Food Si GK Practice Set -3 | ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্নোত্তর :

টেলিগ্ৰামে জয়েন করুন

Food Si GK Practice Set -3 | ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্নোত্তর :

Food Si GK Practice Set -3 – ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্নোত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই পর্বটিতে শেয়ার করলাম আরও একটি WBPSC Food Si GK Practice Set নিয়ে। এই Food Si GK Practice Set -3 পর্বে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

Food Si GK Practice Set :

1. কপিলধারা জলপ্রপাত টি কোন রাজ্যে অবস্থিত ?

A. ঝাড়খন্ড
B. মধ্যপ্রদেশ
C. কর্ণাটক
D. উত্তরাখন্ড

উত্তর : B

2. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

A. দোদাবেতা
B. ধূপগর
C. গুরুশিখর
D. অমরকণ্টক

উত্তর : D

3. বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বায়ুপ্রবাহিত হয় ?

A. ট্রপোস্ফিয়ার
B. স্ট্রাটোস্ফিয়ার
C. আয়োনোস্ফিয়ার
D. কোনোটিই নয়

উত্তর : A

4. SAIL কত সালে প্রতিষ্ঠা হয় ?

A. ২০০৫
B. ১৯৭৩
C. ১৯৮২
D. ১৯৮৭

উত্তর : B

5. নিম্নের কোন শিল্পকে Foot Loose Industry বলা হয় ?

A. লৌহশিল্প
B. বস্ত্ৰ শিল্প
C. পেট্রোলিয়াম শিল্প
D. চিনি শিল্প

উত্তর : B

6. পুরনো অয়েল পেন্টিং পরিষ্কার করতে কি ব্যবহৃত হয় ?

A. নিয়ন গ্যাস
B. সোডিয়াম কার্বাইড
C. হাইড্রোজেন পার অক্সাইড
D. লঘু নাইটিক অ্যাসিড

উত্তর : C

7. সমুদ্রের তলদেশে যোগাযোগের জন্য কি ব্যবহার করা হয় ?

A. বিমার
B. হাইড্রামিটার
C. পেরিস্কোপ
D. সোনার

উত্তর : D

8. ভারতে মৌলিক অধিকার বিরোধী যে কোন আইনকে বাতিল করে দিতে পারে-

A. সুপ্রিম কোর্ট
B. হাইকোর্ট
C. সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট
D. উপরের কোনোটিই নয়

উত্তর : C

9. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল ?

A. ডক্টর বি আর আম্বেদকর
B. কে এম মুন্সী
C. পন্ডিত জওহরলাল নেহেরু
D. মহাত্মা গান্ধী

উত্তর : C

10. জিরো আওয়ার কি ?

A. যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়।
B. যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়।
C. সকাল ও বিকালের সেশানের মধ্যবর্তী সময়।
D. লোকসভা তে যখন কোন অর্থবিল পেশ করা হয়।

উত্তর : B

11. ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন ?

A. ৩৫২ নং ধারা
B. ৩৫৬ নং ধারা
C. ৩৬০ নং ধারা
D. ৩৬৪ নং ধারা

উত্তর : C

12. কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল ?

A. ১৫ ই আগস্ট ১৯৪৭
B. ২৪ জুলাই ১৯৪৮
C. ২০ জানুয়ারি ১৯৫১
D. ২৬ জানুয়ারি ১৯৫০

উত্তর : D

13. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে ?

A. ১৪ নং
B. ১৮ নং
C. ১৭ নং
D. ২৯ নং

উত্তর : B

14. কোন রাজ্যের সঙ্গে অমরাবতী স্থপত‍্য শৈলীর সঙ্গে যুক্ত ?

A. কর্ণাটক
B. অন্ধ্রপ্রদেশ
C. বিহার
D. রাজস্থান

উত্তর : B

15. বাস্কেটবল খেলা প্রথম কোথায় শুরু হয়েছিল ?

A. USA
B. Argentina
C. England
D. Canada

উত্তর : A

16. মাটির পাত্রের উপর “খুরজা” নামক পেন্টিং এর সাথে কোন
রাজ্যের নাম যুক্ত ?

A. উত্তরপ্রদেশ
B. বিহার
C. রাজস্থান
D. ছত্তিশগড়

উত্তর : A

17. কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় ?

A. ৩১ ডিসেম্বর
B. ২৫ জানুয়ারি
C. ২৭ জানুয়ারি
D. ৩০ জানুয়ারি

উত্তর : B

18. কুচিপুরি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য ?

A. তামিলনাড়ু
B. কেরালা
C. অন্ধ্রপ্রদেশ
D. গুজরাট

উত্তর : C

19. আর্জেন্টিনার রাজধানীর নাম কি ?

A. বুয়েন্স আয়ার্সে
B. কেবুল
C. মেক্সিকো
D. ব্রাসেলিয়

উত্তর : A

20 বক্সিং খেলা হয় ?

A. পিচ
B. লিংক
C. রিং
D. ডায়মন্ড

উত্তর : C

আগের পর্ব : Food Si GK Practice Set-2

2 thoughts on “Food Si GK Practice Set -3 | ফুড সাব ইন্সপেক্টর জিকে প্রশ্নোত্তর :”

Leave a Comment