Food Si GK Practice Set-5 | ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set-5 | ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর

Food Si GK Practice Set-5 : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে  Food Si GK Practice Set সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, এই Food Si GK Practice Set-5 এর প্রশ্ন উত্তর গুলি আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

Food Si GK Practice Set-5 :

1. কোন ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে ?

A. মশলা
B. চা
C. পাট
D. তামাক

উত্তর : B

2. IPL-এর ইতিহাসে দ্রুততম ৫০টি উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন কে ?

A. খালিল আহমেদ
B. দীপক মিশ্ৰ
C. যুজভেন্দ্র চাহাল
D. রবীন্দ্র জাদেজা

উত্তর : A

3. কোন ইংরেজ গভর্নর ‘পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন ?

A. ওয়েলেসলী
B. ওয়ারেন হেস্টিংস
C. কর্নওয়ালিস
D. উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর : B

4. তেজস্ক্রিয় ‘রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল ?

A. মাইকেল ফ্যারাডে
B. অ্যালবার্ট আইনস্টাইন
C. আইস্যাক নিউটন
D. মেরী কুরী

উত্তর : D

5. কোন রক্তনালী হৃদপিণ্ড থেকে শরীরের অন্যান্য অংশে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে ?

A. শিরা
B. ধমনী
C. কৈশিক নালী
D. উপরের কোনওটিই নয়

উত্তর : B

6. নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের দুটি প্রধান বিভাগ জাগোই ও চোলোন ?

A. ভারতনাট্যম
B. ওড়িশি
C. মণিপুরি
D. মোহিনীর টুম

উত্তর : C

7. গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত ?

A. কানাডা
B. বলিভিয়া
C. ঘানা
D. মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর : D

৪. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?

A. শ্রীরাঙ্গম দ্বীপ
B. মাজুলি দ্বীপ
C. ভবানী দ্বীপ
D. আগাটি দ্বীপ

উত্তর : B

9. নীচের কোনটি ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত করে ?

A. সমতার অধিকার
B. শোষণের বিরুদ্ধে অধিকার
C. সাংবিধানিক প্রতিকারের অধিকার
D. শিক্ষাগত এবং সাংস্কৃতিক অধিকার

উত্তর : C

10. নীচের কোন বিল প্রথম রাজ্যসভায় পেশ করা যাবে না ?

A. সাধারণ বিল
B. সাংবিধানিক সংশোধনী বিল
C. রাজ্য পুনর্গঠন বিল
D. অর্থ বিল

উত্তর : D

11. নিচের কোনটি মালভূমি অঞ্চলের নদী নয় ?

A. অলকানন্দা
B. কৃষ্ণা
C. নর্মদা
D. মহানদী

উত্তর : A

12.শরীরের কোন অংশ লোহিত রক্তকণিকা তৈরির জন্য দায়ী ?

A. ফুসফুস
B. হৃদপিণ্ড
C. মস্তিষ্ক
D. অস্থিমজ্জা

উত্তর : D

13. কোন দেশের সাথে প্রথম প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো ভারত ?

A. নরওয়ে
B. সোমালিয়া
C. রোমানিয়া
D. আইসল্যান্ড

উত্তর : C

14. রেলওয়ে নেটওয়ার্ক ১০০% বৈদ্যুতিকরণ করা প্রথম রাজ্য
কোনটি ?

A. হরিয়ানা
B. উত্তরপ্রদেশ
C. গুজরাট
D. পাঞ্জাব

উত্তর : A

15. ‘দ্য রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা কে ?

A. হোমার
B. অ্যারিস্টটল
C. সক্রেটিস
D. প্লেটো

উত্তর : D

16. “শ্রীকান্ত” গ্রন্থটির লেখক হলেন-

A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
C. প্যারীচাঁদ মিত্র
D. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তর : A

17. “Young India” গ্রন্থের রচয়িতা কে ?

A. গান্ধীজী
B. লালা লাজপৎ‍ রায়
C. সি. রাজা গোপালচারি
D. স্বামীজী

উত্তর : B

18. মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি ?

A. 31 জোড়া
B. 12 জোড়া
C. 24 জোড়া
D. 21 জোড়া

উত্তর : B

19. রাষ্ট্রসঙ্ঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

A. দিল্লি
B. লন্ডন
C. নিউ ইয়র্ক
D. মস্কো

উত্তর : C

20. সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

A. অবতল
B. উত্তল
C. মেনিসকাস
D. জুম

উত্তর : B

আরও পড়ুন :

Food Si GK Practice Set-3

Food Si GK Practice Set-4

 

1 thought on “Food Si GK Practice Set-5 | ফুড সাব ইন্সপেক্টর প্রশ্ন উত্তর”

Leave a Comment