Food Si Math Practice Set PDF | Food Si Practice Set

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si Math Practice Set PDF | Food Si Practice Set

Food Si Math Practice Set PDF : আগামী ফুড Si পরীক্ষার জন‍্য WBPSC Food Si Math Practice Set টি প্রদান করা হল। আমাদের দেওয়া এই Food Si Math Practice Set টি অনুসরণের মাধ‍্যমে আপনারা খুবই হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক Food Si Math Practice Set টি।

Food Si Math Practice Set :

প্রিয় ছাত্র-ছাত্রীরা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্নের ধরন সম্পর্কে জানার জন্য এই Food Si Math Practice Set এর প্রশ্নোত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে Food Si Math Practice Set PDF টি ডাউনলোড করে নিয়েও অনুশীলন করতে পারবেন। চলুন Food Si Math Practice Set টি দেখে নেওয়া যাক।

Food Si Math Practice Set :

1. অনীতা একটি বাইসাইকেল 3,200 টাকায় ক্রয় করল। সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করল। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করল ?

A. 2,960 টাকা
B. 2,690 টাকা
C. 3,440 টাকা
D. 3,360 টাকা

উত্তর : A

2. একজন সাঁতারুর স্থির জলে গতি যদি 9 km/hr হয়, তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি 6 km/hr ?

A. 15 কিমি/ঘন্টা
B. 18 কিমি/ঘন্টা
C. 3 কিমি/ঘন্টা
D. 12 কিমি/ঘন্টা

উত্তর : A

3. একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি 20 km/hr, তাহলে ট্রেনটির গতি কত ?

A. 20 কিমি/ঘন্টা
B. 30 কিমি/ঘন্টা
C. 15 কিমি/ঘন্টা
D. 11 কিমি/ঘন্টা

উত্তর : A

4. যদি 3 পূর্ণ 1/3 মিটার/সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিলোমিটার/ঘন্টা এ, তাহলে তা হবে ?

A. ৪ কিমি/ঘন্টা
B. ৭ কিমি/ঘন্টা
C. 10 কিমি/ঘণ্টা
D. 12 কিমি/ঘন্টা

উত্তর : D

5. একটি ট্রেন একটি দন্ডয়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো।

A. 20 মি
B. 87 মি
C. 71 মি
D. 90 মি

উত্তর : D

6. X 1 km অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময়ে এবং Y, ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। X, Y কে কত দূরত্বে পরাজিত করল ?

A. 13 1/3
B. 133 2/5
C. 133 2/3
D. 133 1/3

উত্তর : D

7. ঘড়িতে 4.40 pm -এর সময় ঘণ্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে ?

A. 120°
B. 100°
C. 110°
D. 130°

উত্তর : B

8. একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয়মূল্যের উপর 20% লাভ করল। যে পর্ণের ক্রয়মূল্য 450 টাকা, তার ধার্যমূল্য তবে কত ?

A. 600 টাকা
B. 540 টাকা
C. 660 টাকা
D. 580 টাকা

উত্তর : A

9. কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়?

A. 1
B. 3
C. 2
D. 4

উত্তর : A

10. ―11 এবং 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক?

A. 11
B. 14
C. 15
D. এগুলির মধ্যে কোনটিই নয়

উত্তর : C

11. একটি শ্রেণিকে A ও B দুটি সেকশনে ভাগ করা হল । A সেকশনের 20 টি ছাত্রের পাশের হার 80% এবং B সেকশনের 30 টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনের পাশের হার কত?

A. 72%
B. 74%
C. 75%
D. 77%

উত্তর : B

12. কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয়, প্রতিবার 0 অবশিষ্ট থাকে এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে ?

A. 144
B. 72
C. 36
D. 85

উত্তর : B

13. একটি শহরের জনসংখ্যা 250000। প্রতি বছর ২% হারে বৃদ্ধি পায়। 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে ?

A. 2500
B. 10000
C. 252000
D. 10100

উত্তর : D

14. X, Y এবং Z 6,000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হল। X এবং Y একত্রে কাজটির 3/4 অংশ করল। বাকি কাজটি Z একা শেষ করল। Z-এর মজুরির টাকা কত হবে ?

A.1,350 টাকা
B. 1,200 টাকা
C. 1,500 টাকা
D. 1,450 টাকা

উত্তর : C

15. এক ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা
যাবে ?

A. 4
B. 5
C. 3
D. 6

উত্তর : A

16. গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করল। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইল, যদি গোপাল এই শর্তে রাজি হয়, তাহলে গোপালের লাভ না লোকসান কী হবে এবং হলে কত হবে ?

A. লাভ বা লোকসান কিছু হবে না
B. 1% লোকসান হবে
C. 1% লাভ হবে
D. 0.5% লাভ হবে

উত্তর : C

17. 3/4 এর 5/6 এর 7/10 এর 1664 = কত ?

A. 648
B. 762
C. 612
D. 728

উত্তর : D

18. একটি পরীক্ষায় 480 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে। মোট পাশের হার যদি 75% হয়, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল ?

