HS History Suggestion 2024 | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

টেলিগ্ৰামে জয়েন করুন

HS History Suggestion 2024 – উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ : এই পর্বটিতে তোমাদের জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে HS 2024 HiStory Suggestion-উচ্চ মাধ্যমিক ২০২৪ ইতিহাস সাজেশন এবং প্রশ্নের ধরন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কমনযৌগ‍্য প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক HS History Suggestion 2024 এর প্রশ্ন গুলি।

HS History Suggestion 2024 | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

HS History Suggestion 2024 Probality :

WBCHSE HS 2024 পরীক্ষায় ইতিহাসে ভালো ফল করার জন্য তোমাদেরকে অবশ্যই History Question Pattern 2024 ফলো করতে হবে। আমাদের দেওয়া HS ইতিহাস সাজেশন 2024 এর প্রশ্নগুলি দেখলে  ধরন সম্পর্কে জানতে পারবে। West Bengal HS History Suggestion 2024- পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৪ MCQও রচনাধর্মী প্রশ্ন গুলি  আগামী HS History 2024 – উচ্চ মাধ্যমিক ইতিহাস ২০২৪ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

History Suggestion 2024 Class 12th :

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ সালের পরীক্ষার জন‍্য তোমাদের কোন প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে তার জন‍্য মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরবো । সুতরাং HS History Suggestion 2024 জন্য খুবই সাহায্যকারী হবে।

বন্ধুরা মাধ্যমিকের ইতিহাস যতটা কঠিন উচ্চ মাধ্যমিকের (HS) ইতিহাস ততটা সহজ।  আমরা কি জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস থেকে ৪০ নম্বরের শর্ট প্রশ্ন ও ৪০ নম্বরের বড়ো প্রশ্ন এবং ২০ নাম্বারের প্রজেক্ট থাকে । তোমরা HS History Suggestion 2024 এর জন্য আমাদের দেওয়া প্রশ্ন বড়ো গুলি পড়লেই এখান থেকে কমন পেয়ে যাবে।

HS History Suggestion 2024 :

প্রথম অধ্যায় :

1. জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ?

2.  ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী ?

3. মিউজিয়ামের (জাদুঘর) প্রকারভেদ আলোচনা করো ?

দ্বিতীয় অধ্যায় :

1. সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন-লেনিন তত্ত্ব আলোচনা করে ?

2. উপনিবেশবাদ বলতে কী বোঝ? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক বিরূপণ করো ?

3. উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো ?

তৃতীয় অধ্যায় :

1. চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল ?

2. ক্যান্টন বাণিজ্যের কী ছিল ? এই বাণিঞ্জ‍্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ?

3. আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

4. ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল আলোচনা করো ?

5. ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো ?

চতুর্থ অধ্যায় :

1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও ? •

2. ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও?

3. ঊনিশ শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য ও তার সমালোচনা আলোচনা করো ?

4. চিনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো ?

প্রঞ্চম অধ্যায় :

1909 খ্রিষ্টাব্দের মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ?

2. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল। গান্ধী আইনের উদ্দেশ্য কী মতা করেছিলেন ?

3. কোন পরিস্থিতিতে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল ?

4. ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ?

5. লক্ষ্ণৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো । এই চুক্তির গুরুত্ব আলোচনা করো ?

ষষ্ঠ অধ্যায় :

1. 1946 খ্রিষ্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল ?

2. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও ?

3. ১৯৪২ এর ভারতছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো ?

সপ্তম অধ্যায় :

1. জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ণ করো ?

2. ১৯৫০ এর কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য লেখ ?

3. জোটনিরপেক্ষ নীতি কি ছিল? এর উদ্দেশ্য আলোচনা করো ?

4. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো ?

5. পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের উদ্দেশ্য কী ছিল ? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল ?

6. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

অষ্টম অধ্যায় :

1. সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল?

2. বি-উপনিবেশীকরণ বলতে কী বোঝ? এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো ?

3. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ ও গুরুত্ব আলোচনা করো ?

আরও দেখুন :

HS Bengali Suggestion 2024