলধন সরল সুদের হারে 2 বছরের জন্য ঋণ দেওয়া হয়েছে। যদি সুদের হার 1% বেশি হত, তাহলে এতে 240 বেশি আয় হত। মূলধন কত ?

A. 5000
B. 6000
C. 8000
D. 12000

উত্তর : D

PDF DOWNLOAD ZONE
File Name : সরল সুদের অংক 
Language : বাংলা
Size : 63 KB
Clik Here To Download

আরও দেখুন :

বয়স সংক্রান্ত অংক (পিতা পুত্র) 

1 thought on “সরল সুদের অংক PDF | সরল সুদকষা অংক | Simple interest”

Leave a Comment