A. 370
B. 340
C. 320
D. 360

উত্তর : C

19. তিনটি সংখ্যার গ.সা.গু. 23। সংখ্যাগুলির অনুপাত যদি 1:2:3 হয়, সংখ্যাগুলি নির্ণয় করো ?

A. 69, 15, 22
B. 23, 46,69
C. 25, 31, 41
D. 23, 21, 35

উত্তর : B

20. এই রাকেশ এবং মোহনের গড় বয়স 15 মোহন এবং রমেশের গড় বয়স 12 এবং রাকেশ এবং রমেশের বয়সের গড় যদি 13 হয়, তাহলে মোহনের বয়স কত ?

A. 16 বছর
B. 13 বছর
C. 14 বছর
D. 12 বছর

উত্তর : C

21. 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল হল ?

A. 4
B. 220
C. 2002
D. 2020

উত্তর : D

22. কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত ?

A. 10:13
B. 8:13
C. 13:8
D. 13:10

উত্তর : D

23. 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণিতে বালিকা ও বালকের অনুপাত 4 : 3। যদি 4 জন বালিকা শ্রেণি ছেড়ে চলে যায়, তাহলে বালিকা ও বালকের অনুপাত হবে ?

A. 11:7
B. 8:7
C. 6:5
D. 9:8

উত্তর : B

24. একজন সেনাপ্রধান 36562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত ?

A. 36
B. 65
C. 81
D. 97

উত্তর : C

25. এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 km দূরত্ব অতিক্রম  করে । তাহলে 3 ঘণ্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায় ?

A. 36 কিমি
B. 24 কিমি
C. 30 কিমি
D. 27 কিমি

উত্তর : B

Food Si Math Practice Set :

26. একটি ট্যাঙ্ক X নল দ্বারা 2 ঘণ্টায় ভর্তি হয় এবং Y নল দ্বারা 6 ঘণ্টায় ভর্তি হয়। সকাল 10 টায় X নলটি খোলা হল, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি Y নলটি সকাল 11 টায় খোলা হয় ?

A.12:45 P.M
B. 5:00 P.M
C. 11:45 A.M
D. 11:50 A.M

উত্তর : C

27. একটি নৌকা 3 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে 9 km অথবা স্রোতের অনুকূলে 18 km যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত ?

A. 4 কিমি/প্রতি ঘণ্টায়
B. 4.5 কিমি/ প্রতি ঘণ্টায়
C. 3 কিমি/প্রতি ঘণ্টায়
D. 3.5 কিমি/প্রতি ঘণ্টায়

উত্তর B

28. A একটি কাজ 12 দিনে পারে। B, A এর চেয়ে 60% বেশি দক্ষ। তাহলে ঐ একই কাজ করতে B-এর সময় লাগবে ?

A. 7 1/2 দিন
B. 71/4 দিন
C. ৪ দিন
D. 6 দিন

উত্তর : A

29. যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে- আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত ?

A. 100%
B. 150%
C. 75%
D. 200%

উত্তর : D

30. কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে ?

A. 127
B. 123
C. 235
D. 305

উত্তর : A

31. এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন। তার কত লাভ বা ক্ষতি হল ?

A. 20% ক্ষতি
B. 21% ক্ষতি
C. 21% লাভ
D. 20% লাভ

উত্তর : C

32. 0.2+0.2-0.2 ÷ 0.2 x (0.2 x 0.2)-এর সরলতম মান ?

A. 0.04
B. 0.2
C. 1
D. 0.36

উত্তর : D

33. ক্ষুদ্রতম কোন্ সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে ?

A. 1140
B. 1141
C. 1150
D. 1151

উত্তর : B

34. পর পর 3 টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে, এদের মধ্যে
ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?

A. 18
B. 15
C. 20
D.16

উত্তর : D

35. A ও B. একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর B চলে যায়। আরও 20 দিনে A বাকি কাজটি শেষ করে। A একা কত দিনে কাজটি করবে ?

A. 50
B. 60
C. 48
D. 54

উত্তর : B

36. A, 7000 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে। 5 মাস পর B কিছু টাকা নিয়ে ব্যাবসায় যোগ দেয়। এক বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে, B কত টাকা নিয়ে যোগ দেয় ?

A. 9000 টাকা
B. 10000 টাকা
C. 18000 টাকা
D. 6500 টাকা

উত্তর : C

37. A, B, C তিন ব্যক্তি যথাক্রমে 1/2:1/ui3:1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যাবসা শুরু করে। 2 মাস পর A তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে, B কত টাকা পাবে ?

A. 156 টাকা
B. 168 টাকা
C. 129 টাকা
D. 144 টাকা

উত্তর : D

38. A, B ও C এর বয়সের অনুপাত 5 : 8 : 9; যদি A ও C-এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে B-এর বয়স কত ?

A. 20 বছর
B. 32 বছর
C. 36 বছর
D. 40 বছর

উত্তর : B

39.কোনো মূলধন 3 বছরে সরল সুদে সুদে-মূলে 560 টাকা এবং 5 বছরে সুদে-মূলে 600 টাকা হয়। বার্ষিক সুদের হার কত ?

A. 2%
B. 4%
C. 6%
D.  8%

উত্তর : B

40. এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘণ্টা বেগে P থেকে Q পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত ?

A. 36 কিমি/ঘ.
B. 45 কিমি/ঘ.
C. 48 কিমি/ঘ.
D. 50 কিমি/ ঘ.

উত্তর : C

41. 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে  ?

A. 10 গ্রাম
B. 35 গ্রাম
C. 40 গ্রাম
D. 45 গ্রাম

উত্তর : A

42. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেমি বেশি। দৈর্ঘ্য 5 সেমি বাড়ালে এবং প্রস্থ 4 সেমি কমালে ক্ষেত্রফল একই থাকে। পরিসীমা কত ?

A. 170
B. 160
C. 190
D. 150

উত্তর : A

43. একটি ট্রেন রেললাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখে যথাক্রমে 5 মিটার/সেকেন্ড এবং 10 মিটার/সেকেন্ড বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 6 সেকেন্ডে এবং 5 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য মিটার ?

A. 150
B. 160
C. 200
D. 220

উত্তর : A

44. A এবং B একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। A 16 দিন কাজ করার পর B বাকি কাজ একা 44 দিনে শেষ করে। পুরো কাজটি B একা কত দিনে করতে পারে ?

A. 30 দিনে
B. 40 দিনে
C. 60 দিনে
D. 70 দিনে

উত্তর : C

45. 22 জন ছাত্র থাকা একটি ক্লাসের গড় বয়স 14 বছর। যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে, গড় 1 বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স নির্ণয় কর।

A. 35 বছর
B. 36 বছর
C. 37 বছর
D. 39 বছর

উত্তর : C

46. একটি কলমের দাম 40 টাকা। দোকানদার MP তে 5% ছাড় দেয় এবং যদি সে পুরো লেনদেনে 20% লাভ পায়। তাহলে কলমের দাম কত?

A. 30 টাকা
B. 35 টাকা
C. 34.6 টাকা
D. 31.6 টাকা

উত্তর : D

47. X 3000 টাকার কেনাকাটায় দেওয়া 40% ডিসকাউন্ট এবং 15% এবং 25% এর দুটি পরপর ডিসকাউন্টের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেনি। উভয় ছাড়ের মধ্যে পার্থক্য কী?

A. 110.5 টাকা
B. 112.5 টাকা
C. 117.5 টাকা
D. কোন পার্থক্য নেই

উত্তর : B

48. A কিছু অর্থের জন্য একটা কাজ শুরু করেন। যদি তার দৈনিক কাজের সময় 8% বৃদ্ধি করা হয় এবং ঘন্টা প্রতি বেতন 50% বৃদ্ধি করা হয়, তাহলে তার দৈনিক আয় কত শতাংশ বৃদ্ধি পাবে ?

A. 58%
B. 62%
C. 63%
D. 53%

উত্তর : B

49. A, C এর দ্বিগুণ গতিতে চলে। B, A এর চেয়ে 1.5 গুণ বেশি দ্রুতগতিতে চলে। A দ্বারা 1 পূর্ণ 3/4 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করলে B দ্বারা যাবে ওই দূরত্ব কত সময়ে ?

A. 95 মিনিট
B. 70 মিনিট
C. 100 মিনিট
D. 85 মিনিট

উত্তর : B

50. একটি আর্টিকেল যখন তার প্রকৃত বিক্রয় মূল্যের 4/5 তে বিক্রি করা হয়, তখন 20% লাভ হয়। একই আর্টিকেলটি তার প্রকৃত বিক্রয় মূল্যে বিক্রি হলে শতকরা লাভ কত হবে ?

A. 15%
B. 20%
C. 50%
D. 25%

উত্তর : C

51. 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে । প্ৰতি 3 বর্গমিটারে 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে ?

A. 15200
B. 15000
C. 15600
D. 15100

উত্তর : C

52. 10 মিটার ও 15 মিটার উচ্চতাবিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার। তাদের শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত মিটার ?

A. 13
B. 12
C. 12.5
D. 13.5

উত্তর : A

53. দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিমি/ঘণ্টা এবং 24 কিমি/ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ?

A. 90
B. 60
C. 105
D 20

উত্তর : A

54. একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 20 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/6 অংশ চৌবাচ্চার নীচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ?

A. 24
B. 20
C. 18
D. 20

উত্তর : A

PDF DOWNLOAD ZONE
File Name : Food Si Math Practice Set PDF 
Language : বাংলা
Size : 119 KB
Clik Here To Download

আরও দেখুন :

Food Si 2023 Exam Syllabus

Food Si Previous Year Question Paper

Food Si Reasoning Question And Answer 

2 thoughts on “Food Si Math Practice Set PDF | Food Si Practice Set”

Leave a Comment